জেনারেল রাইটিং :-যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে।

in আমার বাংলা ব্লগ17 days ago

IMG_20250205_204152.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে। আমরা মানুষ আমাদের মধ্যে অনেক রকমের মানুষ আছে। কিছু মানুষ আছে কাউকে বিশ্বাস করে না। আবার কিছু মানুষ আছে মানুষকে বিশ্বাস করে। এই পৃথিবীতে বাঁচতে হলে এবং সুন্দর পৃথিবী গড়তে হলে বিশ্বাস করতে হবে কাউকে না কাউকে। যে বিশ্বাস করতে পারে সে জীবনে অনেক কিছু করতে পারে। কারণ বিশ্বাস এর মাধ্যমে মানুষ অন্যর উপর আস্থা অর্জন করতে পারে। যখন আমি একজনের বিশ্বাসের লোক হয়েছি। তখন বুঝতে হবে ওই লোকটির আস্থা আমি অর্জন করতে পারলাম।

আর আমি যখন একটি মানুষকে বিশ্বাস করলাম। তখন সেই মানুষটিও আমার বিশ্বাস এর মর্যাদা রাখতে হবে। এবং তাকে বুঝতে হবে সে আমার বিশ্বাসের মর্যাদা অর্জন করতে পারলো। যে বিশ্বাস অর্জন করতে পারে যে কোন লোকের। এবং বিশ্বাসের মাধ্যমে সে অনেক কিছু করতেও পারবে। বিশ্বাস এমন একটি জিনিস কেউ আপনাকে এক দিনে বিশ্বাস করবে না। বিশ্বাস অর্জন করতে হলে হাজার হাজার বছর কাজ করে বিশ্বাস অর্জন করতে হবে। অনেকে বলে বিশ্বাস নষ্ট করতে এক সেকেন্ড ও লাগেনা। তবে বিশ্বাস অর্জন করতে হলে হাজার বছর মানুষের সাথে চলাফেরা করে বিশ্বাস অর্জন করাতে হবে।

আর যে মানুষ বিশ্বাস করতে পারে। সেই যে কোন কিছু অর্জন করতে পারে। যে মানুষের মধ্যে বিশ্বাস নেই সে কখনো নিজের ডান হাত কে বাম হাতে বিশ্বাস করে না। আপনি যখন কোন লোককে বিশ্বাস করতে পেরেছেন। ওই লোক যদি ভালো হয় সে আপনার জন্য অনেক কিছু করবে। কারণ পৃথিবীতে কাউকে বিশ্বাস না করলেও বিপদ। আর বিশ্বাস যদি কাউকে করতে পারেন। সে যদি আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারে তাহলে আপনি যে কোন কাজে সফল হতে পারবেন। অনেক মানুষ দেখা যায় কাউকে বিশ্বাস করে একদম নিঃস্ব হয়ে যায়। আবার অনেক মানুষ দেখা যায় কাউকে বিশ্বাস করে সে অনেক কিছু অর্জন করতে পেরেছে।

কারণ বিশ্বাস শব্দটি ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক। বিশ্বাস মানে একটি লোকে তার সব কাজে অগ্রাধিকার দেওয়া। এবং সে সবসময় তার উপর আস্থা রাখা। যে অন্যের উপর আস্থা রাখতে পারে সে জীবন অনেক কিছুই করতে পারে। আর বিশ্বাস হচ্ছে মনের মিল। বিশ্বাস আছে বিদায় পৃথিবী এত সুন্দর। বিশ্বাস করে অনেক মানুষ জীবনে অনেক কিছু অর্জন করতে পারল। বিশ্বাসের মাঝে মানুষ অন্যের থেকে সুবিধ অর্জন করতে পারে। এই কারণে কাউকে বিশ্বাস করলেও ভালো। বিশ্বাসের মধ্যে অর্জন করা যায়। আবার অনেক সময় দেখা যায় পিতা নিজের সন্তানকেও বিশ্বাস করে না। এতে সন্তান বাবার বিশ্বাসের যোগ্য হয়নি।

আবার অনেক সময় দেখা যায় পর মানুষও অন্যের বিশ্বাস অর্জন করতে পারে। কারণ বিশ্বাস হচ্ছে অন্যর উপর আস্থা। আর যখন মানুষ আস্তা রেখে সফল হয় তাহলে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে। কারণ বিশ্বাসের মাঝে মানুষ অনেক কিছু খুঁজে পাই। আর বিশ্বাস ইচ্ছা করলে কাউকে করা যায় না। বিশ্বাসের মান রাখতে হলে তাকে অনেক সময় ধরে বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস মানুষের মনের মিল। আমাদের এইখানে এক লোক এক লোককে বিশ্বাস করে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারলেন। কারণ যে লোককে সে বিশ্বাস করেছে লোকটি বাস্তবে ভালো ছিল। আশা করি আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Sort:  
 17 days ago 

Screenshot_20250206_150524_com.android.chrome.jpg

Screenshot_20250206_150157_com.twitter.android.jpg

 17 days ago 

"যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে" এই কথাটি আসলে মানুষের শক্তির অদৃশ্য দিককে তুলে ধরে। বিশ্বাস মানুষকে তার সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। যখন আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখি, তখন পৃথিবীর কোনো চ্যালেঞ্জই আমাদের জন্য বড় হয়ে ওঠে না। বিশ্বাস কেবল আশা নয়, এটা আমাদের কাজে শক্তি এনে দেয় এবং আমাদের সাফল্যের দিকে পরিচালিত করে। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 15 days ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

ঠিক বলেছেন ভাইয়া বিশ্বাস শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। তবে বিশ্বাস অর্জন করা অনেক কঠিন ব্যাপার। গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করেছেন দেখে ভালো লেগেছে। বিশ্বাস যেখানে ভঙ্গ হয় সেখানে সাফল্যতা থাকে না।

 15 days ago 

হ্যাঁ ভাইয়া বিশ্বাস শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 17 days ago 

আসলে বিশ্বাস অর্জন করতে পারাটা মানুষের সবচেয়ে বড় সফলতা। বিশ্বাস খুব সহজে অর্জন করা যায় না। আর বিশ্বাস অর্জন করতে পারলে সে সবকিছু অর্জন করতে পারে তা প্রকৃতি সত্য কথা। বিশ্বাস অর্জন করা হচ্ছে সফলতার প্রথম ধাপ। বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 15 days ago 

ঠিক বলেছেন বিশ্বাস অর্জন করতে পারেটা মানুষের সবচেয়ে বড় সফলতা। তবে আপনার মন্তব্য শুনে অনেক অনেক ভালো লাগলো।

 15 days ago 

কথায় আছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কোন কিছু বিশ্বাস না করলে কিছু করলে কোন কাজ করাই সম্ভব না। কিন্তু বিশ্বাস করার জন্য বিশ্বস্ত মানুষের প্রয়োজন হয়। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাসঘাতক ছাড়া কিছু পাওয়া যায় না। বিশ্বাসের মুখোশ পড়ে রয়েছে তারা একদিন না একদিন বিশ্বাসঘাতকতা করে। কিন্তু তখন সেখানে আমরা ব্যর্থ হয়ে যাই। একজন মানুষ কেন্দ্র করে তাকে বিশ্বাস করে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। কিন্তু সে যদি বিশ্বাসঘাতক হয়ে বের হয় তাহলে তাকে ঘিরে যে কর্মকাণ্ডগুলো আমরা পড়ে থাকি সবগুলোই ব্যর্থ হয়। অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং ঠিক মানুষকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কোন কিছুই করা সম্ভবনয়। যাইহোক আপনার আজকের পোস্টটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি শিক্ষনীয় বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

হ্যাঁ আপু বিশ্বাস করার জন্য বিশ্বস্ত লোকের প্রয়োজন হয়। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক অনেক ভালো লাগলো আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96580.26
ETH 2763.74
SBD 0.66