শশুর বাড়ীর উপহার।

in আমার বাংলা ব্লগ5 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ অনেক কয় দিন পর পোস্ট করছি। পড়াশোনার চাপে ঠিকঠাক পোস্ট করাই হচ্ছে না। আর যে বৃষ্টি শুরু হয়ছে, কোন কাজই ঠিকঠাক করা যাচ্ছে না। এই বৃষ্টির জন্য আমার বেশ কয়দিন টিউশন ছুটি গেলো। আর বৃষ্টি মানেই যখানে খিচুড়ি সেখানে এখন আমার খিচুড়ির উপর অরুচি ধরে গেছে।এই কয়দিন টানা খিচুড়ি খেয়েছি। যাই হোক মুল কথায় ফিরে আসা যাক। আজকের পোস্ট টি মুলত শশুর বাড়ীর উপহারের। আর শশুর বাড়ী কিন্তু আমার নয়, আমার বাবার। আমি এখনো অবিবাহিত। আর কয়দিন পর পুজো। তাই শশুর তার জামাই এর জন্য পুজোর উপহার পাঠিয়েছে। আর যার জন্য যে পার্সেল আসে সেটা আমিই আনতে যাই, আর আমিই পার্সেল খুলি। এবার শশুর শাশুরী তার জামাই এর জন্য অনেক কিছু পাঠিয়েছে।সেখানে দুটি শার্ট এর পিস এবং দুটি প্যান্ট পিস ছিলো।

IMG_20241005_162958.jpg

IMG_20241005_162507.jpg
এর মধ্যে একটা প্যান্ট আর শার্ট আবার তার কাকি শাশুড়ী পাঠয়েছে,কারণ আমার ছোট মামার চাকরি হয়েছে তাই।
এদিকে আবার সাথে লুঙ্গি ও ছিলো জামাই এর জন্য।

IMG_20241005_163016.jpg
সাথে ছিলো আমার বোনের জন্য টিফন বাটি, আমার মায়ের জন্য কিছু গজ কাপড়।

IMG_20241005_162839.jpg

IMG_20241005_162707.jpg
আমার জন্য কিছুই নেই জন্য খুব হতাস হলাম, আর যার যা জিনিস তাকে বুঝিয়ে দিলাম।
আর মনে মনে বললাম কবে শশুর বাড়ী হবে। এভাবে জামাই আদর খাবো।শশুর বাড়ী থেকে উপহার দেবে, নেমতন্ন করবে। যাইহোক আপনারা দোয়া করেন যাতে তারাতারি শশুর বাড়ী হয়।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

শ্বশুর বাড়ি৷

আপনার জন্য পুজো উপলক্ষে কোন উপহার আসেনি দেখে আমিও খানিক অবাক হলাম৷ বাকিদের জন্য উপহারগুলো বেশ চমৎকার। বাঙালির বড় উৎসবে এই উপহার আসাটা খুবই আনন্দের৷ ছোটবেলায় আমারও আসত৷

 5 months ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম আপনার শ্বশুর বাড়ি। এরপর তো পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার শ্বশুর বাড়ি নয় আপনার বাবার শ্বশুর বাড়ি। সত্যি ভাইয়া আপনার পোস্ট পড়ে সব সময় অনেক মজা পাই। আর লেখার মাঝে খুব সুন্দর কিছু অনুভূতি খুঁজে পাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83268.10
ETH 2125.46
USDT 1.00
SBD 0.77