জেনারেল রাইটিং || কৃতজ্ঞতা প্রকাশ করা মহৎ গুণ
হাই বন্ধুরা!
হাই
বন্ধুরা!আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি কৃতজ্ঞতা ও অনুগত্য নিয়ে বেশ কিছু কথা বলব। আশা করব, আমার কথাগুলো আপনাদের উপকারে আসবে।আলোচনার বিষয়: কৃতজ্ঞতা প্রকাশ |
---|
আমি কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষকে বেশি পছন্দ করি। আমি মনে করি যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মধ্যে মানুষত্ব রয়েছে। যে মানুষত্ব তাকে সর্বদা সৎ পথে পরিচালিত করে। কঠোর সংগ্রামীময় দুনিয়ার বুকে নিজেকে টিকিয়ে রাখতে মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। সততা সচেতনতা সাহসিকতা তার মধ্যে জাগ্রত থাকে। তাই যে মানুষ যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তার মধ্যে রয়েছে মানবতা। বর্তমান সময়ে কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের সংখ্যা খুবই কম। একজনের ঘাড়ে পা রেখে উপরে উঠতে পারলেই সেই ব্যক্তিকে মাথায় লাথি মেরে ডুবিয়ে দেওয়ার চিন্তা করে কিন্তু কখনো তাকে উঁচু করে ধরার চেষ্টা করে না। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা ব্যক্তিরা সব সময় উপকারী ব্যাক্তির অনুগত্য প্রকাশ করে। সে সর্বদা শ্রদ্ধার চোখে দেখে সেই সমস্ত উপকারী ব্যাক্তিদের। তার চলাফেরা কার্যকলাপের মধ্যে একটা বিষয় নিহিত থাকে সেটা হচ্ছে উপকারীর গুনোগান করে ১০ জনকে সঠিক পথ দেখানোর। এই শ্রেণীর মানুষগুলোকে আমি মনেপ্রাণে ভালবাসি শ্রদ্ধা করি মায়ার দৃষ্টিতে দেখি।
আমার আজকের এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ। গত ১২-০১-২৫ রবিবার রাতের আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত রবিবারের আড্ডা অনুষ্ঠান শোনার অনুভূতি। কারণ এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন @bristychaki আপু। তার মুখে আমি দুইটা কৃতজ্ঞতা প্রকাশ হতে দেখেছি। একটা আমাদের প্রতিষ্ঠাতা দাদার উপর আরেকটা হীরা ভাবির সহযোগিতায় এই কমিউনিটিতে আসতে পারার বিষয়টা। এই কমিউনিটির এডমিন মডারেটর অন্যান্য সদস্যরা কম বেশি আমাদের সহযোগিতা করে চলেছেন। শুরু থেকে শিখিয়ে পরিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কিন্তু তার মধ্যে একটা বিষয় থেকে যায়। সেটা হচ্ছে সঠিক রাস্তা দেখানোর মানুষ কে। বৃষ্টি আপুর সঠিক রাস্তায় এনে দিয়েছে হীরা ভাবি। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শুভ ভাইয়া। আর এভাবেই উনি তার কঠিন মুহূর্তের মধ্যে বেঁচে থাকার স্থান করে নিতে পেরেছেন এই কমিউনিটিতে। মা হারা কঠিন মুহূর্তটা একজন মানুষের জন্য বেশ বেদনাদায়ক। সেই বেদনা তিনি মন থেকে মেনে নিতে পারছিলেন না। তার মাঝখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রকৃত একজন সহযোগী। আজ তার এই উপকারের কথা যদি মনে নাই রাখবেন তাহলে তিনি কিসের মানুষ? কিন্তু বৃষ্টি আপুর মধ্যে সেই মানবতা কৃতজ্ঞতাবোধ অনুগত্য প্রকাশ আমি খুঁজে পেয়েছি। আমাদের মানুষত্ব প্রকাশের এটাই বড় হাতিয়ার। কারণ একজন মানুষ তখনই প্রকৃত মানুষ যে সৎ পথে চলে এবং সত্য প্রকাশ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে উপকারীর উপকার ভুলে যায় না। এতে আমার এবং আমাদের দৃষ্টিতে হীরা ভাবি কিন্তু অনেক শ্রদ্ধার পাত্রী হয়ে গেলেন। নিজের পক্ষ থেকে দুজনার প্রতি শ্রদ্ধা রইল অসীম সীমাহীন।
আমি আমার জীবন চলার পথে নিজেকে বিসর্জন দিয়ে ফেলেছিলাম। হয়তো সেই ইতিহাস আপনাদের মাঝে ব্যক্ত করি নাই, ইচ্ছা হয়ে ওঠে না এখন। তাই আমি আমার জীবনে বাস্তবতা রূপ দেখেছি। আমি চিনতে শিখেছি বাস্তবতা কতটা কঠিন। উপকার পেয়ে মানুষ কতটা প্রতারক হয়। ২৮ বছরের এই জীবনে বেশি কিছুর সম্মুখীন না হলেও কম বেশি যেটুকুর সম্মুখীন হয়েছি না কেন, এই কৃতজ্ঞতা আমি মনেপ্রাণে লালন করি। যে সমস্ত মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনা,তাদের থেকে আমি অনেক দূরে থাকি।বৃষ্টি আপুর একটা কথা শুনে মনে হল, যেন আমার মনের কথা খুলে বলেছেন। সে যেন আমার কাছ থেকে এই কথাটা কেড়ে নিয়ে ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে "যে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সে মানুষই না" এটা চরম থেকে আরো চরম সত্য কথা। মানুষের চেহারা নিয়ে দুনিয়ার বুকে আসলে প্রকৃত মানুষ হওয়া যায় না। তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী থাকা প্রয়োজন। সে গুণাবলির মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা অন্যতম গুণ। আর এই শ্রেণীর মানুষগুলো আছে বলেই আমাদের পৃথিবীটাই সভ্যতা রয়েছে।
মানুষ মানুষের উপকারে আসে কৃতজ্ঞতা প্রকাশ করে অনুগত্য প্রকাশ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষেরা অতি চালাকচতুর হয়ে থাকে। যারা নতুন কিছু হাতিয়ে নেওয়ার জন্য প্রতারণার ফাঁদ তৈরি করে। এই বিষয়টা আমাদের সকল সহজ সরল মানুষদের মাথায় রাখতে হবে। অনেকে অনেক সময় ভুল পথে পা রেখে দেই। এই ধরুন মনে করতে পারি হীরা ভাবি আমাকে হেল্প করেছে, আমি কেন আরেকজনকে হেল্প করব না। আমিও আরেকজনকে হেল্প করলাম। কিন্তু সেই ব্যক্তি তো আমার মত বা হীরা ভাবীর মতো নাও হতে পারে। দেখা যাচ্ছে আমার কাছে সহযোগিতা পেয়ে সে নতুন কৌশল তৈরি করেছে, কয়েক জায়গায় বেশ সুনাম করে বেড়াই। এতে আমি আপনি তার চালাকি বুঝলাম না। অন্ধভাবে তাকে বিশ্বাস করলাম এবং ভালবাসতে থাকলাম। সে দ্বিতীয় সহযোগিতা পাওয়ার আশায় অথবা স্বার্থ উদ্ধারের জন্য ক্ষতি করতে পারে। তবে এমন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের সকলের। সবাই যে বৃষ্টি আপুর মত হবে সেটা কিন্তু নয়। তাই আমাদের পথ চলায় অনেক সজাগ সচেতন হতে হবে এবং অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করার মন মানসিকতা থাকতে হবে। দোয়া করি বৃষ্টি আপুর জন্য, হীরা ভাবীর জন্য এবং এমন মন মানসিকতার মানুষদের জন্য। সবার মাঝে যেন কৃতজ্ঞতাবোধ এবং সততা বিদ্যমান থাকে সেই দোয়া রইল।
বিষয় | কৃতজ্ঞতা প্রকাশ |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
Photo editing app | picsart app |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
X-promotion
21-01-25
খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন ভাইয়া। আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের সংখ্যা খুবই কম। যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করে তারা মনে করে যে কৃতজ্ঞতা প্রকাশ করলে নিজে ছোট হয়ে যাব। আসলে এমন মন-মানসিকতা আলা মানুষেরা কখনো বড় হতে পারে না। বৃষ্টি আপুর কৃতজ্ঞতা প্রকাশ আমি শুনেছিলাম। অনেক ভালো লেগেছিল। হীরা ভাবিকে আমিও ধন্যবাদ জানাই। উনি বৃষ্টি আপুর জন্য অনেক সহযোগিতা করে দিয়েছেন।
হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনি।
কথাটি আপনি খুবই সুন্দর বলছেন আমার কাছেও ভালো লাগলো শুনে। যার কাছে কৃতজ্ঞতা নেই সে মানুষ কখনো ভালো গুণাবলীর হতে পারে না। যে যাই করুক তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সেই ভালো কাজের জন্য সন্তুষ্টি প্রকাশ করতে হয়। আপনি খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই দিলেন বিষয়টি কি জিনিস। বিস্তারিত পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে।
একদম ঠিক বলেছেন
অনেক ভালো লাগলো আপনার লেখা এত সুন্দর জ্ঞানমূলক পোস্ট। যেখানে আপনি আপনার মনের মত করে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন কৃতজ্ঞতা বোধ নিয়ে। আসলে কৃতজ্ঞতা মানুষের সততার পরিচয়। যার মধ্যে সততা বেশি রয়েছে সে কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য। যার মধ্যে সততা নেই সে সহজে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। আপনি বিষয়টা খুব সুন্দর ভাবে বৃষ্টি আপুর মাধ্যমে বুঝিয়েছেন দেখে ভালো লাগলো।
বেশ ভালো লাগলো আপনার মন্তব্য দেখে
কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে বড় এবং উদার মনের মানুষের কাজ। যেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে অমানুষ হিসেবে বিবেচিত হয়। কৃতজ্ঞতা প্রকাশ করলে কখন মানুষ ছোট হয় না। বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য।
অনেক সুন্দর মন্তব্য করেছেন