জেনারেল রাইটিং-:শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Blue Elegant Minimalist Thank You Card (1).png

বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় আমরা প্রতিটি মানুষ অনেক কিছু নিজেদের মধ্যে ধারণ করতে পারি। যেমন রাগ, হিংসা-বিদ্বেষ, নম্রতা, ভদ্রতা ইত্যাদি।এর মধ্যে খুব খারাপ একটা জিনিস রাগ।আর এটা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। কেউ যদি তা প্রকাশ করে এবং অধৈর্য্য হয়ে যায় তখন সেটা তার জন্য ভালো কিছুই বয়ে আনে না। রাগ মানুষের অনেক ধরনের ক্ষতি করে। মানসিক এবং শারীরিক সব দিক থেকেই রাগ অনেক বেশি ক্ষতিকর। যেকোনো বিষয়ে রাগ হতেই পারে। কিন্তু সেই রাগকে নিয়ন্ত্রণ করাই হলো আসল শক্তিশালী মানুষের উদাহরণ।

একজন মানুষ শক্তিশালী শুধু তার বলের ক্ষেত্রে নয়। যেমনটা জ্ঞানী শুধু তার কথার দ্বারাই জ্ঞান দিতে পারেনা। অনেক সময় চুপ থেকেও সে জ্ঞানের পরিচয় দিতে পারে। ঠিক তেমনি রাগের সময় যদি মানুষ অন্যায় কিছু করে না বসে এবং নিজেকে নিয়ন্ত্রণ করে শান্তভাবে সবকিছু সমাধান করার চেষ্টা করে তখন সেই ব্যক্তিকে শক্তিশালী হিসেবে বিবেচনা করা যায়। আর রাগ আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটা আমরা সবাই জানি। রাগের সময় কখন কি রকম ব্যবহার করা হয় এবং কি হয়ে যায় সেটা কেউই জানে না।

রাগের কারণে অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। সুন্দর একটা সম্পর্ক অনেক সময় রাগের কারণে ধ্বংস হয়ে যায়। কারণ রাগ করে মানুষ অনেক কিছুই বলে ফেলে, অনেক কিছুই ঘটিয়ে ফেলে যেটা আসলে ফেরত নেওয়া সম্ভব নয়। আর রাগের সময় করা কাজগুলো মানুষের কাছে অনেক বেশি প্রাধান্য পায়। মানুষ অন্যের রাগ দেখে এবং রাগকে নিয়ন্ত্রণ করার ধৈর্যটাও দেখে। যার মাঝে রাগ নিয়ন্ত্রণ করার শক্তি আছে সেই সর্বশক্তিমান। রাগ কখনোই ভালো কিছুর প্রকাশ ঘটায় না বরং রাগকে নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি সামাল দেয়াটাই সবচেয়ে ভালো দিক।

আমরা আমাদের আশেপাশেই দেখলে খেয়াল করব সবার মধ্যেই রাগ আছে। কিন্তু যে ব্যক্তি কথায় কথায় রাগ করে এবং কথায় কথায় রাগ প্রকাশ করে সেই ব্যক্তিকে আসলে কোন মানুষই ভালোভাবে নিতে পারে না। কিন্তু যে ব্যক্তি রাগ থাকা শর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে এবং সবকিছুকে সুন্দরভাবে বিবেচনায় নিয়ে আসে তখন সে ব্যক্তিকে সবাই পছন্দ করে। রাগ নিয়ন্ত্রণ করতে পারাই হলো আসল শক্তি। আর এই শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায়। কিন্তু রাগ প্রকাশের ধরন যদি অনেক বেশি উগ্র হয় তখন সেটা মানুষের জন্য অনেক বেশি বিপদের হয়ে যায়।

তাই যেকোনো মুহূর্তে যেকোনো সময় রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। রাগের বশবর্তী হয়ে আমরা যদি কাউকে কোন কিছু বলে ফেলি বা কোন ঘটনা ঘটিয়ে ফেলি সেটা দ্বিতীয়বার নিজের দিকে ফেরত নেওয়া সম্ভব নয়। এটা আঘাতের থেকে অনেক বেশি তীব্রতর হয়ে যাবে। তীরের আঘাত যেমন ভোলা যায় না ঠিক তেমনি রাগের সময়ের কথাবার্তা গুলো মানুষ চিরদিন মনে রাখে। তাই সবার উচিত রাগকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতি সামাল দেয়ার জন্য নিজেকে সংযত রাখা।

আজকের মত আমার লেখাটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা আমার লেখাগুলো পড়ে সুন্দর মন্তব্য করবেন কারণ আপনাদের অনেকের সাথে এটা মিলে যেতে পারে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনজেনারেল রাইটিং
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

আসলে রাগেরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে তবে এটা ঠিক যে রাগ করে যদি কোন কিছু ঘটিয়ে ফেলে সেটা রিকভার করা সম্ভব নয়। তাই রাগের সময় নিজেকে কন্ট্রোল করা অতীব ও জরুরী। যাইহোক বেশ ভালো একটি বিষয় নিয়ে লিখেছ যেটা বাস্তবসম্মত। ধন্যবাদ তোমাকে ভালো থেকো সর্বদায়।

 last month 

একদম ঠিক বলেছ। ধন্যবাদ তোমায় সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

Screenshot_20250225-104208_Chrome.jpg

Screenshot_20250225-104055_Chrome.jpg।,

 2 months ago 

একদম ঠিক বলছেন আপু খুব পারফেক্ট কথা বললেন আজকে আপনি। এই বিষয়ে লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে যারা রাগ কন্ট্রোল করতে পারে না তারা হেরে যায় তারা পরাজিত হয়। রাগের সময় অনেক মানুষ ভুল করে ফেলেন। তাই রাগ যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায়।

 last month 

রাগ মানুষের বিবেক বুদ্ধি প্রয়োগের একটা মাধ্যম। যে রাগকে কন্ট্রোল করতে পারে সে সবকিছু জয় করতে পারে।

 2 months ago 

রাগ সত্যিই মানুষের জন্য ক্ষতিকর, তবে যিনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই প্রকৃত শক্তিশালী। ধৈর্য ও সংযম মানুষকে সম্মানের আসনে বসায়। সম্পর্ক টিকিয়ে রাখতে, শান্ত থাকতে শেখা দরকার। সুন্দরভাবে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 last month 

একদম ঠিক বলেছেন ভাইয়া। ধৈর্য মানুষকে সম্মানের আসনে বসায়। এই ধৈর্যের মাধ্যমে মানুষের অনেক কিছুরই প্রমাণ পাওয়া যায়।

 2 months ago 

সত্যি ই তাই।রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই ই বেশী শক্তিশালী। তাই আমাদের সকলের উচিত রাগের সময় সংযত হওয়া।ধন্যবাদ আপু বিষয়টিকে নিয়ে সুন্দর ভাবে লিখে শেয়ার করার জন্য।

 last month 

কথাগুলো একদম ঠিক বলেছেন আপু। আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আসলে রাগ এমন একটা জিনিস, যেটা একটা মানুষের জীবনকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে। প্রত্যেকটা মানুষের উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা। তবে সব মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা আসলেই অনেক শক্তিশালী। কারণ রাগের সময় আমরা অনেক কিছু করে ফেলি, যার জন্য পরে পস্তানো লাগে।

 last month 

যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোন কিছুই অর্জন করতে পারে না। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

আপু আপনি আজকে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে আমরা কম বেশি সবাই কিন্তু রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি। তবে রাগের মাথায় যেটা বলি তখন কিছু বুঝতে পারি না। কিন্তু একটু পর চিন্তা করলে আমরা মনে মনে ভাবি এটা আমার দ্বারাই ভুল হয়েছে।যাইহোক আমাদের কিন্তু সবার উচিত রাগকে নিয়ন্ত্রণ করা।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

রাগ মানুষকে অনেক কিছু থেকে পিছিয়ে দেয়। যেটা আসলে রিকভার করা সম্ভব নয়। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

রাগ সত্যিই এমন একটা অনুভূতি, যা সামলাতে না পারলে সম্পর্ক, মানসিক শান্তি সবকিছুতেই প্রভাব ফেলে। কিন্তু যারা রাগকে সংযত রাখতে পারে, তারা মানসিকভাবে অনেক বেশি দৃঢ় হয়। কারণ সত্যিকারের শক্তি শুধু শারীরিক নয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার মধ্যেও লুকিয়ে থাকে। নিয়ন্ত্রিত রাগ অনেক সময় ইতিবাচক হতে পারে, কিন্তু অনিয়ন্ত্রিত রাগ শুধুই ক্ষতি ডেকে আনে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

একদম ঠিক বলেছেন আপু। রাগ যখন নিয়ন্ত্রণ করা যায় না সেটা অনেক ক্ষতি ডেকে আনে। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 last month 

কোন মানুষকে ধ্বংস করার একমাত্র মাধ্যম হচ্ছে রাগ। রাগের কারনে অনেক মানুষই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে৷ যদি কোন মানুষ তার নিজের রাগ কন্ট্রোল করতে না পারে তাহলে কেউ ভালো কিছু করতে পারবে না৷ আর যদি কোন মানুষ তার নিজের ভাগ্যে কন্ট্রোল করে কোন কিছু করতে চায় তাহলে সেই প্রকৃত শক্তিশালী। তার মতো শক্তিশালী আর কেউই হতে পারে না৷ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রাগের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়৷ তবে যারা রাগকে কন্ট্রোল করতে পারে তারাই আসল শক্তিশালী এবং তাদের এই রাগ কন্ট্রোলের কারণে তারা অনেক শক্তিশালী হচ্ছে৷ প্রতিনিয়ত তারা ভালো কিছু করছে৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয়কে আপনি পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

 last month 

রাগ হলো মানুষের এক রকম ব্যবহার যেটা অন্যরা তাকে বিবেচনা করতে চিন্তা করে থাকে। তাই রাগ যখন তখন ব্যবহার করা উচিত নয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 85279.47
ETH 1643.50
USDT 1.00
SBD 0.76