একটু ঘোরাঘুরি
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
প্রথমে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম শপিং মলটা তো অনেক বড় ভিতরে । আমি ভেবেছিলাম ছোটমোট একটা শপিংমল হবে। ভেতরের সব জিনিস রয়েছে এমন কিছু নেই যে সেখানে পাওয়া যাবে না। আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম ছোট বাচ্চাদের পড়ার বই থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই রয়েছে।
আমার এই টোট ব্যাগগুলো বেশি ভালো লেগেছে বর্তমানে এইসব খুব চলছে। ব্যাগগুলোর কোয়ালিটি কাপড় সবকিছুই ভালো ছিল। আমার বান্ধবী মূলত একটা টিফিন বক্স দেখছিল যেটাতে নাকি খাবার গরম থাকে দামটাও খুব বেশি না।
দেখতে পেলাম বিভিন্ন ধরনের জামার কাপড় রয়েছে। যেহেতু আমি বোরকা পরি তাই জামা কাপড় খুব একটা দরকার হয়না আমার। বিভিন্ন ধরনের সাইড ব্যাগ ও দেখতে পেলাম।
এবার বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের গ্যালারিতে গেলাম। এই ধরনের ফুলগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। নরমাল প্রাকৃতিক ফুল গুলো কিছুদিন পর নষ্ট হয়ে যায় কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলগুলো আজীবন সৌন্দর্য বর্ধনে কাজ করে। কয়েকটা কিনে নিলাম আমি।
দেখতে পেলাম কয়েকটা চায়ের কেটলি সেট। এই জিনিসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগলো। ভালো লাগলেও কি হবে দাম ছিল অনেক বেশি তাই কিনতে পারিনি। কিন্তু ফটোগ্রাফি করে রাখলাম ভবিষ্যতে কিনতে পারবো।
পরিশেষে সুন্দর সুন্দর পানির বোতল দেখলাম। পানির বোতলগুলোর মধ্যে এই ছোট্ট পানির বোতলটি আমরা সব থেকে বেশি ভালো লেগেছে ছোট কিউট। এই বোতলটিকে কিনে নিয়ে বাসের উদ্দেশ্যে গেলাম। তারপর বাসে উঠে বাসায় এসে পৌছালাম।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
কভার ফটো | ক্যানভা অ্যাপ। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1893359867491963253?t=cvbPYv-bOj4IzFW311EogA&s=19