ঈদ মোবারক 🌙 তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
কাল রাতে দুইটার সময় ঘুমিয়েছিলাম কিন্তু আজকে সাড়ে ছয়টার দিকে উঠে গিয়েছি। আসলে ঈদের দিন এমনই হয়ে থাকে যত দেরি করে ঘুমায় না কেন সকালবেলা এমনিতেই তাড়াতাড়ি উঠা হয়ে যায়। তো সকালবেলায় প্রথমে গোসল করে নিলাম। এরপর বন্ধুদের কে মেসেজ দিলাম আর বললাম তোরা কোথায় সবাই মিলে একসাথে ঈদগাহে যাবো এবং একই সাথে বসবো কিন্তু বন্ধুরা সবাই আগে থেকেই চলে এসেছিল। তাই গোসল করে পাঞ্জাবি পড়ে জায়নামাজ হাতে রেডি হয়ে চলে আসলাম ঈদের নামাজ পড়তে ঈদগাহে। রাস্তায় উঠে দেখি সবাই পাঞ্জাবি পড়ে জায়নামাজ হাতে চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে বেশ ভালই লাগছিল। আরে হ্যাঁ এবারে আমাদের ঈদগাহটা বেশ ভালো দারুণ করে সাজিয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে বিশেষ করে ঈদগার গেটটা। আসলে গতবারি ঈদগার গেটটা করা শুরু করে দিয়েছিল কিন্তু গতবার কমপ্লিট করতে পারিনি এবার গেটটা কমপ্লিট করল। তো ঈদগাহে যাওয়ার পথের কিছু ছবি এবং ঈদগার গেটের ছবি নিশ্চয়ই আপনারা দেখতেই পারছেন।
তো যাই হোক এরপর আমি সোজা ঈদগাহে চলে গেলাম। আমাদের ঈদগা আবার দুই তালা প্রথমে তো দুই তলায় যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দেখলাম আমার একটা বন্ধু গুটি গুটি পায়ে আমার দিকে আসছে। তো ও আমাকে বলল দুই তলায় যাবে তোর কথা মতো দুই তলায় চলে গেলাম ঈদের নামাজ পড়ার উদ্দেশ্য। প্রথমে তো দেখি তেমন কোন লোক হয়নি কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ ঈদগাটা মুসল্লী দিয়ে ফিলাপ হয়ে গেল। আজকের সকালের আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা ছিল তাই নামাজ পড়তে তেমন কোন প্রবলেম হয়নি। তো শেষে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করলাম করে বাইরে বের হলাম।
বাইরে বের হওয়ার সময় চেনা পরিচিত যাদের সাথে দেখা হয়েছিল সবার সাথেই একটু কোলাকুলি করলাম ঈদের দিন বলে কথা। যাহোক তারপর বন্ধুদের সাথে কয়েকটা ছবিও তুললাম সময় গুলো বেশ সুন্দরভাবে কাটালাম। তো শেষে আরেকটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা রইলো ঈদ মোবারক। ঈদের দিনে প্রতিটি মুহূর্ত সুন্দর ভাবে উপভোগ করেছেন। আজকের ঈদের দিনে সকালের মাঝে আনন্দের বন্যা বইছে। আজকের দিনের মতন প্রতিটি মুহূর্ত যেন খুব সুন্দর ভাবে অতিবাহিত হয় এ আশাবাদী ব্যক্ত করি।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
ঈদের আনন্দটা খুবই সুন্দরভাবে পালন করলেন। আপনাকে জানাই ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ আর এই মুহূর্তগুলো সত্যিই অসাধারণম খুবই ভালো লাগলো।
ঠিক বলেছেন ঈদের আনন্দের মুহূর্তগুলো আসলেই অসাধারণ।
ঈদ মোবারক ভাই।
ঈদের দিনে আসলেই সকালবেলা বেশি সময় ঘুমানো যায় না কারণ ঈদের আমেজটা সকাল হওয়ার আগেই ছড়িয়ে পড়ে আর সেই আমেজের হাওয়ায় যেন নিজেকে হারিয়ে নিয়ে যায়। গাংনী ঈদগা ময়দান তো বেশ বড় মনে হচ্ছে।
হ্যাঁ ঈদগা ময়দানটা বেশ ভালই বড়।
আপনার মুহূর্তটা খুবই ভালোই কেটেছে দেখে বুঝতে পারছি। ঈদের দিনে সবাই মিলে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার মুহূর্তটা সত্যি একেবারে অন্যরকম হয়। তারপরে নামাজ শেষ হওয়ার পরে সবাই কোলাকুলি করার সেই মুহূর্তটা সত্যি একেবারে অন্যরকম। কোলাকুলি করার পরে আপনারা বন্ধুরা কয়েকটা ছবিও তুলেছিলেন। এরপর আর একটু ঘুরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন যাইহোক আপনার সম্পূর্ণ পোস্টটা ভীষণ ভালো লেগেছে পড়ে।
আসলেই ঈদের এই মুহূর্তগুলো যেন এক অন্যরকম স্বাদ এনে দেয়। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
ভীষণ ভালো লেগেছে আপনার ঈদের দিনের কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে। খুবই সুন্দর ভাবে আপনার কাটানো মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন। ঈদের গেটটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। যাইহোক আপনার আজকের এই পোস্টটা সম্পূর্ণ পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। সাজিয়ে গুছিয়ে এত সুন্দর ভাবে লিখেছেন দেখে ভালো লেগেছে।
হ্যাঁ আমার কাছে ঈদগার গেটটা বেশ দারুন লেগেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
শুরুতেই ঈদের শুভেচ্ছা রইল,, ভাই ঈদ মোবারক। ভীষণ ভালো লাগছিল লেখাগুলো পড়তে। আমি নিজেও বিকালে বাইরে বের হয়ে সব বন্ধুদের সাথে কোলাকুলি করেছি। এটা এক অন্যরকম মজা। আর এমন খুশির দিনে সারারাত জাগলেও পরদিন ঠিকই এনার্জি চলে আসে হিহিহিহি। ভালো থাকবেন ভাই।
হ্যাঁ, ঠিক বলেছেন আনন্দের দিনগুলোতে সারারাত জাগলেও পরের দিন এমনিতেই শরীরে এনার্জি চলে আসে।
ঈদ মোবারক। দেখে মনে হচ্ছে ঈদের দিনটা খুব ভালোভাবে আনন্দঘন মুহূর্তের মধ্যে কেটেছে। দোয়া করি প্রত্যেকটা দিন যেন এভাবে আনন্দ মুহূর্তে কাটে। আমার খুবই ভালো লাগলো বিস্তারিত আলোচনা করেছে এ পোষ্টের মধ্যে তাই দেখে।
হ্যাঁ ঠিক বলেছেন ভাই ঈদের দিন তো বেশ ভালোই কেটেছিল। আপনার জন্য দোয়া রইল ভাই।