জেনারেল রাইটিং।।বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি।।
বর্তমান সমাজের মানুষের চিন্তাধারা সর্বদা আত্মস্বার্থকেন্দ্রিক। সর্বদা নিজের দিকটাই আগে বিবেচনা করে। আর এরকমটা হলে মানুষ হয়ে পড়ে নিঃসঙ্গ। নিজেকে নিয়ে নিজে সর্বদা বিভোর থাকা মানুষ হয়ে পড়ে একাকী। আর এরকমভাবে চলাটাই বর্তমান মানুষদের স্বভাবের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মানুষ যদি নিজের স্বার্থকে বলি দিয়ে অন্যের ভালোর জন্য কাজ করে যেত তাহলে সমাজের প্রতিটা মানুষ আজ শান্তিময় পরিবেশে বসবাস করতে পারত। কিন্তু বর্তমান চলছে তার বিপরীতমুখী চিন্তাধারা। সর্বদা সবাই চিন্তা করে নিজে কিভাবে অন্যের থেকে দ্বিগুণ ভালো থাকবে অন্যকে ঠকিয়ে।
বর্তমান সমাজের মানুষদের চিন্তাধারাকে নিয়ে একটি কথা মনে পড়ে গেল। সেটি হচ্ছে ধরুন আপনি যদি প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে বা কোন কাজে সফলতা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যান বা সেই বিষয়ে অন্য কারো থেকে পরামর্শ পেতে চান অন্য কারো সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে সর্বপ্রথম আপনাকে তাদের কুমন্ত্রণার শিকার হতে হবে। কারণটা হচ্ছে মানুষ আপনাকে কখনোই হতে দিতে চাইবে না। কিন্তু সফল হওয়ার পর আপনাকে সফল থাকতে দিবে না।
জানিনা আমার উপরের কথাটি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আরো একটু স্পষ্ট করে বলি, ধরুন কোন একটি প্রজেক্ট নিয়ে আপনি কারো সাথে পরামর্শ করছেন কেউ সর্বদা সেই বিষয়কে হেয় প্রতিপন্ন করবে। বলবে এই কাজটি মোটেও ভালো নয় বা এটি করা ক্ষতিকর হবে। আবার যখন আপনি সফলতা পেয়ে যাবেন তখন তারা আপনাকে সর্বদা নিন্দা করবে। সমালোচনায় ভাসাবে যাতে কিভাবে আপনাকে সফলতা হতে নিম্ন পথে নিয়ে আসা যায়। কোথায় আপনার সফলতা দেখে সবাই হিংসা করবে।
আসলে এই সমাজে কারোর অপেক্ষায় নয় নিজের কাজ নিজেই করতে হবে।কারোর অপেক্ষায় থাকলে শেষ সময় দেখবেন আপনি নিজেই নিজের জায়গায় অপেক্ষায় আছেন কিন্তু যার জন্যে অপেক্ষায় আছেন সে শেষ অব্দি আপনাকে অপেক্ষায় রেখে যাবে।তাই আমি মনে করি সর্বদা উচিত নিজের ওপর নিজেই ভরসা করে চলতে হবে।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই প্রতিটা ক্ষেত্রেই নিজের প্রতি ভরসা রাখতে হবে অর্থাৎ মনে কনফিডেন্স থাকতে হবে তাহলে জীবনে সহজেই সফলতা অর্জন করা সম্ভব। লক্ষ্য করে দেখবেন কোন কাজে যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে সে কাজটি যেন আপনার কাছে আরও সহজ হয়ে যাবে।
মন্তব্যের মাধ্যমে আপনি বেশি যথার্থপূর্ণ কিছু কথা বলেছেন ভাইয়া। আপনার মন্তব্যটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সচেতন দৃষ্টিভঙ্গি দেখে আজকে একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর চিন্তা ধারা জানতে পেরে। তবে আত্মকেন্দ্রিক সমাজের মানুষগুলো কখনোই সুখী নয়। অনেক মানুষ মানুষকে ভালো কাজে বাধা দিয়ে থামিয়ে দিতে চাই। তবুও যারা সচেতন ও সজাগ তারা কিন্তু থেমে থাকে না।
আসলেই আপনি ঠিক বলেছেন , যারা সচেতন দৃষ্টিভঙ্গির লোক তাদের কে কোনো বাধা দিয়েই তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়াতে আটকানো যায় না।
বানানের দিকে বিশেষ নজর দেবেন।
প্রতিটা কাজের প্রতি আমাদের ভরসা থাকতে হবে৷ তা না হলে আমরা কোন কাজে সফলতা অর্জন করতে পারবো না। কারণ আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সে কাজের প্রতি অত্যন্ত দৃষ্টি সহকারে দেখতে হবে৷ সে কাজের উপর অনেক বেশি পরিমাণে ভরসা রাখতে হবে৷ যাতে করে আমরা পারি আর না পারি এই কনফিডেন্সের মাধ্যমে যেন অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়।