জেনারেল রাইটিং: মিথ্যা ও অবহেলায় মানুষের মন পাথর হয়

in আমার বাংলা ব্লগ11 days ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


Picsart_25-02-12_21-49-21-113.jpg

Photography device: Huawei P30 Pro-40mp

photo editing by PicsArt app



জেনারেল রাইটিং পোস্ট


মানুষকে অবহেলা করাটা অনেক খারাপ কাজ। আপনি যখন একজনকে অবহেলা করবেন অবশ্যই ভবিষ্যৎ চিন্তা মাথায় রাখবেন। আজকে অবহেলা করছেন। আগামী দিন আপনিও অবহেলা শিকার হবেন। আপনার অবহেলার কারণে একজনের এমন মানসিকতা আপনার প্রতি পাথরের মত হয়ে যেতে পারে। যেদিন আপনার কঠিন প্রয়োজন অনুভব করবেন। সেই দিন সেই অবহেলিত মানুষের দ্বারা উপকার পাওয়ার আশা করে লাভ হবে না। কারণ আপনি তো তাকে পাথর বানিয়ে ফেলেছেন। আপনার কিছু কিছু অবহেলার কারণে সে মানুষটা আজ মুখ ফিরিয়ে নিয়েছে আপনার পথ থেকে। তাই সময় থাকতে অবশ্যই বোঝা উচিত। কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমরা বুঝতে চাই না। আমাদের বোকামির ফলে অনেক খারাপ কিছু হয়ে যায় যেটা অন্যের কাছে মনের আঘাত দেওয়া।

আমি প্রায় সময় একটা কথা বলে থাকি। আমার হাসি আড্ডায় আর কি আরেকজনের কাছে বিষের মতো হতে পারে। কারো সাথে বেয়াদবি করছি মজা করছি, বিষয়টা অন্যের কাছে হাসি বা আনন্দের নাও হতে পারে। তাই কখনো কারো সাথে হাসি আড্ডা ইয়ার্কি করতে হলে অবশ্যই বুঝতে হবে সে আপনাকে সাড়া দিচ্ছে কিনা। আরো মাথায় রাখতে হবে আপনার ব্যবহারটা সে কতটা গ্রহণ করতে পারছে। আপনজন হোক অথবা পর মানুষ হোক অবশ্যই কোন ব্যক্তির সাথে খারাপ আচরণ করা প্রয়োজন নেই। প্রায় সময় একটা বিষয় খেয়াল করে থাকি যে। আপন মানুষদের সাথে চলতে গিয়ে আমরা এতটা খারাপ আচরণ করি, যেগুলা আপন মানুষ মেনে নিতে পারে না আবার বলতে পারেনা।

তবে সময়ের ব্যবধানে লক্ষ্য করা যায় অবহেলার দিকগুলা। যে যত বেশি মানুষকে অবহেলা করে যাবে। সে বুঝতে পারবে তার বোকামির কারণটা। কিন্তু সময় মত বোঝা সম্ভব হবে না। কিছু কিছু বিষয় থাকে যেগুলা প্রিয় ব্যক্তিদের সাথে বুঝেশুনে সিদ্ধান্ত নেয়া উচিত। আপনি আপনার বিশেষ মুহূর্তে কোন সিদ্ধান্ত কোন কাজ যদি করে থাকেন, আর সেই কাজে যদি আপনারা আপন মানুষেরা মেনে নিতে না পারে; তাহলে সেটা থেকে বিরত থাকুন অথবা বোঝার চেষ্টা করুন। আমার প্রায় সময় লক্ষ্য করে থাকি। লোকের কাছে সত্য কথা বলি এবং আপনজনদের কাছে মিথ্যা কথা বলি। পর পুরুষের সাথে বা পর মহিলার সাথে হাসিখুশি ভাবে আনন্দের কথা বলি আর আপন দলের সাথে অবহেলার পথ ধরে চলি। এভাবে একটা সময় কিন্তু লক্ষ্য করা যায় নিজের বোকামির জন্য প্রয়োজনের মূল্যবান ভালোবাসা হারিয়ে ফেলছি।

প্রিয় ব্যক্তিরা কখনো আপনজনদের কাছ থেকে মিথ্যে কথা শুনতে চায়না। আপনি ভেবে দেখবেন আপনি অন্য কোথাও মিথ্যা বলে অথবা অন্য কাউকে অবহেলা করে ঠিক চলতে পারছেন। কিন্তু আপনজনদের সাথে মিথ্যা বলে অথবা অবহেলা করে ঠিকভাবে চলতে পারছেন না। হয়তো কিছু কিছু সময় মিথ্যা বলছেন অবহেলা করছেন অবিশ্বাসের পাত্র হচ্ছেন। প্রিয় ব্যক্তিরা নিরবে মেনে নিচ্ছে। কিন্তু যখন মিথ্যা বলা অবহেলা করা এই সমস্ত কাজগুলো অতিমাত্রায় হয়ে যেতে থাকবে এক সময় আপনি সে ব্যক্তিদের কাছে অবিশ্বাসের পাত্র হয়ে যাবেন। আর আপনার মূল্যবান কথাও একদিন প্রিয়জনের কাছে মিথ্যে বলে গণ্য হবে। আর আপনার অবহেলার জন্য মিথ্যা বলার জন্য প্রিয় ব্যক্তি তো কবেই মুখ ফিরিয়ে নিয়েছে তা বুঝতে পারবেন না।

আপনার অবহেলার ফলে আপনার প্রিয় ব্যক্তি শুধুমাত্র আপনার থেকেই পাথর রূপ ধারণ করেছে। যেটা আপনার এবং আপনার আপনজনদের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। হয়তো অন্যান্য ক্ষেত্রে শেষ সুস্থ মস্তিষ্ক নিয়ে চলাচল করতে পারে। কিন্তু আপনি আপনার প্রিয় মানুষকে হারিয়ে ফেলছেন আপনার ভুলের জন্য। হয়তো দুই পয়সা লোকের জন্য প্রিয় ব্যক্তিকে অবহেলা করছেন। অথবা দুই পয়সার লোভের আশায় মিথ্যা বলে চলছেন। এর প্রভাব একদিন আপনার উপর এমন ভাবে পড়বে যেদিন আপনি কল্পনা করতে পারবেন না। তাই আমাদের সব সময় সাবধান থাকা উচিত আপনজনদের সাথে মিথ্যা না বলা এবং অবহেলা না করা। কারণ মিথ্যা আর অবহেলা এই দুইটা জিনিস মানুষকে পাথর বানাতে সক্ষম। আমরা যেমন জানি মিথ্যা বলা মহাপাপ, যে মিথ্যা আশ্রয় থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আর মানুষ হয়ে মানুষকে অবহেলা করা থেকে দূরে থাকতে হবে। কারণ মনে করুন আজকে আপনি যে কারণে অবহেলা করছেন কালকে আপনি সেই কারণে অবহেলিত হতে পারেন। আর আপনি যাকে অবহেলা করেছেন সে আপনাকে কোন একদিন এমন একটা বিপদের মুহূর্তে অবহেলা করবে যে বিপদটা আপনার জন্য কঠিন বিপদে পরিণত হতে পারে। তাই আমাদের সব সময় মনের মধ্যে উদার মন-মানসিকতা ডাকতে হবে। যেমন মানুষের কথা কখনো মিথ্যা বলতে বা অবহেলা করতে দিবে না।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 11 days ago 
 11 days ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250212_220006.jpg

Screenshot_20250212_215926.jpg

Screenshot_20250212_215622.jpg

 11 days ago 

এটি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা, যা আমাদের সম্পর্ক এবং আচরণের প্রতি সচেতন হতে আহ্বান করে। অবহেলা এবং মিথ্যা কখনোই কোনো সম্পর্কের উন্নতি ঘটাতে পারে না, বরং তা কেবল দূরত্ব এবং অবিশ্বাস সৃষ্টি করে।এটি একটি গুরুত্বপূর্ণ উপদেশ যে, অবহেলা ও মিথ্যা কখনোই সম্পর্কের মঙ্গল আনে না। প্রিয়জনদের প্রতি সদয় এবং সতর্ক থাকা উচিত, কারণ একদিন আপনি যা হারাবেন, তা আর ফিরে পাবেন না।

 11 days ago 

আপনি আসলে বাস্তব কিছু কথা আপনার লেখার মাধ্যমে তুলে ধরেছেন সকলের মাঝে। আপনজনের কাছ থেকে মিথ্যা কথা এবং অবহেলা কেউওই পছন্দ করে না বা সহ্য করে না। বাহিরের মানুষের কাছে মানা যায়, কিন্তু আপন মানুষের থেকে এমন আচরণ মানা কষ্টকর। কাছের মানুষের থেকে এমন আচরণ মানুষের মন পরিবর্তন করে ফেলে সময়ের সাথে সাথে।

 9 days ago 

কাউকে অবহেলা করা একেবারেই উচিত নয়। আসলে একটা মানুষ তার কাছ থেকে বেশি অবহেলা পায় যাকে সে অনেক বেশি ভালোবাসে। আর যারা অবহেলা করে তারাও একসময় অবহেলার শিকার হয়। মিথ্যা এবং অবহেলা মানুষের মন পাথর করে দেয় এটা একদম বাস্তবিক একটা কথা। আপন মানুষগুলো যখন অবহেলা করে তখন কষ্টটা বেশি হয়।

 6 days ago 

কথায় আছে অল্প শোকে কাতর অতি শোকে পাথর। আসলে কাছের মানুষ যদি আমাদেরকে অবহেলা করে, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। তখন সত্যিই খুব কষ্ট হয় এবং পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে হাজার বার আমাদের ভাবা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96580.26
ETH 2763.74
SBD 0.66