গ্রাভিটি
আমরা ছোটবেলায় পড়েছি শক্তি কখনো উৎপন্ন করা যায় না। এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা যায়। ঠিক তেমনিভাবে গ্রাভিটি একটি প্রাকৃতিক শক্তি যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তবে এই গ্রাভিটির প্রভাব আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমরা যদি আকাশের দিকে বল ছুড়ে মারি সেটা কিছুক্ষণ পরে আবার মাটিতে ফিরে আসে এই যে ফিরে আসার যে প্রবণতা এবং কোন এক শক্তি তাকে পৃথিবীর দিকে ঠেলে আনছে, এটা কে গ্রাভিটি কিংবা মাধ্যাকর্ষণ বল আমরা বলতে পারি।
সময়ের বিবর্তনে গ্রাভিটি নিয়ে অনেক বিজ্ঞানীরাই কথা বলেছে তবে স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম একটি থিওরি নিয়ে আসে এবং সূত্রের মাধ্যমে এবং বাস্তব প্রয়োগে এই গ্রাভিটি প্রমাণ করে দেখান। আমরা ছোটবেলা থেকেই জানি আকাশের মধ্যে বল ছুড়ে মারলে বল আবার কিছুক্ষণ পরে নিচে চলে আসবে। এছাড়াও আমরা যে হাঁটাহাঁটি করছি কিংবা আমাদের আশেপাশে যে বায়ুমণ্ডল রয়েছে এই সব কিছুই কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু আসলে এই বিষয়গুলো কেন ঘটছে, সেই প্রশ্ন কিন্তু আমরা করি না। কিন্তু যারা মহান বিজ্ঞানীরা ছিলেন তারা এইসব প্রশ্ন করতেন এবং সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেন। তাইতো আজও আমরা তাদের কথা মনে রেখেছি এবং তাদের দেখানো পথগুলোই অনুসরণ করছি।
আমরা যে সব সময় পৃথিবীতে গ্রাভিটি দেখতে পাই বিষয়টা কিন্তু তেমন নয়। পৃথিবীর সাথে চাঁদেরও একটি মহাকর্ষ বল রয়েছে, এছাড়াও আমাদের পৃথিবীর এবং সূর্যের মধ্যেও মহাকর্ষ বল রয়েছে। এছাড়াও পৃথিবী এবং মহাবিশ্বে যত ধরনের বস্তু রয়েছে একে অপরের মহাকর্ষ বলের সংমিশ্রণে রয়েছে। এসব বিষয়গুলো হাতে কলমে করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। এই গ্রাভিটির বিষয়টি এতটাই জটিল যে, জটিল বিষয়টা বুঝার জন্য একটি সমস্যা রয়েছে। সেটা হচ্ছে থ্রি বডি প্রবলেম।
এই থ্রি বডি প্রবলেম বিষয়টি এমন একটি সৌরজগতেই তিনটা সূর্য রয়েছে এবং তিনটা সূর্যই একে অপরকে গ্রাভিটির মাধ্যমে প্রভাবিত করছে। কিন্তু আমরা যেরকম আগে থেকেই আন্দাজ করতে পারি সূর্য কখন কোন দিকে যাবে কিংবা আমাদের গ্রহ সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করবে কিন্তু তিনটা নক্ষত্রেরর ক্ষেত্রে এটা প্রেডিকশন করা প্রায় অসম্ভব। তাই গ্রাভিটি যতটাই আমরা সহজ মনে করি না কেন এটা কিন্তু মোটেও সহজে একটি বিষয় নয়। বরঞ্চ এটা জটিল থেকে জটিলতর বিষয়। এরপরও যদি আপনাদের থ্রি বডি প্রবলেম নিয়ে জানতে ইচ্ছে করে তাহলে মন্তব্যে লিখতে পারেন। তাহলে পরবর্তী পোস্ট সেটা আমি করব। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।