ইসলামিক সংগীত ||মেহেরবান ||মুনাইম বিল্লাহ

in আমার বাংলা ব্লগ11 months ago

Picsart_24-03-21_10-53-01-573.jpg

picsart থেকে এডিট করা

💗💗💗

🔥 আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি অনেক সাহস নিয়ে বরাবরের মত ইলিয়াস শাহ এর ইসলামিক নাতে রাসূল কভার করতে যাচ্ছি "মেহেরবান" ।গজল গাইতে আমার ভীষণ ভালো লাগে। এর আগে একবার চেষ্টা করছিলাম, আমার বাংলা ব্লগের মাধ্যমে আমি আস্তে আস্তে সকল কাজে পারদর্শী হতে পারতেছি । সত্যিই অনেক সাহস নিয়ে করলাম। প্রথমত আমি কবিতা আবৃত্তি করতে পারতাম না। আস্তে আস্তে অনুপ্রেরণা পেয়ে ওটাও পেরে গেলাম আস্তে আস্তে। আজকে তৃতীয় আমি নাতে রাসুল গাইতে আসলাম। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায়। আমার কাছে অনেক ভালো লাগতেছে দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারতেছি দিনের পর দিন।আমি চেষ্টা করতেছি নিজের ভিতরে থাকা দক্ষতা গুলো আপনাদের মাঝে প্রকাশ করতে। আপনারা যদি পাশে থাকেন আস্তে আস্তে সকল দক্ষতা প্রকাশ পাবে আমার বাংলা ব্লগ পরিবারের মাধ্যমে।প্রতিটা মানুষ প্রথমে দক্ষতা নিয়ে জন্মায় না, একটা মানুষ প্রথমে ভুল করলেও বারবার অনুপ্রেরণা পেয়ে ভালো কাজ করার উদ্দীপনা পায়। 🔥

গজলটির নাম :মেহেরবান
কথা ও সুর :আলফাজ হোসেন
শিল্পী :মুনাইম বিল্লাহ
কভার :@razuan12

গজলের লিরিক্স :

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান

আমি পাপি গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর
ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান

জেনে না জেনে হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি পথ হারিয়ে ভুল করে
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি পথ হারিয়ে ভুল করে
নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে
জুলুম করেছি বারে বার

পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা ক্ষমা করো রহম দিয়ে
বন্দা তোমার আমি তুমিই অর্ন্তযামী
তোমার কাছে ফিরি বারে বার

Source

গজলের লিংক

ক্যাপকাট দিয়ে এডিট করা

অবশেষে অনেক সাহস নিয়ে আমি গজলটি কভার সম্পন্ন করলাম।গজল গাইতে এখন খুব ভালো লাগতেছে নিজের কাছে। আস্তে আস্তে বেশ আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। প্রথমত কবিতা আবৃত্তি করতে ও গান কভার করতে পারতাম না, আজ কে নতুন কিছু কভার করলাম অনেককে সাহস নিয়ে।গজলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। আমি যখন অনেকদিন পর আমার বাংলা ব্লগে আসলাম তো একবার চেষ্টা করেছিলাম এবং আপনাদের অনেক সুন্দর অনুপ্রেরণা পেয়েছিলাম। আপনাদের সুন্দর অনুপ্রেরণার মাধ্যমে আমি সত্যি বলতে অনেক খুশি হয়েছিলাম।আমি চেষ্টা করব অনেক সুন্দর করে সামনে আরো ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য পোষ্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারতেছে।আজকের মত এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। আমি খুব একটা সুন্দর ভাবে এটা অবাক করতে পারি নাই, তারপরও আমি চেষ্টা করেছি অনেক সুন্দর ভাবে কভার করতে। আপনারা যদি অনুপ্রেরণা দেন আমি আস্তে আস্তে অনেক সুন্দর ভাবে কভার করতে পারব। সবাই দেখতেছি আস্তে আস্তে গজল পরিবেশনা করতেছে তাদের দেখেও আমি অনেক ভালো অনুপ্রেরণা পাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 11 months ago 
 11 months ago 

মেহেরবান গজলটি শুনতে ভীষণ ভালো লাগে। সবার অনুপ্রেরণা পেয়ে আজকে চমৎকার একটি গজল কভার করে উপহার দিয়েছেন। আপনার কন্ঠে আমার পছন্দের গজলটি শুনতে পেয়ে খুশি হলাম। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে ভাই।

 11 months ago 

ধন্যবাদ প্রিয় ভাই।আশা করি এভাবে পাশে থাকবেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আহ্ আমার খুব খুব প্রিয় একটি ইসলামিক সঙ্গীত দেখছি কভার করলেন। শুনেই তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে এমন সুন্দর একটি ইসলামিক সঙ্গীত শুনে কেন জানি বেশ ভালো লাগা কাজ করছে। খুব সুন্দর এবং মিষ্টি কন্ঠ আপনার ভাইয়া। এগিয়ে যান। আশা করি সামনে ভালো কিছু করতে পারবেন।

 11 months ago 

আপনার প্রশংসা শুনে আমি মুগ্ধ। সব সময় আপনাদের কারনেই ভাল কাজ করতে পারি। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ইসলামিক গজল গুলো শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর একটি ইসলামিক গজল আমাদের সাথে কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গজলটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি লাইন খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন ।ধন্যবাদ এত সুন্দর একটি ইসলামিক গজল আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 11 months ago 

গজলটি শুনে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। প্রতিটি লাইন আমি চেষ্টা করেছি গুছিয়ে বলার জন্য। ধন্যবাদ সব সময় সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago (edited)

আসলেই ভাইয়া আমার বাংলা ব্লগ এর কৃতিত্বে এখন সবাই কিছুনা কিছু নতুন ভাবে করা শিখতেছি।অনেকেই আছেন যারা বলতেন যে তারা একটা সময় অনেক রকমের কাজ পারতোনা কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকেই অনেক কিছু নিজে থেকে করতে শিখেছে।আপনিও তাদের মতই অনেক কিছু শিখতে পেরেছেন ভাইয়া।আর একটা কথাতো ভুলেই গেল চলবেনা যে আপনার করা আজকের মেহেরবান গজল কভার টি অনেক বেশি সুন্দর হয়েছে।আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো গজল কভার আপনার থেকে শুনতে পারবো।

 11 months ago 

বাংলা ব্লগ মানেই নতুন কিছু। মেহেরবান গজল টা আমার ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করেছি সুন্দরভাবে কভার করার জন্য। আশা করি এভাবেই পাশে থাকবেন।ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বর্তমান সময়ের আলোচিত সেরা একটি ইসলামী সংগীত এটি। যে কোন মানুষ এই ইংলামী সংগীত শুনে। যে কোন মানুষের পছন্দের ইসলামী সংগীত। ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লাগে এই ইসলামী সংগীত। আপনি খুব সুন্দর ভাবে কভার করলেন। আপনার শেয়ার করা ইসলামী সংগীত শুনে অনেক ভালো লেগেছে।

 11 months ago 

আলোচিত সেরা একটি ইসলামিক সংগীত। আমি চেষ্টা করেছি অত্যন্ত সুন্দরভাবে কভার করার জন্য। খুব একটা পারি নাই। তাও আপনারা সুন্দর উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

মেহেরবান গজল খুব সুন্দরভাবে কভার করেছেন। এই গজলটি এখন প্রতিনিয়ত শোনা হয়ে থাকে এবং এই সুন্দর গজল শুনলে যেন আমাদের মনের মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ আজকে যেভাবে আপনি এই সুন্দর গজলটি কভার করেছেন তা শুনে অনেক ভালো লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনি এই গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 11 months ago 

ঠিক কথা ভাই, মনের ভিতর আলাদা ভালোলাগা কাজ করে। চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67