'শীতের শেষে প্রথম বৃষ্টির অনুভূতি'
হ্যালো বন্ধুরা,
আপনার সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
বুধবার সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা মেঘলা। মনে মনে ভাবলাম শীতকালে এমনটা মাঝেমধ্যে হয়ে থেকে। বাইরে ঠান্ডা বাতাস বই ছিল সেদিনের সকালটা অন্যদিনের তুলনায় একটু আলাদাই ছিল। যাই হোক,সকালে ফ্রেস হয়ে আটটার সময় ভাগ্নেকে স্কুলে পৌঁছে দিলাম। ভাগ্নেকে পৌঁছে দিয়ে আমি চলে গেলাম জিমে। জিমে ১ ঘন্টা ১৫ মিনিট হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর বাড়িতে এলাম। বাড়িতে এসেই স্নান করে ফেললাম। এরপর মোবাইলটা হাতে নিয়ে সোফার উপর বসে ভিডিও দেখছিলাম।এর ভিতর বাইরে জমজম করে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে পেলাম। দৌড়ে চলে গেলাম বারান্দাতে দেখলাম প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। বছরের প্রথম বৃষ্টি, খুব ভালোই লাগছিল দেখতে।আমার স্নান করা হয়ে গিয়েছিল তাতে কি হয়েছে বৃষ্টি পড়াতেই মনের ভিতরটা আনচান করে উঠলো। ইচ্ছা করছিল ছাদে যে বৃষ্টিতে ভিজতে। আমি যখন গ্রামে থাকতাম তখন বৃষ্টি পড়তেই ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম সেই অনুভূতিটা আমি খুবই মিস করছিলাম।
আমি যখন রেডি হয়ে ছাদে বৃষ্টিতে ভিজতে যাব ঠিক তখনই দিদির ফোন এলো। দিদি বলল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কোন রকম ভাবে বৃষ্টিতে ভিজা না হয়। আমি দিদিকে বললাম ঠিক আছে ভিজবো না। কিন্তু আমার মনটা মান ছিল না ইচ্ছা করছিল দিদির কথা অমান্য করে বৃষ্টিতে ভিজতে। কিন্তু আবার মনে মনে ভাবলাম বছরের প্রথম বৃষ্টি হচ্ছে যদি ভিজে জ্বর হয়। কারণ এমনটা গেল বছর আমার সঙ্গে হয়েছিল বৃষ্টি পরতেই আমি ছুটে চলে গিয়েছিলাম ছাদে অনেকক্ষণ ভিজে ছিলাম রাতে ১০৩° তাপ উঠেছিল আমার। এই কথা চিন্তা করে আমি আর ছাদে গেলাম না বারান্দাতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলার দিনগুলোর কথা মনে করছিলাম। একটা সময় এই বৃষ্টি আমার শরীরকে কাবু করতে পারত না কিন্তু এখন বৃষ্টির জল শরীরে পড়াতেই আমি কাবু হয়ে যাই😄😄😄।
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য: 3.37mm
তারিখ:১৯.০২.২০২৫
সময়:১২:৪৩ মিনিট
Br>
অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল আর আমি সম্পূর্ণ সময়টা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করেছিলাম। বৃষ্টি কমে যাওয়ার পর আমি বাইরে বের হই ছাতা নিয়ে। কারন কিছুতেই মনটা আর ঘরের ভেতর বন্দী হয়ে থাকছিল না। আমি আবার মনটাকে কষ্ট দিয়ে কোন কাজ করি না। তাই সঙ্গে সঙ্গে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। অনেকদিন পর বৃষ্টি হওয়াতে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। গাছের পাতার উপর যখন বৃষ্টির জল বেয়ে নিচে পড়ছিল সেই দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছিল। বৃষ্টির জল গাছে উপর পড়াতে গাছের পাতাগুলো আরো সতেজ হয়ে উঠেছে। প্রকৃতির চেহারাই যেন পাল্টে গিয়েছিল বৃষ্টি হওয়াতে। কথায় আছে বৃষ্টি না হলে সৃষ্টি হয় না। প্রকৃতিকে দেখে মনে হচ্ছিল অনেক দিন পর তারা মন খুলে আনন্দ করছে। রাস্তায় কিছু কিছু জায়গায় বৃষ্টির জল বেঁধে গিয়েছিল।আমি একটু আশেপাশে তাকিয়ে সেই জলের ভেতর লাফালাফি করলাম। কারণ আমাদের যতই বয়স হয়ে যাক না কেনো আমাদের প্রত্যেকের শরীরের ভিতর সেই ছোট মানুষটা থেকেই যায়। মাঝেমধ্যে যখন আশেপাশে কেউ থাকেনা তখন এই ছোট মানুষটা বেরিয়ে আসে 😊😊। আপনাদের সাথে এটা হয় কিনা আমি জানিনা কিন্তু আমার সঙ্গে এটা প্রতিনিয়ত হয়ে থাকে আর আমি এটাকে খুব ইনজয় করি।
এই সময়ে বৃষ্টি ভিজলে শরীর খারাপ হবেই। আমাদের এখানেও দুই দিন ধরে বেশ ভালই বৃষ্টি হচ্ছিল। আমি একদিন অফিসে দেড় ঘন্টা বসেছিলাম তাও বৃষ্টির মধ্যে বেরোইনি। আসলে বর্ষাকালে বৃষ্টি ভেজা আর এই সময় বৃষ্টি ভেজার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। এই সময় যাতে মাথায় জল না পড়ে তাই অনেক সাবধানে থাকা উচিত।
শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আসলেই অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এই ধরনের বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক বিষয়। শীতকালে বৃষ্টি হলে মানুষের জীবনযাপন করাটা অনেকটাই কষ্টের হয়ে যায়। আজকে আমাদের এলাকাতেও বৃষ্টি হতে দেখেছি।
আপনাদের এলাকায় অনেক দিন পর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার পুরো সময়টা আপনি বারান্দায় দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন জেনে সত্যি ভাল লাগছে। অনেকদিন পর এভাবে বৃষ্টি হলে সত্যিই অনেক ভালো লাগে আর বৃষ্টি দেখার মুহূর্ত তো আরো সুন্দর। আমাদের এলাকাতেও আজকে হালকা বৃষ্টিও অনেক বাতাস বয়ছিল। বর্তমান আবহাওয়ায় রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের এলাকায়। শীতের শেষে প্রথম বৃষ্টির অনুভূতি দারুন ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
মা বলে, শীতের শেষে প্রথম বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই। দিদির কথা শুনে বৃষ্টিতে না ভিজে ভালো করেছেন। বৃষ্টিতে ভিজলেই জ্বর আসতো। আমাদের এখানেও আজকে অনেকদিন পরে একটু বৃষ্টি হলো।অল্প দুই এক ফোঁটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর পরিষ্কার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আপনি জানালার ধারে দাঁড়িয়ে ছোটবেলার মতো বৃষ্টি উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। বৃষ্টি উপভোগ করতে আমিও খুব পছন্দ করি। বৃষ্টির পরে পরিষ্কার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো দাদা।