জেনারেল রাইটিং: শুভ নববর্ষ ১৪৩২❤️

in আমার বাংলা ব্লগ9 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৪ এপ্রিল রোজ সোমবার ২০২৫ ইং:।

বাংলায় ০১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আপনারা নিশ্চয়ই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। দেখতে দেখতে বাংলা নববর্ষ চলে এলো তাই বাংলা নববর্ষ উপলক্ষে আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট লিখবো। আশা করছি আমার লেখা জেনারেল রাইটিং পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে যাক।

IMG-20250414-WA0000.jpg


বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্যমণ্ডিত ও আনন্দঘন দিন হলো পহেলা বৈশাখ। এটি বাংলা বছরের প্রথম দিন। শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয় এটি বাঙালির হৃদয়ের উৎসব, বাঙালির প্রাণের আরাধনা। এই দিনটিকে কেন্দ্র করে বাঙালির হাজার বছরের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং সাম্যের বাণী নতুনভাবে জেগে ওঠে। শহর থেকে গ্রাম সবখানেই এই দিনটির আমেজ ছড়িয়ে পড়ে।পহেলা বৈশাখের ঐতিহাসিক প্রেক্ষাপটে মোগল আমলে সম্রাট আকবর যখন কৃষিপ্রধান বাংলার খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রচলন করেন, তখন থেকেই শুরু হয় বাংলা নববর্ষের যাত্রা। সেই থেকেই পহেলা বৈশাখ হয়ে ওঠে একটি ঐতিহাসিক ও সামাজিক উপলক্ষ। যুগ যুগ ধরে এটি শুধু খাজনা আদায়ের দিন ছিল না বরং ব্যবসায়ীদের 'হালখাতা'সামাজিক আয়োজন এবং সাংস্কৃতিক মিলনের একটি দিন হয়ে দাঁড়ায়।আজকের দিনে পহেলা বৈশাখ মানে শুধু নতুন বছরের শুরু নয় বরং একটি নতুন জীবনের স্বপ্ন দেখা। দিনটি শুরু হয় ভোরবেলা রমনার বটমূলে ছায়ানটের গানে“এসো হে বৈশাখ”। এরপর সারা দেশে মেলা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বাঙালি খাবারের আয়োজন হয়। চারুকলা ইনস্টিটিউটের রঙিন মুখোশ ও প্রাণবন্ত মঙ্গল শোভাযাত্রা বিশ্ববাসীর নজর কেড়ে নেয়। এটি এখন ইউনেস্কো স্বীকৃত মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য।

পহেলা বৈশাখ এমন একটি দিন যেদিন বাঙালিরা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এক হয়ে যায়। এই দিন আমাদের শিখিয়ে দেয় আমরা সবাই এক জাতি, এক অনুভবের মানুষ। এই দিনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষ একসাথে গান গায়, কবিতা পড়ে, আনন্দ ভাগ করে নেয়।পহেলা বৈশাখ আমাদের অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলা, পোশাক, খাবার, সজ্জা, গানের বাজার ইত্যাদিকে ঘিরে তৈরি হয় বিপুল অর্থনৈতিক কার্যক্রম। ব্যবসায়ীরা তাদের বার্ষিক হিসাব মিলিয়ে নতুন খাতা খোলেন। তাই এটি শুধু সংস্কৃতির উৎসব নয়, অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সহায়ক।নতুন বছরের অঙ্গীকার এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, নতুন বছরটি যেন আরও ভালো হয়। আমরা প্রতিজ্ঞা করি অন্যায়, হিংসা, লোভ, বিদ্বেষ পরিহার করে মানবতা, সহমর্মিতা ও ভালোবাসার পথে চলবো।প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবো। পুরোনো ভুল ভুলে গিয়ে নতুন সম্ভাবনার পথে হাঁটবো।পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি মহামিলনের দিন। এটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আবেগ, ভালোবাসা, ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি। আসুন আমরা সবাই এই দিনে নতুন প্রাণে, নতুন আশা নিয়ে বলি“শুভ নববর্ষ”। নববর্ষ হোক আমাদের জীবনে নতুন সম্ভাবনার বার্তা, সুখ, শান্তি ও সাফল্যের অঙ্গীকার।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

20250324_093304.jpg

Sort:  
 9 days ago 

Screenshot_2025-04-14-22-40-21-750_com.android.chrome.jpg

Screenshot_2025-04-14-22-40-05-341_com.android.chrome.jpg

Screenshot_2025-04-14-22-39-40-201_com.android.chrome.jpg

 9 days ago 

পহেলা নববর্ষ কে ঘিরে আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। আসলে এই দিনটার ব্যাপক ইতিহাস রয়েছে আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে। নতুন বছরের প্রথম দিনটা পান্তা ভাত আর ইলিশের মধ্য দিয়ে শুরু হয়। শুভ হোক নতুন বছরের যাত্রা সেই কামনা রইল।

 8 days ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাই নতুন বছরের প্রথম দিনটা পান্তা ভাত আর ইলিশের মধ্য দিয়ে শুরু হয়।আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই।

 9 days ago 

আমরা বাঙালি আমাদের সংস্কৃতিতে বাঙালিয়ানা মিশে আছে এটাই পরম ধর্ম। হালখাতা আমাদের এদিকেও প্রচলিত আছে আমার ছোটবেলায় হালখাতার জন্য আমরা অপেক্ষা করতাম। কত রকমের মিষ্টি ক্যালেন্ডার ইত্যাদি এসব কিছু বাড়িতে আসতো আর আমাদের সে কি আনন্দ। আপনার ব্লগ করে খুবই ভালো লাগলো নতুন বছরের শুভেচ্ছা নিবেন।

 8 days ago 

প্রথমেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 9 days ago 

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপু। নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বড় একটি অংশ। নববর্ষ কোন ধর্মের নয় এটি বাঙালির। সবাই মিলে এই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করে থাকে। নববর্ষকে ঘিরে চমৎকার পোস্ট ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ।

 8 days ago 

আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93603.54
ETH 1787.22
USDT 1.00
SBD 0.86