ভার্সিটি সিনিয়রদের সাথে টার্ফে ফুটবল খেলার কিছু মুহূর্ত(10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।শিতের এই সকালে সবাইকে জানাই শিতের উষ্ণ ভালোবাসা।আর আমি সবার কাছে আশা করবো যে সবাই যেন কোভিড-১৯ থেকে সুরক্ষা থাকবেন।মাস্ক পড়ুন,সুস্থ থাকুন।ভারত এবং বাংলাদেশে এর প্রভাব আবার শুরু হয়ে গেছে।আমি চাই সবাই ভালো থাকেন।আর আজকে আপনাদের সাথে টার্ফে ফুটবল খেলার কিছু মুহূর্ত শেয়ার করব।আশা করি আপনাদের ভালো লাগবে।চলেন বেশি কথা না বলে শুরু করি।

IMG20220113210250.jpg

এখানে যাদের দেখতে পাচ্ছেন,সবাই আমার ব্যাচমেট।খেলাটা ছিল মূলত আমাদের সিনিয়রদের সাথে।সারাদিন ক্লাস করার পর সপ্তাহ পর একটা বৃহস্পতিবার আমাদের জন্য অনেক কিছু।অনেকেই বলতে পারেন ভার্সিটির এতো মাঠ থাকতে টার্ফে কেন গেলাম খেলতে।আসলে আমাদের সময় না থাকার কারণে রাতে খেলতে হয়েছে।এই জন্য টার্ফে গিয়েছিলাম কারন ওখানে সব রকম লাইটের ব্যবস্থা থাকে।দেখতেই পাচ্ছেন ছবিতে। আমাদের খেলা শুরু করি রাত ৯ টায় এবংশেষ করি ১০ টায়।আজকে আপনাদের মাঝে এই খেলার সব বিস্তারিত আলোচনা করবো।

IMG20220113221145.jpg

আমাদের টার্ফের অবস্থান ছিল সিলেটের কাজিটুলা নামক স্থানে।মোটামুটি একটা ভালো মাঠ ছিল।সব কিছুর ব্যবস্থা ছিল।আমাদের কাছে ভালো লেগেছে।

IMG20220113210348.jpg

উপরের ছবিতে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের আজকের ম্যাচের খেলোয়াড়।এদের নাম একাধারে অনিক,শাওন,রেজওয়ান,চঞ্চল,প্রত্তয়,এবং আরমান।আমাদের প্রতিটি দলের প্লেয়ার এর সংখ্যা ছিল ৬ জন করে কারন টার্ফে সব সময় ছোট হয়ে থাকে।খেলার পুর্বে সবার সাথে সেলফি তোলাতে ব্যস্ত আমি।আমাদের খেলা শুরু হয়েছিল রাত ৯ টায়। এবার চলেন অন্য কিছু মুহূর্ত দেখা যাক।

IMG20220113210301.jpg

প্রথম টিমের ছবিতে আমি নাই কারন আমি নিজে ছবি তুলেছি,এই জন্য সবার সাথে একটা সেলফি তুলে মুহূর্তটাকে জীবিত রাখার একটা সামান্য প্রচেষ্টা।কারন হয়তো দিন শেষে একদিন এই দিন গুলোর কথায় মনে পরবে।খুব মজা করেছি ,আরও কিছু মুহূর্ত আছে যা আপনাদের মাঝে শেয়ার করবো।

IMG20220113210448.jpg

এখানে আমাদের গ্রুমিং চলে।এখানে গোপন আলোচনা চলছে, যে কিভাবে সিনিয়রদের হারানো যায়। আমি যেহেতু খেলি নাই তাই ফটোগ্রাফার হিসেবে কাজ করতেছিলাম।

IMG20220113210427.jpg

ছবি তুলতেছিলাম তখন আমার বন্ধু নাইম বলে ভাই আমার ছবি তুলবা না নাকি।তার শখ মেটাতে দূর থেকে একটা সেলফি তার সাথে।ছেলে পিছনে দাড়িয়ে পোজ দিয়ে দিছে।এরপর ছবি তোলার পর্ব শেষ কারন ঘড়ির কাটায় এখন ৯ টা বেজে গেছে।আমাদেরকে মাঠ থেকে বাহির হতে হবে।চলেন এইবার খেলার কিছু অংশ দেখে আসি।

IMG20220113210716.jpg

আমি মাঠের বাহির থেকে ভিতরের খেলার ছবি তুলতেছি। কারন এখানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।কেউ কাউকে ছাড় দিতে নারাজ।কারন এখানে সিনিয়র জুনিওর মান সম্মানের প্রশ্ন।খেলার শুরুতে আমরা একটা গোল দিয়ে দেই।আমরা অনেক খুশি।কিন্তু এর পরের কিছু মুহূর্ত পরেই আমাদের জালে গোল দিয়ে দেয় সিনিয়ররা।এর পরে আমরা আরেকটা দিয়ে দেই।কিন্তু পরের মুহূর্ততে সিনিরররা আরও ২ টা গোল দেয়।এইবার খেলার স্কোর হলো ৩-২।গোলকিপার ছিল আমার বন্ধু শাওন খুব ভালো কিপার করেছে কিন্তু ডিফেন্স ভালো না হবার কারণে আমাদের এই ভরাডুবি।

IMG20220113212303.jpg

আমার বন্ধু শাওন অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের আরও ২ টা গোল ইতিমধ্যে আমাদের সিনিয়র দিয়েছে।এখন খেলার স্কোর হল ৫-২।এর পর আমার বন্ধু চঞ্চল ৫ মিঃ এর মধ্যে আরও দুইটা গোল দিয়ে দিল।আমাদের মনের ভিতর একটু আশার আলো জাগল।তবে এই আশার আলো নিভিয়ে আরও একটা গোল আমাদের জালে দিয়ে দিল আমাদের সিনিয়র ভাই।খেলার বর্তমান স্কোর এখন ৬-৪।যেহেতু আমরা প্রথম এই টার্ফে খেলতেছি তাই আমাদের জন্য অনেক ভালো খেলা এইটা। ইতিমধ্যে সময়ের দিকে তাকাইলাম দেখলাম ৯.৫৫ বাজে।সাইরেন দিয়ে দিছে ইতিমধ্যে টার্ফে টিমের পক্ষ থেকে।এর কিছুক্ষন পর আমাদের খেলা শেষ হইল।আমরা হারলাম।তবে তাতেও যেন জেতার একটা আনন্দ আছে আমদের মাঝে।

IMG20220113220741.jpg

এরপর আমাদের সবাই এবং সিনিয়রদের সাথে সবাই মিলে একটা ছবি তুলেছিলাম।আর ছবিতে আমি নিজেও আছি কারন ছবি তুলে দিয়েছিল টার্ফে টিমের মেম্বার।এখানে আমরা আমাদের খেলার পর্ব শেষ করেছি।তারপর বাহিরে এসে হাল্কা নাস্তা করেছি।কারন সবাই ক্লান্ত ছিল বাসায় দিকে যেতে হবে।রাতও অনেক হয়েছে।তবে দিনটি অনেক ভালো ছিল আমাদের জন্য।আমরা যেহেতু এক এলাকাতেই সবাই থাকি এই জন্য সবাই সিনজি করে বাসায় চলে আসলাম।

আজকে আমি এখানেই শেষ করছি,আমাদের ফুটবল খেলার কিছু মুহূর্ত।আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন।হয়তো আজকে এখানেই শেষ তবে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে।

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনারা ব্যাচমেটরা সবাই মিলে বড় ভাইদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।যদিও খেলায় হেরে গেছেন।খেলার হার কিংবা জিত বড় বিষয় না।সবাই মিলে একত্রে আনন্দঘন মূহুর্ত কাটিয়েছেন এটাই বড় কথা।সবার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

আপনি বড় ভাইদের সাথে খুব সুন্দর একটি মূহুর্ত পার করেছেন। বড় ভাইদের সাথে যে কোন বিষয়ে খেলতে খুব মজা লাগে। এই ধরনের বড় ভাইদের সাথে খেলাধুলায় জিতলেও অনেক মজা লাগে হারলেও একটু কমই মজা লাগে। সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মতামতের জন্য।

 3 years ago 

ফুটবল আমার সবচেয়ে পছন্দের খেলা। আমাদের ক্ষেএেও একই সারা সপ্তাহ ক্লাস করার পর ঐ বৃহস্পতিবারই বেঁচে নেয় খেলার জন্য। এবং সিনিয়র জুনিয়র খেলা তো একটা টেন্ড্র যেটা প্রচলিত। এবং আপনাদের ফুটবল মাঠ দেখছি অনেকটা ছোট।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 83709.28
ETH 1575.64
USDT 1.00
SBD 0.76