মা বাবা ছাড়া দুনিয়া অন্ধকার।
আমি @rahimakhatun
from Bangladesh
২০ই ফেব্রুয়ারি ২০২৫
যেদিন থেকে তাদের লাগেজ গুছাচ্ছিলো তখন থেকেই যেন কেমন কেমন লাগছে কাল যখন একেবারে একেবারে গুছাচ্ছিলো,তখনই কেমন জানি খারাপ লাগছে কাল রাতে একেবারে ঘুম হয়নি। তাছাড়াঐখানে নেওয়ার জন্য খাওয়ার জিনিস রান্না করতে করতে সময় যেন চলে গিয়েছে। আজকে নিয়ে যাওয়ার জন্যরাতে রান্না করে কিছু আছে ড্রিপ করে নিয়েছি।যেন ঐখানে যেয়ে সমস্যা না হয় তাদের।আসলে ঐখানের খাবার তেমন একটা খেতে পারে না।
আর যা রাস্তায় খাওয়া হবে তা সকালে রান্না করে দেওয়া হবে।যখন সব কিছু গুছিয়ে লাগেজ প্যাক করছিলো তখন মনে হচ্ছে শরীরের একটা অংশ চলে যাচ্ছে। মা মেয়ে আর বাবা মিলে কান্না করছি।আসলে এতদিন বাবা মা কে ছাড়া এতদিন।শশুর বাড়ি কাছাকাছি হওয়াতে খারাপ লাগলেই বাবার বাড়ি চলে আসতাম।বেশ খারাপ লাগছে।আসলে মা বাবা, মা বাবাই তাদের তুলনা হয় না।তখন তাদের গাড়ি তে উঠিয়ে দিয়ে আসলাম কেমন লাগছে তা বুঝাতে পারছি না।
আমি এয়ারপোর্টে যেতে পারিনি ছোট বাচ্চা নিয়ে।আবার বাসাটাও খালি তাই।যাই হোক তাদের এয়ারপোর্টে যেতে বেশি সময় লাগে নি।রাস্তায় তেমন জ্যাম ছিলো না। তারা ঢাকা বিমানবন্দর থেকে সিলেট এয়ারপোর্টে যাবে তারপর জেদ্দা তে।আসলে ট্রানজিট আছে।এবারই এমন হলো কিন্তু এর আগে ডিরেক্ট গিয়েছে।
প্লেনে উঠার পর একটা পঞ্চান্ন তে আমাদের ফোন গিয়েছে। তারপর সিলেট যাওয়ার পর কথা হয়েছে সেখানে আড়াই ঘন্টা থাকার পর চারটে এিশ এ প্লেন ছেড়েছে তারপর আর কথা হয়নি।এখন কোথায় আছে জানি না তবে বেশ টেনশনে আছি।আসলে ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে।এত মানুষ থেকেও নেই মনে হচ্ছে।
তাদের যে রিসিভ করবে সেই মামার সাথে কথা হয়েছে উনি বললো প্রায় সাড়ে বারোটার মত লাগবে পৌছাতে।তারপর সিম নিবে তারপর যদি কথা হয়।আমি ও বসে আছি তাদের অপেক্ষায়।আসলে ডিরেক্টর গেলে হয়তো এত সময় লাগতো না এখন যা সময় লাগছেআসলে তারা যাওয়ার পর খেতে ইচ্ছে করছে না। কেমন খালি খালি ঘর।আমার বাবুটাও বলছে নানু নাই।
যাই হোক ,আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি,আসলে বেশ খারাপ লাগলে যা হয়। আপনারা সবাই আমার বাবা মা এর জন্য দোআ করবেন। যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
পৃথিবীতে মা বাবার মতো কেউ না,মা-বাবা হচ্ছে আমাদের এক ধরনের অক্সিজেন।নিজের কাছে মা বাবাকে দেখতে পারলে খুবই ভালো লাগে। আর যখন বাবা মা দূরে বা আমরা দূরে চলে যায় তখন যেনো মনে হয় পৃথিবীর সব থেকে বড় জিনিস টি হারিয়ে ফেলছি। যাইহোক আপনার মা বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আসলে মা-বাবা যার আছে এই পৃথিবীতে তার সব কিছু রয়েছে। আর যার মা-বাবা নেই এই পৃথিবীতে তার সবকিছু থেকেও নেই এইটাই হলো প্রকৃত বাস্তবতা। আসলে মা বাবা থাকতে মা-বাবা যে কি অমূল্য সম্পদ তা কখনো বোঝা সম্ভব নয়। মা বাবার হারিয়ে গেলে বুঝা যায় জীবনের কি হারিয়ে গিয়েছে। মা বাবা ছাড়া দুনিয়া অন্ধকার একদম বাস্তব আপু। ধন্যবাদ আপনাকে আপু।