এম্বুস পেইন্টিং

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি নতুন পোস্ট।
বেশ কিছুদিন আগে একজন বড় আপুর কাছ থেকে এম্বুস পেইন্টিনং সম্পর্কে জানতে পারি।এরপর থেকেই ভাবছিলাম এটা নিয়ে কিছু একটা তৈরী করা উচিত। বেশ কিছু দিন ধরেই স্ট্যারি নাইট পেইন্ট করতে ইচ্ছে করছিল।তাই ভাবছিলাম স্ট্যারি নাইট পেইন্ট টা একটু অন্য ভাবে আর এম্বুস দুটো একসাথে কিভাবে করা যায়।ভাবতে ভাবতে একদিন একটি ছবি এলো সামনে ভাবলাম এটাই এম্বুস পেইন্ট করে ফেলি।যেইভাবা সেই কাজ অনলাইনে এম্বুস গাম,প্রয়োজনীয় এক্রেলিক রঙ তুলি অর্ডার করেদিলাম।হাতে পাওয়া মাত্রই কাজে বসে গেলাম।
তাই ভাবলাম আমার এই কাজটাও আপনাদের সাথে শেয়ার করি।

প্রয়োজনীয় উপকরণ
কালো কাপড়।
এক্রেলিক রঙ
এম্বুস গাম
তুলি
কালার প্লেট

কার্যপদ্ধতি
প্রথম ধাপ

প্রথমে একটি কাপড় নেই। যে নকশা আঁকবো তার খসড়া কাপড়ে একে নেই।

দ্বিতীয় ধাপ

নকশার একটা অংশ সাদা করে নেই।

তৃতীয় ধাপ

সাদা বেস শুকিয়স গেলে নীল রঙ করে নেই।

চতুর্থ ধাপ

নীল অংশ শুকিয়ে গেলে মাঝের অংশে বেস রঙ হিসেবে আবার সাদা দেই

পঞ্চম ধাপ

এম্বুস গাম মিশিয়ে সাদা,হলুদ, আকাশী রঙ দিয়ে ডট ডট দেই

ষষ্ঠ ধাপ

রঙ করা হয়ে গেলে, রোদে শুকিয়ে নিতে হবে।এর পর কাপড়টি উল্টিয়ে আয়রন দিয়ে তাপ দিতে হবে।এতে অপর পাশে নকশা গুলো ফুলে উঠবে।

এইভাবে পুরো পেইন্টিংটি শেষ করেছি।

আশা করছি এই পোস্টটি আপনাদের কারো উপকারে আসবে।সম্পূর্ন পোস্ট পড়ার জন্য ধন্যাবাদ।কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। এটা দেখে মনে হচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছে। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু। হ্যাঁ আপু কাজ সম্পূর্ণ করতে বেশ সময় লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

এম্বুশ পেইন্টিং বিষয়টা তো আগে জানা ছিলো না আমার। এম্বুশ গাম রঙের সাথে মিশিয়ে রঙ করে, সেই রঙ রোদে শুকিয়ে উলটো পাশে আয়রন করলে কি সেই ডিজাইন টা এম্বুশ ইফেক্ট দেয়?? আর ৩য় ধাপের ছবিটা বোধ হয় কারেকশন করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার পোস্ট পড়ে নতুন একটা বিষয় জানলাম।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ। রঙ করার পর রোদে না শুকালেও হয়।বাতাসে শুকালেও হবে।আমি এটা বাতাসেই শুকিয়েছি।কারণ পেইন্টিং রাতে করেছিলাম।রঙ ভালো ভাবে শুকিয়ে যাবায়ার পর আয়রন করেছি।

Posted using SteemPro Mobile

 last year 

এম্বুস পেইন্টিং কেন বলা হয় তাই তো বুঝলাম না? এর আগে এই নাম কখনো শুনা হয়নি আর দেখাও হয়নি। তবে যাই বলেন পেইন্টিং দেখতে বেশ সুন্দর। বিভিন্ন কালারিং করার জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। যাক আপনার কাছ থেকে নতুন পেইন্টিং শিখতে পারলাম। ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ আমাকে উৎসাহ দেবার জন্য।এই পেইন্টিং এক্রেলিক রঙ এর সাথে এম্বুস গাম মিশিয়ে করা হয় জন্য এটাকে এম্বুস পেইন্ট বলা হয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 75992.84
ETH 1433.38
USDT 1.00
SBD 0.63