জেনারেল রাইটিং:-সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন ।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষণীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন । আসলে আমরা মানুষ আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ আছে। কেউ মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে না। আবার কিছু মানুষ আছে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে। আবার দেখা যায় কিছু মানুষের মাথা খুব গরম থাকে। আবার কিছু মানুষ আছে ঠান্ডা ভাবে কথা বলে। আবার কিছু মানুষ আছে সবার সাথে তাল মিলিয়ে কথা বলে। এই মানুষগুলো সবার সাথে তাল মিলিয়ে কথা বলে তারা হচ্ছে একদম ভিন্ন ধরনের। আসলে এই মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। কারণ তাল মিলিয়ে যে কথা বলে তারা সুবিধার জন্য তাল মিলিয়ে থাকে। এই ধরনের লোক গুলো মানুষের জন্য ক্ষতি।
এই লোকগুলো যদি কারো বন্ধু হয় সেও বিপদ আর কারো শত্রু হলে তাও বিপদ। এই মানুষগুলোর চরিত্র ব্যক্তিত্বহীন। কারণ এই মানুষগুলোর ভিতরে রূপ এক রকম থাকে বাহিরের রূপ অন্যরকম থাকে। কারণ এই মানুষগুলো কথার সাথে তাল মিলিয়ে কথা বলে। দেখেন কোন জায়গাতে দুইজন লোক কথা বলতেছে বা ঝগড়া করতেছে। সুবিধা নেওয়ার জন্য একজনের সাথে তাল মিলিয়ে কথা বলতে থাকে। তাল মিলিয়ে কথা বলে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। এই লোকগুলো বেশিরভাগ মানুষের ক্ষতি করে। আর এদের মধ্যে মনুষ্যত্ব নেই বললেই চলে। কারণ এই লোকগুলো আপন পর সবার জন্য বিপদজনক। এবং এই লোকগুলো নিজের স্বার্থটা বেশি চেনে।
আমাদের এইখানে একটি লোক আছে। লোকটি সুবিধা নেওয়ার জন্য তাল মিলিয়ে কথা বলে। কিছুদিন আগেও দেখেছি একজন বড়লোক প্রভাবশালী লোকের ডান হাত বাম হাত হয়ে চলাফেরা করেছে। আর তাদের বাড়ি দেখাশোনা করত। এই লোক যেখানে কথা বলে তাল মিলিয়ে সে কথা বলে মানুষের সাথে ঝগড়া করতেন। বর্তমান পরিস্থিতির কারণে ওই বড়লোক এলাকা থেকে চলে গেল। এখন আর আশেপাশে শত্রুদের সাথে তাল মিলিয়ে ওই লোকের বদনামি করে। বলে ওই লোক ভালো না ওই লোকের চরিত্র খারাপ। আমি নিজে ওর সাথে তাল মিলিয়ে চলেছি ভালো থাকার জন্য। না হলে ওই লোক আমার ক্ষতি করবে এই বলে অন্যের কাছে তার বদনামি করে। এই লোকগুলো আসলে বিষাক্ত সাপের মত।
আবার এই লোক অন্যের সাথে তাল মিলিয়ে বাড়ির জন্য বাজার ও অন্যান্য জিনিস নিয়ে যায়। কোন লোক দোকানে যখন কথা বলে এই লোক তাল মিলিয়ে সুবিধা নেওয়ার জন্য কথা বলে। এবং নাস্তা খাই টাকা ধার নেই। পরে এই টাকাগুলো সে দেই না। এ ধরনের লোক গুলো হচ্ছে ব্যক্তিত্বহীন। ব্যক্তিত্বহীন এই কারণে বলা হয়েছে এদের মধ্যে কোন মনুষ্যত্ব নেই। এরা সুবিধার জন্য মানুষের সাথে এভাবে কথা বলে। এদের ভিতরে এবং বাহিরের রূপ দুই রকম থাকে। কারণ এরা কথা বলে পজিশন বুঝে। আর এই লোকগুলো শত্রু হলে আমি মনে করি ভালো। কারণ একজন মানুষ তার শত্রুকে চিনে। আর বন্ধু হয়ে যখন এই লোক গুলো মানুষের ক্ষতি করে তাল মিলিয়ে তাহলে বিপদজনক।
বিপদজনক এই কারণে বললাম কারণ বন্ধু মানে বিশ্বাস করা। আর তাল মিলিয়ে কথা বলা লোকগুলো সুবিধার জন্য রূপ পাল্টাতে দেরি হয় না। আর এই লোকগুলো আমি মনে করি এক ধরনের খারাপ লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। স্বার্থ ছাড়া এরা কিছুই চিন্তা করে না। এরা সবার সাথে তাল মিলিয়ে কথা বলে নিজের সুবিধা নেই। আর তাল মিলিয়ে কথা বলা লোক গুলো এমনিতে ভয়ংকর হয়। কারণ তাল মিলিয়ে কথা বললে এরা নিজের সুবিধা বেশি দেখে। আর এই লোকগুলো ব্যক্তিত্বহীন। ব্যক্তিত্বহীন মানুষগুলো পশুর সমান। কারণ যে মানুষের ব্যক্তিত্ব নেই ওই মানুষ খুব ভয়ঙ্কর হয়। এদের লজ্জা শরম কিছুই থাকেনা। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1908513989862044046?t=n5NCqfRr5auBrSqO9A1zUg&s=19
https://x.com/Jamal7183151345/status/1908385166265070000?t=_N8BL23-EfHT9XdHHm_2Sg&s=19
https://x.com/Jamal7183151345/status/1908392337895809467?t=_zZ4cnPIAwZPVlfKYdKgSw&s=19
সবার সাথে তাল মিলিয়ে যারা কথা বলে আমি তাদেরকে বলি তারা কথা সম্পর্কে কিছু বুঝেই না। কেননা কথা সম্পর্কে যদি কিছু বলতো তাহলে সবার সাথে তাল মিলিয়ে কখনোই কথা বলত না। আর এই ধরনের কাজগুলো মানুষ বন্ধুদের সম্পর্কে বেশি করে। অনেক সময় দেখা যায় একজন বড়লোক মানুষ একজন গরিবের সাথে তাল মিলিয়ে চলতে চলতে একসময় বড় ক্ষতি করে দিচ্ছে তার। আপনি এ বিষয়ে খুব সুন্দর লিখেছেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। আসলে সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সেই ব্যক্তি ব্যক্তিত্বহীন। কারণ এই লোকগুলো নিজের সুবিধা ছাড়া অন্য কিছু ভাবে না। এবং এই লোক গুলো সব সময় মানুষের জন্য বিপদ। এবং এই লোকগুলো কথার মধ্যে তাল মিলিয়ে কথা বলে। ভালো লাগলো আপনার পোস্টে পড়ে।
https://x.com/Jamal7183151345/status/1908512427995517032?t=loTeUEBvPg1ITbvLctqdwg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই শিক্ষনীয় একটি বিষয় শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করা টপিকটির সাথে আমি একদম একমত। এ ধরনের মানুষ না বুঝেই কথা বলে থাকে। এরা কারো সমস্যা মিটানোর থেকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এ ধরনের মানুষ শুধু নিজের সুবিধা ছাড়া আর কিছুই বোঝেনা। যার কথার সাথে তাল মিলালে সুবিধা পাবে তার সাথে তাল মিলিয়ে থাকে। এ ধরনের মানুষেরা খুবই বিপদজনক হয়ে থাকে। চমৎকার একটি টপিক নিয়ে লিখেছেন ভাইয়া। পড়ে খুব ভালো লাগলো।