জেনারেল রাইটিং:-অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20250213_120834.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। প্রত্যেক মানুষের জীবনে যেমন টাকা পয়সা আছে তেমনি অভাব আছে। তবে ভালোবাসার লোকের জীবনে যখন অভাব আসে তখন ওই লোকগুলো অনেক সময় দেখা যায় পাল্টে যায়। যারা ভাল লোক তারা খারাপ সময় আসলেও ভালবাসার লোকের পাশে থাকে। কারণ তারা বোঝে একটি মানুষের জীবনে খারাপ সময় আসতেই পারে। আর অভাব মানুষের জীবনে এমন ভাবে আসে অনেক সময় দেখা যায় চারপাশ অন্ধকার হয়ে যায়। অভাবের কারণে অনেক সময় দেখা যায় বাবা এবং ছেলের মধ্যেও ঝগড়া হয়ে যায়।

আবার অনেক সময় দেখা যায় অভাবের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আর ভালবাসা এমন ভালবাসার কারণে মানুষ অনেক কষ্ট করে। আর সেই ভালবাসা এমন সময় নষ্ট হয়ে যায় অভাবের কারণে। কারণ মুখের ব্যবহার এবং বাস্তব জীবন অনেক পার্থক্য থাকে। অনেকে মুখের ব্যবহার দিয়ে বলে ভালবাসার মানুষের জীবনে যত কষ্ট আসুক তার পাশেই থাকবে। আর যখন ভালোবাসার মানুষের জীবনে অভাব আছে তখন অনেক ভালোবাসার লোক ভালবাসার মানুষকে রেখেও চলে যায়। আর ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। আর সেই ভালোবাসার মধ্যে যখন অভাব আসে তখন অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়। কারণ অভাব ভালোবাসা নষ্ট করে।

আমাদের এইখানে একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। যদিও মেয়েটি ছেলেটির জন্য অনেক ভালোবাসা ছিল। তবে ছেলেটি বেকার এবং তার কোন কাজ ছিল না। বিয়ে করার পরও ছেলেটি বেকার ছিল এবং কোন কাজ করার চেষ্টা করে নাই। এতে করে মেয়েটি অনেকবার বলেছে তাকে কিছু করার জন্য। একসময় মেয়েটির পরিবারে মেয়েটিকে বলল এই ছেলের কাছে থাকলে তার জীবন অন্ধকার। যদিও ওই সময় ছেলেটির বয়স কম ছিল মেয়েটির বয়সে কম ছিল। এক সময় মেয়েটি তার বাবা-মায়ের কথা শুনে ছেলেটি থেকে চলে গেলেন। হয়তোবা এইখানে অভাব বা ছেলেটি বেকার এই কারণে তার ভালোবাসার মানুষ তাকে ভুলে গেল। আবার অনেকে বলে তাদের বয়স কম এখনো ভালোবাসার মর্ম বোঝে নাই।

তবে আমার মতে ভালোবাসা থাকা প্রত্যেক মানুষের জীবনে ভালো। আর এই ভালোবাসা আছে বিদায় পৃথিবীটা সুন্দর। আবার এই ভালোবাসা নষ্ট করার জন্য সর্বপ্রথম অভাব বেশি দায়ী। কারণ এক এক মানুষের জীবনে শত কষ্ট এবং অভাব আসতেই পারে। আবার দেখা যায় প্রিয় মানুষের অভাব এবং কষ্টের পাশে ভালোবাসার মানুষ সব সময় দাঁড়িয়ে থাকে। এতে করে যতই অভাব আসুক ভালোবাসা নষ্ট হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের জীবনে এমন ভাবে আসে সে কল্পনাই করে না। এবং অভাব তার জীবনে এবং পরিবারকে এত অতিষ্ঠ করেছে তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। কারণ যখন মানুষের অভাব এর কারণে মুখের সুন্দর ব্যবহার নষ্ট হয়ে যায়। কারণ অভাব মানুষকে অনেক পরিবর্তন করে দেয়।

আবার দেখা যায় অভাব এর কারণে মানুষ আপন মানুষকেও ফেলে রেখে চলে যায়। কারণ অভাব এক এক মানুষের জীবনে এমন ভাবে আসে। এই কারণে অনেকে বলে অভাব যখন দরজায় আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এই কথাগুলো আমি মনে করি বাস্তব। কারণ শত ভালবাসার মধ্যে যখন অভাব আসে তখন মুখের ব্যবহারও অনেক পরিবর্তন হয়। তখন ভালোবাসার কথা বিষের মত মনে হয়। আর বর্তমানে দেখা যায় মোবাইলে মুখের ব্যবহার থাকে এক। চলার পথে মানুষ যখন চলে অভাবের কারণে প্রিয় মানুষগুলো মানুষকে ভুলে যায়। তাই আমি মনে করি অভাবের কারণে সত্য ভালবাসা নষ্ট হয়ে যায়। এই কারণে বেশিরভাগ মানুষ বলে অভাব যখন দরজা আসে ভালোবাসার তখন জানালা দিয়ে পালায়। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_20250213_115513_com.android.chrome.jpg

Screenshot_20250213_115123_com.twitter.android.jpg

 2 months ago 

আপনার লেখা খুবই চিন্তাশীল এবং হৃদয়স্পর্শী। আপনি সত্যি সুন্দরভাবে মানুষের জীবনে অভাব এবং ভালোবাসার সম্পর্কের মাঝে যে সংঘর্ষ ঘটে, তা তুলে ধরেছেন। আসলেই, যখন জীবনে অভাব আসে, তখন অনেক সময় মানুষের আচরণ পরিবর্তন হয়ে যায় এবং প্রিয়জনের প্রতি ভালোবাসা নষ্ট হতে পারে। তবে, সত্যিকারের ভালোবাসা এমনকি খারাপ সময়েও একে অপরের পাশে থাকে। অভাব যদিও মানুষের জীবনকে কঠিন করে তোলে, তবে ভালোবাসার শক্তি সেই অভাবের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে। আপনার লেখা এই বাস্তবতাটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ।

 2 months ago 

হ্যাঁ আপু জীবনে অভাব আসলে তখন অনেক সময় অনেক মানুষের আচরণ পরিবর্তন হয়ে যায়। ভালো থাকবেন আপু।

 2 months ago 

আমাদের সংসার বড়ই অদ্ভুত৷ ভালোবাসা যখন আবেগঘন যাপন থেকে সরাসরি জীবনে এসে উত্তীর্ণ হয় তখন জীবনের নানান চাহিদা ও প্রয়োজনীয়তা এসে যায়৷ কোনটা খুব দরকারি আবার কোনটা অদরকারি কিন্তু সখ পূরণ৷ এই সব কিছুর জন্যই টাকা লাগে। শুকনো গুড়ে তো আর চিড়ে ভেজে না৷ সেই জন্যই হয়তো দিনের পর দিন অভাবের তাড়না খেলে ভালোবাসার জায়গায় অশান্তিই বাসা বাধতে শুরু করে৷ ভালো থাকতে যে সকলেই চায়।

 2 months ago 

হ্যাঁ আপু অভাবের তাড়না খেলে ভালোবাসা জায়গা অশান্তি বাসা বাঁধে। ভালো লাগলো আপনার চমৎকার মন্তব্য শুনে।

 2 months ago 

আসলে ভাই বাস্তবতা বড়ই কঠিন। হৃদয়ের আবেগ অনুভূতি দিয়ে সবকিছু হয় না। ক্ষুধার্ত অবস্থায় ভালোবাসা কাজে আসে না। ক্ষুধার্ত অবস্থায় যতোই ভালো কথা বলুক যতোই মধুর সম্পর্ক থাক না কেন তা ক্ষুধার কাছে হেরে যায়। আপনি ঠিক বলেছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় তা শতভাগ বাস্তব। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

হ্যাঁ হৃদয়ের আবেগ অনুভূতি দিয়ে সবকিছু হয় না বাস্তব বলেছেন। ভালো থাকবেন ভাই।

 2 months ago 

আজ আপনি একেবারে বাস্তবিক একটা বিষয় নিয়ে পোস্টটি লিখেছেন। আমার কাছে আপনার পোষ্টটা পড়তে অনেক ভালো লেগেছে। আসলে ভালোবাসা যতই থাকুক না কেন অভাব আসলে ভালোবাসা পালিয়ে যায়। আর এটা বেশিরভাগ সময় দেখা যায়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয় না। যাদের মধ্যে রয়েছে প্রকৃত ভালোবাসা। আপনি অনেক সুন্দর করে পুরোটা শেয়ার করলেন। পড়ে খুব ভালো লাগলো।

 2 months ago 

হ্যাঁ ভালোবাসা যতই থাকুক না কেন অভাব আসলে ভালোবাসা পালিয়ে যায়। ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77107.68
ETH 1483.71
USDT 1.00
SBD 0.71