শুভ নববর্ষ ১৪৩২
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শুভ নববর্ষ ১৪৩২ তথা পহেলা বৈশাখকে নিয়ে ব্লগ শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
[সোর্স](@hafizullah Admin)
বাংলা নববর্ষের সূচনা হয় মুঘল সম্রাট আকবরের সময়ে। বাংলার কৃষিজীবী মানুষের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়, যা আজও আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখে গ্রাম-শহর জুড়ে চলে নানা আয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এই শোভাযাত্রা ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য। রঙিন মুখোশ, ফুল, পশু-পাখির প্রতিকৃতি নিয়ে এ যেন বাঙালির সৃজনশীলতার প্রকাশ।
ব্যবসায়ীরা নতুন খাতা খুলে পুরনো দেনা-পাওনা মিটিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করেন।গ্রামীণ সংস্কৃতির প্রতীক এই খাবার এখন শহুরে জীবনেও জনপ্রিয়।নববর্ষ শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটি একসাথে উদযাপন করে। বৈশাখী মেলায় লোকসংগীত, নাচ, হস্তশিল্পের পসরা সাজে—যেন বাংলার প্রাণের স্পন্দন।
নতুন বছরের প্রত্যাশা
১৪৩২ সনে আমাদের প্রতিজ্ঞা হোক-
- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
- প্রকৃতি ও সংস্কৃতি সংরক্ষণ
- দারিদ্র্য ও অসমতা দূরীকরণ
এসো হে বৈশাখ, এসো এসো..."—রবীন্দ্রনাথের ডাকে সাড়া দিয়ে নতুন বছর হোক সুখ ও শান্তির। সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩২
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
Comment Link: 🖇️
1.https://x.com/Moto5g638776/status/1911805173519057336?t=80E_eyEEJLO-bXu7H6hI8Q&s=19
2.https://x.com/Moto5g638776/status/1911805872231383094?t=RSm-K5ndL9qJJPs5lQBgdA&s=19
3.https://x.com/Moto5g638776/status/1911806413959299180?t=RnaDcFkXZBaJyBFDZWLAdw&s=19