জেনারেল রাইটিং :-কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20250220_075738.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। আমরা মানুষ আমাদের মধ্যে কিছু মানুষ আছে অতিরিক্ত কথা বলে আবার কিছু মানুষ কম কথা বলে। এবং অনেক সময় দেখা যায় আমরা কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটাও জানিনা। কারণ কিছু কিছু জায়গা আছে কথাগুলোর দাম খুব গুরুত্বপূর্ণ থাকে। বিশেষ করে কোন জরুরী কাজে কথা বলতে হলে হিসাব করে বলতে হয়। কারণ কিছু মানুষ আছে দরকারি কাজে আবোল-তাবোল কথা বলে থাকে। এই কারণে অনেক সময় অনেক মানুষের বিপদ হয়ে যায়।

এই কারণে বলা হয়েছে যেখানে যে কথার দরকার ওই কথা বলতে হবে। আর কথা না জানলে কিভাবে সুপ থাকতে হয় সেটাও বুঝতে হবে। তবে আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে করে বড় করে কিছু বললেই তাকে সবাই জ্ঞানী বলে। অথচ ওইখানে যে কথা বলা দরকার সে কিনা বলে উল্টো কথা বলে বিপদ ডেকে আনলো। এবং যে কথার মূল্য আছে সে কথা না বলে উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা বলতে দরকারি কথা ছাড়া অন্য কথা বলে থাকে। এই কারণে বলা হয়েছে কিভাবে কথা বলতে হয় না জানলে তাহলে ওইখানে চুপ থাকা ভালো। কারণ আপনার কথার কারণে অন্যজনের ক্ষতি হয়।

তবে এখন অনেক সময় বেশিরভাগ দেখা যায় লোক মূল্যহীন কথা বেশি বলে। অনেক সময় দেখা যায় দুটো লোক জরুরি কোন কথা বলছে। তিন নম্বর লোক কথা না বুঝে ওইখানে কথা বলতে লাগলো। অথচ সেই এই কথার কিছুই জানে না। নিজের মতো করে কথা বলতে লাগলো। এই কারণে বলা হয়েছে কথা না জানলে সুপ থাকা উত্তম। কারণ কথার মধ্যে কিন্তু অনেক প্যাচ থাকে। কিছু কিছু লোক আছে কিছু কথা বলে দুইজনকে ঝগড়া লাগিয়ে দেয়। অনেক সময় দেখা যায় ফ্যামিলির মধ্যে কোন কথা নিয়ে ঝগড়া চলল। এমন সময় দেখা যায় উল্টো কথা বলে ফ্যামিলির মধ্যে আরো ঝগড়া বাড়িয়ে দিল। এ কারণে কথা না জানলে চুপ থাকতে হবে। কারণ যে কথা বলে আপনি সমাধান দিতে পারবেন না।

ওইখানে আপনি চুপ থাকাটাই উত্তম। এবং কিছু মানুষ মনে করে বেশি কথা বললে তাকে অনেকে জ্ঞানী বলে। এতে করে নিজের দাম নষ্ট করে অন্যের ক্ষতিও করে। কারণ বেশি কথা বললে কেউ তাকে জ্ঞানী মনে করে না। যদি মূল্যবান কথা বলতে পারে তখন মানুষ তাকে ভালো মনে করে। আর এখনকার সময় দেখা যায় বিচারের মধ্যে অনেক মূল্যহীন কথা বলে বিচারকে ঝগড়া সৃষ্টি করে দেয়। আর সেই কোন কথার মধ্যে কথা না বলাই উত্তম। কারণ আগেই কথা বুঝতে হবে তারপর কথা বলতে হবে। আর কথা না বুঝে কথা বলাটাই আমি মনে করি বোকামি। কারণ কথার কারণে অনেক কিছু হয়ে যায়।

এই কারণে বলা হয়েছে যেখানে যে কথা বলা দরকার না বুঝলে চুপ থাকা দরকার। কারণ বেশি কথা বলে কোন বিপদ সৃষ্টি করলে নিজের জন্য বিপদ। কারণ কথার মাধ্যমে অনেক ধরনের ঝগড়া সৃষ্টি হয়। আর দরকারি কথা ছাড়া উল্টাপাল্টা কথা বলার কোন দরকারে হয় না। কারণ সুপ থাকলে নিজের জন্য ভালো অন্যের জন্য ভালো। তাই আমি মনে করি কথা না বলতে পারলে নীরবতা থাকতে হবে। কারণ যে কথা দ্বারা অন্যের ক্ষতি হবে সেরকম কথা বলার দরকার নেই। কথার মধ্যে কিন্তু অনেক ধরনের ঝগড়া হয়। অনেক সময় দেখা যায় দুটি লোক ঝগড়া করল। একজন লোককে ডাকলো এই কথাগুলো শোনার জন্য।

পরে দেখা যায় ঐ লোকটি কথা না জেনেও উল্টা কথা বলতে লাগলো। এতে করে দুজনের ঝগড়া আরও বৃদ্ধি হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় একজন লোককে সাপোর্ট করে কথা বলল। এতে করে অন্যজন লোকের ক্ষতি হয়ে গেল। তাই অনেক জ্ঞানী গুণী লোকে বলে অন্তত কথা না বলতে পারলে তাহলে কিভাবে সুখ থাকতে হয় তা শিখে নাও। এতে করে সবার জন্য ভালো হবে। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_20250220_185047_com.android.chrome.jpg

Screenshot_20250220_183414_com.twitter.android.jpg

 2 months ago 

আপনার লেখা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করেছে। সত্যিই, কখন কোথায় কী বলতে হবে বা আদৌ বলা উচিত কিনা এটি বোঝা খুব জরুরি। অনেক সময় অপ্রয়োজনীয় কথা বলা নিজের ও অন্যের জন্য সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে এমন পরিস্থিতিতে, যেখানে সংবেদনশীল বিষয় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রসঙ্গ থাকে, সেখানে চিন্তাভাবনা করে কথা বলা উচিত। যদি প্রয়োজনীয় কথা জানা না থাকে, তবে চুপ থাকাই শ্রেয়। আপনার এই বার্তাটি অনেকের জন্য শিক্ষণীয়। ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে জেনারেল রাইটিং শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার পোস্ট পড়ে খুব সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এ কথাটা ঠিকই বলেছেন উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলতে না পারলে চুপ থাকাই শ্রেয়।

অবশ্য অনেকেই তা করে না। সর্বত নাক গলায়। ফ্রি হলেও সত্য কথা এই আরেক ধরনের অজ্ঞতার পরিচয় দেয়। আপনার প্রতিটা কথা সহমত পোষণ করলাম।

 2 months ago 

হ্যাঁ আপু অনেকে তা করে না ঠিক বলেছেন। ভালো থাকবেন আপু

 2 months ago 

খুব সুন্দর একটি সঠিক পোস্ট শেয়ার করলেন। কথা হচ্ছে যে কথা বলতে জানতে হয় সঠিকভাবে এবং ভালো কথা। যখন আমরা দশ জনের সামনে কোন কথা বলি তাহলে সেটা সবার পছন্দ মত হতে হবে। আমরা যখন কোন কথা বলতে যাব সবার সাথে যুক্তিসঙ্গত হতে হবে। না হয় সেখানে চুপ থাকা খুবই জরুরী। অযথা কথা বলে মানুষের মন খারাপ করা কিংবা সবার চোখে খারাপ হয়ে যাওয়ার মানে হয়না। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলে কথা না বলতে পারলে চুপ থাকাটা উত্তম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনার এই কথার সাথে আমি নিজেও একমত। কথার মাধ্যমেই সবকিছু হয়ে থাকে। কথা এমন একটা জিনিস যেটা মানুষের জীবনকে যেমন সুন্দর করতে পারে, তেমনি ধ্বংস করতে পারে। আবার এটা সম্পর্ক ঘটতে পারে এবং ভাঙতেও পারে। কথার আঘাত সব থেকে বেশি ক্ষতিকর হয়ে থাকে। আসলে আমাদের উচিত কম কথা বলতে না শিখলেও চুপ থাকা শেখা।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া কথার মাধ্যমে সবকিছু হয়ে থাকে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

 2 months ago 

আসলে কারো সাথে কোন বিষয়ে কিভাবে কথা বলতে হয় তা জানা এবং ঐ বিষয়ে জ্ঞান রাখা খুবই প্রয়োজন। অন্ততপক্ষে কথা বলতে না পারলে চুপ থাকা অত্যন্ত জরুরী। কারণ যে কোন বিষয় যে কোন ব্যক্তির সাথে যেমন তেমন করে কথা বললে বিপদের মধ্যে পড়তে হয়। বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া অন্ততপক্ষে কথা বলতে না পারলে চুপ থাকা অত্যন্ত জরুরী। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 76316.87
ETH 1439.52
USDT 1.00
SBD 0.67