জান্নাতুল লিয়ার জন্মদিনে পাওয়া উপহার।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম।" |
---|
![]() |
---|
শুভ সন্ধ্যা 💞
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জান্নাতুল লিয়ার জন্মদিনে পাওয়া উপহার। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক উপহার গুলো। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
![]() | ![]() |
---|
বেশ কিছুদিন থেকে ব্যস্ত সময় পার করতেছি। কোন কাজ ঠিক ভাবে করতে পারছি না। এর পরে ও চেষ্টা করে যাচ্ছি নিজের সাধ্যমত কাজ গুলো করার জন্য। আজকে হঠাৎ করে পেসার কমে গেছে দেখলাম। এজন্য শরীর ও খারাপ লাগতেছে। আমার মেয়ের জন্মদিন পালন করার কোন পরিকল্পনা ছিলো না। হঠাৎ করে আসলে আয়োজন করা। তাই তেমন বাইরের কাউকে দাওয়াত দিতে পারিনি। তবে আমার পরিচিত এবং প্রতিবেশীরা ছিলো। ঘরোয়া একটি আয়োজন। পরিবারের সবাইকে নিয়ে জাস্ট একটু আনন্দ উপভোগ করা ছাড়া আর কিছু না। দিনশেষে পরিবার নিয়ে ভালো থাকাই আসল বিষয়।
![]() | ![]() |
---|
জান্নাতুল লিয়ার জন্মদিনে কম বেশি সবাই উপহার নিয়ে এসেছে। আমার ছোট বোনেরা আমার মেয়ের জন্য জন্মদিনে উপহার নিয়ে এসেছে। যদিও আমার মেয়ে ছোট তবে আমি লক্ষ্য করছিলাম জান্নাতুল লিয়া ভীষণ খুশি। আমার মা আমার মেয়ের জন্য একটি গাড়ি উপহার নিয়ে এসেছে। আমার মেয়ে সব থেকে বেশি খুশি হয়েছে গাড়ি উপহার পেয়ে। গাড়ির রং আমার কাছে বেশ ভালো লেগেছে।
![]() | ![]() |
---|
প্রথম দিকে তো জান্নাতুল লিয়া গাড়িতে উঠতে ভয় পেতো। তবে আবার একটা মজার বিষয় রয়েছে। দুইদিন আগে দেখলাম আমার ভাতিজা জান্নাতুল লিয়ার গাড়ি ধরেছে। এর পরে তো আমার মেয়ে ইতিমতো ভাতিজা কে ধরে মারধর শুরু করেছে। এর পরে বুঝতে পারলাম যে লিয়া মনি বুঝতে পেরেছে যে গাড়ি তার। এর পরে থেকে গাড়িতে উঠে চালানোর চেষ্টা করে। কাউকে গাড়িতে ধরতে দেয় না। আজকে যখন দেখলাম জান্নাতুল লিয়া গাড়িতে উঠে গাড়ি চালানোর চেষ্টা করছে। তখন আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশাকরি উপরের ফটোগ্রাফি গুলো দেখতে পারবেন জান্নাতুল লিয়া কত খুশি। আমার মেয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আপনার মেয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। জান্নাতুল লিয়া জন্মদিনে ওর দাদুর কাছ থেকে বেশ দারুন একটি গাড়ি উপহার পেয়েছে দেখে বেশ ভালো লাগলো এবং সঙ্গে অনেকগুলো গিফট পেয়েছে।মামনির জন্য অনেক দোয়া রইল এবং ভালো থাকুক সব সময়।
https://x.com/HouqeLimon/status/1846571554072867176?t=vVKrUS-dZYcvEDasQOEp6Q&s=19
কয়েকদিন আগেই লিয়া মামনির জন্মদিন ছিল আমরা সবাই জানি। আর লিয়া মামনির জন্মদিনের উপহার গুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। মামনির জন্য শুভকামনা রইল।
ছোট্ট মায়ের জন্মদিনে তার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা পৌঁছে দিলাম। তার জন্মদিনের ছবিগুলি ভীষণ সুন্দর হয়েছে। মিষ্টি মুখে যেন আনন্দ খেলে যাচ্ছে প্রতিটি ছবিতে। জন্মদিনের উপহার হিসেবে পাওয়া গাড়িটি ভীষণ সুন্দর হয়েছে। শিশুদের এই হাসিটুকুই আমাদের জীবনে অনেক কিছু পাওয়া। সকলে মিলে ভাল থাকুন। ছোট্ট মা ভালো থাকুক।
দোয়া করবেন ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
বিভিন্ন রকম উপহার পেতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তেমনি আপনার মেয়েও অনেক খুশি হয়েছিল এই সকল উপহার গুলো পেয়ে। সে এত সুন্দর একটা গাড়ি পেয়েছে শুনে অনেক ভালো লাগলো। তাকে দেখেই বুঝতে পারছি গাড়িতে উঠে সে অনেক বেশি আনন্দিত। আপনার মেয়ের জন্য সব সময় অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে।
দোয়া করবেন আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।
মেয়ের জন্মদিন উপলক্ষে অনেকে অনেক সুন্দর সুন্দর গিফট প্রদান করেছেন। আপনার বাবুর জন্মদিন বার বার ফিরে আসুক হাসি আনন্দের মধ্য দিয়ে সেটাই কামনা করি। আশা করি আপনার বাবু অনেক আনন্দিত এত সুন্দর খেলনা গুলো পেয়ে
জান্নাতুল লিয়া জন্মদিনে এত সুন্দর উপহার পেয়েছে দেখে অনেক ভালো লাগলো। অনেকগুলো গিফট বক্স দেখছি। সেই সাথে সুন্দর একটা গাড়ি পেয়েছে দেখে অনেক ভালো লাগলো। গাড়িতে বসে অনেক আনন্দ পেয়েছে বুঝতে পারছি দেখেই। বাচ্চারা প্রথমে গাড়িগুলোতে বসতে ভয় পায়, তবে পরবর্তীতে আনন্দের সাথে খেলা করে।
মাশাআল্লাহ সুন্দর।
উপহার পেয়ে দেখছি সে অনেক খুশি, আর অনেকগুলো উপহার দেখলাম 😍
যাইহোক তুমি তাড়াতাড়ি সেরে উঠবে এই কামনা করছি। আর উপহারের বিস্তারিত পোস্ট পড়ে বেশ ভালো লাগলো।
দোয়া করবেন আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
জান্নাতুল লিয়া মণি জন্মদিনে অনেক সুন্দর কিছু উপহার পেয়েছে। তার দাদু তাকে খুব সুন্দর একটা গাড়ি উপহার দিয়েছে। গাড়িটা আসলেই খুব সুন্দর এবং লিয়া মণি অনেক খুশি হয়েছে এটা উপহার পেয়ে। লিয়া মণির জন্য দোয়া এবং শুভকামনা রইল। সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।