চুলের যত্নে ঘরোয়া পদ্ধতিতে তৈরি কার্যকর অর্গানিক হেয়্যার প্যাক।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চুলের যত্নের জন্য ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্রকৃতিক হেয়্যারপ্যাক তৈরি করে দেখাবো। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা চুল পড়া সমস্যায় ভুগছেন। তাদের জন্যই আজকে আমার এই পোস্টটি করা। আমার এই হেয়্যার প্যাকটি ১০০% কার্যকরী না হলেও অনেক অংশেই উপকার করবে। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যদি কেউ এই প্যাকটি সপ্তাহে দুই দিন করে টানা একমাস ব্যবহার করতে পারে তাহলে তার চুল পড়া অবশ্যই কমে যাবে ইনশাআল্লাহ। কারন আমি এর উপরকারীতা নিজের চোখে দেখেছি। সেই বিষয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে। তাই আমি সেই দিকে আর যেতে চাইছি না। তবে এইটা কার্যকরী একটা জিনিস এইটা আমি জোর দিয়ে বলতে পারি। যাদের চুল পড়া সমস্যা আছে তারা আমার মতো করে হেয়্যার প্যাক বানিয়ে ব্যাবহার করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ | পরিমান |
---|---|
মেহেদি পাতা | ১ মুঠো |
ঘৃতকুমারী | ২ পিচ |
জবা ফুল | ২ পিচ |
পেয়াজ | ১ টি |
নারিকেল তেল | পরিমান মতো |
কলার খোসা | ১টি কলার পরিমান খোসা |
![]() | ![]() |
---|
প্রথমে আমি কলার খোসা থেকে এর ভেতরের অংশ থেকে নরম অংশটি ছুরি দিয়ে বের করে নিয়েছি। এবার ঘৃতকুমারীর ডাল গুলা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি।
ছবিতে আপনারা যেমনটা দেখতে পারছেন। আমি এখনে কলা ব্যাবহার না করে কলার খোসার নরম অংশ ব্যবহার করেছি বলে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু কলার থেকে এই খোসার উপকরণ গুলা বেশি কার্যকরী। যার কারনে আমি এই জিনিসটা ব্যাবহার করেছি। এখানে চাইলে আপনারা কলাও ব্যাবহার করতে পারেন কোন সমস্যা নাই।
![]() | ![]() |
---|
এবার আমি জবা ফুল দুইওটি ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। একই ভাবে একটি মাঝামাঝি সাইজের পেয়াজ কেটে ছোট টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা পেয়াজটা এর থেকে কম বা বেশি দিতে পারেন।
![]() | ![]() |
---|
এরপর আমি মেহেদি পাতা গুলা ব্লেন্ডারের ভেতর দিয়ে দিয়েছি। এরপর হালকা করে পানি দিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে পানি না দিয়ে নারিকেল তেলও ব্যাবহার করতে পারেন।
এবার খুব ভালো ভাবে ব্লেন্ডার করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে যেনো উপকরণ গুলা খুব সুন্দর ভাবে মিহি আকারের হয়ে যায়।
এবার আমি ব্লেন্ডার করা উপকরণটি ছাকনি দিয়ে ভালোভাবে ছেকে নিয়েছি। আপনারা চাইলে না থেকেও ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে ধোয়ার সময় একটু সমস্যার সম্মুখীন হতে হয়। উপাদান গুলা চুলের সাথে লেগে থাকে। যা বের করা খুবই কষ্ট দায়ক। আপনি দিয়ে থেকে ব্যবহার করলে এই ধরনের সমস্যায় পড়তে হয় না।
ভালোভাবে ছেকে নেওয়ার পর নারিকেল তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে হেয়্যার প্যাক।
বিশেষ দ্রষ্টব্যঃ হেয়্যার প্যাকটি চুলের গোড়ায় লাগানোর চেষ্টা করতে হবে। শুধু চুলের উপর ব্যাবহার করলে এর কোন ফল আপনি পাবেন না। যার কারনে খুব সুন্দর করে চুলের গোড়ায় লাগানোর চেষ্টা করবেন।
পোস্টের ধরন | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
চুলের যত্নে ঘরোয়া পদ্ধতিতে তৈরি কার্যকর অর্গানিক হেয়্যার প্যাক।দারুন একটি উপকারী পোস্ট। চুল ঝড়ে পড়ার সমস্যা আমাদের অনেকেরই। আপনার ঘরোয়া উপায়ে তৈরি হেয়ার প্যাকটি বেশ ভালো লাগলো আমার কাছে। ধাপে ধাপে তৈরি পদ্ধতি চমৎকার ভাবে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।
অর্গানিক হেয়ার প্যাক আমাদের চুলের জন্য অনেক উপকারী। আপনি বেশ কিছু উপকরণ দিয়ে একটি অর্গানিক হেয়ার প্যাক তৈরি করেছেন। মেহেদি পাতা, জবা ফুল, পেঁয়াজ সবকিছুই আমাদের চুলের জন্য খুবই ভালো। তবে কখনো চুলে কলার খোসাটা ইউজ করা হয়নি। শুনেছি কলা ইউজ করা যায়। যাইহোক নতুন একটা হেয়ার প্যাক দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপু আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি আপু আপনি ঠিক বলেছেন কলা ব্যবহার করা যায় তবে কলার থেকে কলার খোসের গুনাগুন বেশি।
চুলের প্রতি যত্নশীল হওয়া ভীষণ দরকারি। ভাইয়া আপনি অনেক সুন্দর করে একটি হেয়ার প্যাক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আর এভাবে হেয়ার ব্যাগ তৈরি করে ব্যবহার করলে আশা করছি অনেক উপকার হবে।
অবশ্যই উপকার পাবেন আমি নিজে প্রমাণিত। ধন্যবাদ অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।
বেশ দরকারি একটি পোস্ট করেছেন ভাই আজকে। চুলের সমস্যা বা চুল পড়ে যাওয়ার সমস্যা আমাদের সবারই কম বেশি রয়েছে। যদিও আমি মেডিসিনের থেকে এসব প্রাকৃতিক ভাবে তৈরি করা জিনিসগুলো বেশি পছন্দ করি চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে। আপনি এখানে অর্গানিক হেয়ার প্যাক তৈরি করতে যেসব জিনিস ব্যবহার করেছেন, সেগুলো আমরা চাইলেই সবাই জোগাড় করে নিতে পারব। যাইহোক, যদি কখনো সুযোগ পাই, তাহলে ঠিক আপনার মত একই ভাবে হেয়ার প্যাক বানিয়ে মাথায় দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা পোস্টের জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আর আমার শেয়ার করা হেয়ার প্যাকটি তৈরি করে ব্যবহার করবেন জেনে অনেক ভালো লাগলো ভাই।
বাহ্! বেশ কার্যকরী একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। চুলের সমস্যা কমবেশি সবারই রয়েছে। কিন্তু চুলের সমস্যা সমাধানে ঘরোয়া পদ্ধতি বেস্ট। কারণ বাজারে যা বিক্রি করে,প্রায় সবগুলো ভুয়া। আমারও বেশ ভালোই চুল পড়ে মাঝেমধ্যে। তাই এই অর্গানিক হেয়্যার প্যাকটি খুব তাড়াতাড়ি ব্যবহার করার চেষ্টা করবো। পোস্টটি সেজন্য রিস্টিম করে রাখলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জেনে অনেক খুশি হয়েছি ভাই আমার পোস্টটি আপনার প্রয়োজনীয় বলে মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।