ইসলামিক সংগীত ||মেহেরবান ||মুনাইম বিল্লাহ
picsart থেকে এডিট করা
গজলটির নাম :মেহেরবান
কথা ও সুর :আলফাজ হোসেন
শিল্পী :মুনাইম বিল্লাহ
কভার :@razuan12
গজলের লিরিক্স :
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
আমি পাপি গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর
ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
জেনে না জেনে হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি পথ হারিয়ে ভুল করে
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি পথ হারিয়ে ভুল করে
নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে
জুলুম করেছি বারে বার
পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা ক্ষমা করো রহম দিয়ে
বন্দা তোমার আমি তুমিই অর্ন্তযামী
তোমার কাছে ফিরি বারে বার
গজলের লিংক
ক্যাপকাট দিয়ে এডিট করা
Twitter
মেহেরবান গজলটি শুনতে ভীষণ ভালো লাগে। সবার অনুপ্রেরণা পেয়ে আজকে চমৎকার একটি গজল কভার করে উপহার দিয়েছেন। আপনার কন্ঠে আমার পছন্দের গজলটি শুনতে পেয়ে খুশি হলাম। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে ভাই।
ধন্যবাদ প্রিয় ভাই।আশা করি এভাবে পাশে থাকবেন।
আহ্ আমার খুব খুব প্রিয় একটি ইসলামিক সঙ্গীত দেখছি কভার করলেন। শুনেই তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে এমন সুন্দর একটি ইসলামিক সঙ্গীত শুনে কেন জানি বেশ ভালো লাগা কাজ করছে। খুব সুন্দর এবং মিষ্টি কন্ঠ আপনার ভাইয়া। এগিয়ে যান। আশা করি সামনে ভালো কিছু করতে পারবেন।
আপনার প্রশংসা শুনে আমি মুগ্ধ। সব সময় আপনাদের কারনেই ভাল কাজ করতে পারি। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ইসলামিক গজল গুলো শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর একটি ইসলামিক গজল আমাদের সাথে কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গজলটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি লাইন খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন ।ধন্যবাদ এত সুন্দর একটি ইসলামিক গজল আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
গজলটি শুনে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। প্রতিটি লাইন আমি চেষ্টা করেছি গুছিয়ে বলার জন্য। ধন্যবাদ সব সময় সুন্দর মন্তব্য করার জন্য।
আসলেই ভাইয়া আমার বাংলা ব্লগ এর কৃতিত্বে এখন সবাই কিছুনা কিছু নতুন ভাবে করা শিখতেছি।অনেকেই আছেন যারা বলতেন যে তারা একটা সময় অনেক রকমের কাজ পারতোনা কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকেই অনেক কিছু নিজে থেকে করতে শিখেছে।আপনিও তাদের মতই অনেক কিছু শিখতে পেরেছেন ভাইয়া।আর একটা কথাতো ভুলেই গেল চলবেনা যে আপনার করা আজকের মেহেরবান গজল কভার টি অনেক বেশি সুন্দর হয়েছে।আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো গজল কভার আপনার থেকে শুনতে পারবো।
বাংলা ব্লগ মানেই নতুন কিছু। মেহেরবান গজল টা আমার ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করেছি সুন্দরভাবে কভার করার জন্য। আশা করি এভাবেই পাশে থাকবেন।ধন্যবাদ।
বর্তমান সময়ের আলোচিত সেরা একটি ইসলামী সংগীত এটি। যে কোন মানুষ এই ইংলামী সংগীত শুনে। যে কোন মানুষের পছন্দের ইসলামী সংগীত। ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লাগে এই ইসলামী সংগীত। আপনি খুব সুন্দর ভাবে কভার করলেন। আপনার শেয়ার করা ইসলামী সংগীত শুনে অনেক ভালো লেগেছে।
আলোচিত সেরা একটি ইসলামিক সংগীত। আমি চেষ্টা করেছি অত্যন্ত সুন্দরভাবে কভার করার জন্য। খুব একটা পারি নাই। তাও আপনারা সুন্দর উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
মেহেরবান গজল খুব সুন্দরভাবে কভার করেছেন। এই গজলটি এখন প্রতিনিয়ত শোনা হয়ে থাকে এবং এই সুন্দর গজল শুনলে যেন আমাদের মনের মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ আজকে যেভাবে আপনি এই সুন্দর গজলটি কভার করেছেন তা শুনে অনেক ভালো লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনি এই গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
ঠিক কথা ভাই, মনের ভিতর আলাদা ভালোলাগা কাজ করে। চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।