জেনারেল রাইটিং: হিংসার বিরুদ্ধে লড়াই।

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার ২০২৫ ইং:।

বাংলায় ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবার নিয়ে। আশাকরি আপনারাও অনেক ভালো আছেন পরিবার পরিজনদেরকে নিয়ে। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা করি নতুন কোনো বিষয় আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। আশা করি আমার শেয়ার করা জেনারেল রাইটিং পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

child-1548229_1280.jpg

Source

হিংসা একটি এমন অশান্তি যা মানুষের হৃদয়ে অশুভ শক্তির জন্ম দেয় এবং মানবসমাজে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। এটি এক ধরনের শক্তি যা মানুষের চিন্তা ও মনোজগতকে বিপর্যস্ত করে তোলে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, হিংসা সবসময়ই মানবজাতির সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। হিংসার ফলস্বরূপ শুধু ব্যক্তির জীবনে নয় পুরো সমাজ বা জাতির মধ্যে অস্থিরতা, শত্রুতা ও বিভাজন সৃষ্টি হয়।হিংসা কেবল বাহ্যিক আক্রমণ নয়, এটি মানুষের মনের মধ্যে এক ধরনের বিষাক্ত চিন্তা বা অনুভূতির জন্ম দেয় যা পরবর্তীতে বাস্তব জীবনে রূপ নিতে পারে। এটি একে অপরের প্রতি বিদ্বেষ, অনীহা এবং অসহিষ্ণুতার জন্ম দেয়। এক সময়ের ক্ষোভ, নিন্দা, প্রতিশোধের জ্বালা পরবর্তীতে পরিণত হয় ধ্বংস ও দুর্ভোগে। পৃথিবী জুড়ে নানা ধরনের যুদ্ধ, সংঘাত এবং অশান্তির মূল কারণ হিসেবে হিংসা দায়ী।

হিংসা সমাজের জন্য শুধু নেতিবাচক প্রভাব ফেলে না, এটি মানুষের মানসিক স্বাস্থ্যেও গভীর প্রভাব ফেলে। একটি হিংস্র পরিবেশে মানুষ নিজের শান্তি ও নিরাপত্তা হারায় এবং তাদের মনের মধ্যে অনিরাপত্তা, আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়। এটা অনেক সময় মানুষের আত্মবিশ্বাসকে ভেঙে দেয় এবং তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারে। এটি এমন এক মনের অবস্থা সৃষ্টি করে, যেখানে ক্ষমতার প্রতি অবিশ্বাস এবং একে অপরের প্রতি শত্রুতা অনুভূত হয়।এছাড়া হিংসা সমাজে বিভাজন সৃষ্টি করে। যখন কোন জাতি বা সম্প্রদায় নিজেদের মধ্যে বা অন্যদের বিরুদ্ধে হিংসা পরিচালনা করে, তখন তা সমাজে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটি শুধু শত্রুতা ও অস্থিরতা সৃষ্টি করে না বরং সাধারণ মানুষের মধ্যে বৈষম্য এবং নিপীড়নের পরিবেশ তৈরি করে। এর ফলে সমাজের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের মধ্যে বিশ্বাসের অভাব তৈরি হয়, যা একটি ঐক্যবদ্ধ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর।যেহেতু হিংসা মূলত আবেগ ও অনুভূতির প্রতিফলন তাই এটি শাসকগোষ্ঠী বা রাজনৈতিক নেতা, ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বারা কখনও কখনও ব্যবহার করা হতে পারে। এমনকি এটি ব্যক্তিগত সম্পর্কের মধ্যে, যেমন পরিবারে বা বন্ধুত্বে, অস্থিরতা সৃষ্টি করতে পারে। যখন একজন ব্যক্তি ক্ষুব্ধ বা অসন্তুষ্ট থাকে তখন তার মধ্যে হিংসার জন্ম হয়। এটি যে কোনো সম্পর্ক বা পরিস্থিতির মধ্যে কলহ, মারামারি বা অশান্তি তৈরি করতে পারে।তবে এ অবস্থা থেকে উত্তরণের পথও রয়েছে। সর্বপ্রথম আমাদেরকে হিংসার মূল কারণগুলো বুঝতে হবে। কখনও কখনও হিংসা নির্যাতন, অবিচার, ক্ষোভ বা হতাশা থেকে জন্ম নেয়। এসব বিষয়গুলির মোকাবিলা করার জন্য সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। শিক্ষা এবং শান্তির ধারণাগুলো মানুষের মননে স্থাপন করা দরকার। আমাদের সমাজে সহনশীলতা আস্থা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা জোরদার করতে হবে।

শুধু সামাজিক শিক্ষা নয় রাষ্ট্রের ও দায়িত্বপূর্ণ অবস্থান অত্যন্ত জরুরি। প্রশাসন, পুলিশ এবং বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ না করে, তবে সেক্ষেত্রে হিংসা আরো বৃদ্ধি পেতে পারে। আইন প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তবে শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচার করা উচিত।এছাড়া ধর্মীয় নেতা এবং সামাজিক সংগঠনগুলিরও বড় ভূমিকা রয়েছে। ধর্মীয় বিশ্বাস মানুষের হৃদয়ে শান্তির বাণী পৌঁছাতে পারে। এটি মানুষের মধ্যে সহানুভূতি, সহিষ্ণুতা এবং ভালোবাসার আবেগ তৈরি করতে সাহায্য করতে পারে। যখন একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকে তখন হিংসার ঘটনা কমে যায়।আমরা যদি সকল স্তরে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রচার করি, তাহলে সমাজে হিংসার প্রভাব কমানো সম্ভব। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী মানুষই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। সেই সমাজে থাকবে না কোনো জাতিগত বিভাজন, কোনো ধর্মীয় দ্বন্দ্ব বা রাজনৈতিক অস্থিরতা। বরং একে অপরকে সহ্য করে একে অপরকে সম্মান করে আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারি।হিংসা কখনোই একটি স্থায়ী সমাধান হতে পারে না, এটি কেবল ক্ষতি ও বিপর্যয়ের দিকে নিয়ে যায়। আমাদের সকলের কর্তব্য হলো শান্তির পথে অগ্রসর হওয়া এবং একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করা, যাতে সমাজে শান্তি, নিরাপত্তা এবং সহযোগিতা প্রতিষ্ঠিত হতে পারে।

পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTNFu5VYG14A9ZPsi3a7AsCNhegyKiFbjfPhKXxVwcXvrh1rc8LHsetzKjM24fyHVLnvtYEaJfpAek28cSJTCTY2.jpeg

Sort:  
 5 days ago 

1740532014531.png

 5 days ago 

একদম সঠিক কথা বলেছেন হিংসা মানব সমাজে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। একটা সুন্দর পরিবার একটা সুন্দর সমাজ নষ্ট করার মূল এই হিংসা। চমৎকার কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 5 days ago 

আমার লেখা কথাগুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ঠিক বলেছেন আপু পৃথিবী জুড়ে নানা ধরনের যুদ্ধ, সংঘাত এবং অশান্তির মূল কারণ হিসেবে হিংসা দায়ী। হিংসা মানুষকে শান্তিতে থাকতে দেয় না ।সব সময় অশান্তি সৃষ্টি করে। আপনার মূল্যবান কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 4 days ago 

আমার লেখা জেনারেল রাইটিং পড়ে ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 hours ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন৷ আসলে পৃথিবীতে যদি হিংসা নামক কোন শব্দ না থাকতো তাহলে পৃথিবীর সবকিছুই অনেক সুন্দর ভাবে চলত৷ পৃথিবীর কোন কিছুই যেন আর থাকত না। এই হিংসার কারণে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছুই লেগে আছে৷ ছোট থেকে বড় পর্যায়ের অনেক কিছুই ঘটে যাচ্ছে শুধুমাত্র হিংসার কারণে৷ আজকে আপনি খুব সুন্দর ভাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 2 hours ago 

সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90329.45
ETH 2286.75
SBD 0.63