জেনারেল রাইটিং :- জন্মদিনে উল্লসিত হবার কিছু নেই।কারণ,তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। আমরা মানুষ এবং আমরা সবাই একদিন মৃত্যুবরণ করবো। কারণ প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আর জন্মগ্রহণ করলে যে কোন কিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এখন দেখা যায় বেশিরভাগ মানুষ জন্মদিনে বড় করে অনুষ্ঠান করে। আর জন্মদিন আসলে তারা মনে করে বড় করে অনুষ্ঠান করলে ওটাই বড়ই সৌন্দর্য। কারণ জন্মদিনে উল্লাসিত হওয়ার কিছুই নেই। প্রত্যেকটা মানুষের জন্মদিন আসলে মনে করতে হবে মৃত্যুর দিকে একধাপ এগিয়ে গেলেন।
আমরা আমাদের জীবনের দিনগুলো হিসাব করি না। যখন জন্ম দিন আসে তখন আমরা বছর হিসাব করি। কারণ জন্ম দিন আসলে মানুষ ওই দিন খেয়াল করে অনুষ্ঠান করে। আর এখন অভিভাবক গুলো ছেলে মেয়েদের জন্মদিনের তারিখ মনে রাখে। আর ঐদিন যখন আসে বড় করে অনুষ্ঠান করে। এবং ছেলের জন্য দোয়া করে যেন ছেলে মেয়ে বড় হয়ে ভালো কিছু করতে পারে। আর জন্মদিন আসলে প্রত্যেক মানুষের অনুভূতি থাকে ভিন্নরকম। কিন্তু কখনো চিন্তা করে না জন্মদিন আসলে জীবন থেকে একটি বছর চলে গেল। তার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। আর আস্তে আস্তে জীবন থেকে সময় চলে যাচ্ছে।
অনেকে বলে ছেলের বয়স যখন 5 বছর থেকে ১০ বছর হয়। ছেলে একটু বড় হয়েছে এবং ছেলের জন্য দোয়া করার জন্য বলে। এবং এই কথা চিন্তা করে না ছেলেটির জীবন থেকে পাঁচটি বছর কমে গেল। আর অনেক বয়স্ক মানুষও আছে জন্মদিন এবং বিবাহ বার্ষিক অনুষ্ঠান করে উল্লাস করে। আর ওই সময় নিজেদের জীবনের এক বছর বা কিছু সময় চলে গেল সেটাই ভাবে না। এতে করে আপনি জন্মদিন বা কোন অনুষ্ঠানে উল্লাসিত হবার কিছু নেই। কারণ প্রতিটি জন্মদিনে যখন পালন করবেন তখন মনে করতে হবে আপনার জীবন থেকে একটি বছর চলে গেল। আর আপনি মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলেন।
তবে অনেকে আবার বলতে পারে জন্মগ্রহণ যখন করেছি মৃত্যু বরং করব একদিন। কারণ প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু আছে। আর যে কোন মানুষ বা পশু পাখি জন্মগ্রহণ করলে তাদের মৃত্যু আসবে এটি বাস্তব। তবে বেশিরভাগ মানুষ দেখা যায় মৃত্যুর কথা চিন্তা না করে জন্মদিনে অনুষ্ঠানের কথা চিন্তা করে। জন্মদিন আসলে অনেক বড় করে চেষ্টা করে অনুষ্ঠান করতে। কখনো এই কথা চিন্তা করে না তার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। এই এক বছরের সেই জীবনে কি করেছে কতটুকু উন্নতি করতে পেরেছে সেটাই ভাবে না। শুধু অনুষ্ঠান আর খুশি নিয়ে ব্যস্ত থাকে। আর আমরা যদি প্রতিটি জন্মদিনে উল্লাসিত না হয়ে সময়ের কথা চিন্তা করে সেটা আমাদের জন্য ভালো হয়। কারণ জন্মদিনে উল্লাসিত হয়ে কোন লাভ নেই। চিন্তা করতে হবে জীবন থেকে সময় চলে গেল। আর মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলেন।
কারণ আপনার এই বছর এবং পরের বছরের মধ্যে একটি বছর চলে গেল। আর এই এক বছর আপনার জীবন থেকে হারিয়ে গেল। প্রতিটি মানুষ এবং প্রাণী এভাবে একদিন দুইদিন করে জীবনের সময় চলে যাচ্ছে। এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর চেষ্টা করতে হবে জীবনের উন্নতি করতে হবে তেমনি মৃত্যুর কথাও চিন্তা করতে হবে। তাই আমি মনে করি জন্মদিনে উল্লাসিত হওয়ার কিছু নেই। আর প্রতিটি জন্মদিনে খেয়াল রাখতে হবে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার কথা। সময় এবং নদীর স্রোত যেভাবে চলে যাই। তেমনি আমাদের জীবন থেকেও জীবনের আয়ু কমে যায়। তাই আমি মনে করি জন্ম দিনে উল্লাসিত না হয়ে মৃত্যুর কথা চিন্তা করা দরকার। কারণ প্রতিটি জন্মদিনে খেয়াল করলে দেখা যায় আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল। আর আমরা মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম। আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1900902685748105361?t=qrwFrcGaeDoqZAcpM7URIA&s=19
এটা চিরন্তন সত্য এবং সবাইকে মানতে হবে। জন্মদিন মানেই শুধু আনন্দ নয়, এটি আমাদের জীবনের একটি বছর কমারও ইঙ্গিত দেয়। উল্লাসের পাশাপাশি ভাবতে হবে, আমরা এই বছর কী শিখলাম বা কী উন্নতি করলাম। সময় মূল্যবান, তাই জীবনকে যেভাবে সেভাবে কাটিয়ে দেওয়া ঠিক নয়। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এটি সবাইকে মানতে হবে। জন্মদিন মানি একটি বছর নিজের জীবন থেকে চলে গেল। ভালো থাকবেন ভাইয়া।
সত্যি ই আপু জন্মদিনে উল্লসিত হবার কিছু নেই।জন্মদিন মানে একটি বছর জীবন থেকে চলে যাওয়া।একটি বছর করে যাওয়া মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।তাই জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই।
ভালো লাগলো আপনার মন্তব্য শুনে তাই ধন্যবাদ আপনাকে।
আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। জন্মদিন আসলে সবাই অনেক বেশি আনন্দিত থাকে। কিন্তু জন্মদিন আশা মানে আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে যাওয়া। আপনি একেবারে বাস্তবতাকে অনেক সুন্দর করে এটার মধ্যে তুলে ধরেছেন, দেখে খুব ভালো লাগলো আমার কাছে।
জন্মদিন আসলে মানুষ খুব আনন্দিত থাকে। মৃত্যুর কথা একবারও ভাবে না। ভালো থাকবেন আপু।
এই ব্যাপার টা আমার মধ্যে অনেক বেশি কাজ করে। এই জন্মদিন নিয়ে আমার উন্মাদনা একেবারেই কম। সত্যি বলতে ঐরকম কোন আকর্ষণ বোধ আমি করি না বললেই চলে। আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এটা কখনোই আনন্দ করার ব্যাপার না।
ভাইয়া অনেকে জন্মদিন নিয়ে অনেক কিছু করে। হয়তোবা আপনি একটু ব্যতিক্রম।