সব ভেদাভেদ ভুলে গিয়ে ভারতকে বুকে টেনে নিবো বন্ধু ভেবে

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

IMG_20241203_135510.jpg

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ স্বাধীনতার পেছনে ভারতের অবদান অপরিসীম। ভারতের অবদান আমরা বলে শেষ করতে পারবো না। কারণ ভারতের জন্যই যৌথ বাহিনী গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশ যেন স্বাধীনতা লাভ করেছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আর বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। যার অবদান রয়েছে ভারতের। ভারত আমাদের বন্ধু দেশ। আমরা প্রতিনিয়ত ভারতের অবদান পেয়ে যাচ্ছি। ভারত প্রতিনিয়ত আমাদের তার বুদ্ধি এবং সাহস এবং অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করে যাচ্ছে। এরকম একটা বন্ধু দেশ আমাদের পাশেই রয়েছে। যার কারণে অন্য অন্য শত্রু দেশ আমাদের দেখে ভয় পায়। শত্রুকে ভয় দেখানোর জন্য ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের সাথে যত ভালো সম্পর্ক থাকবে, তত বাংলাদেশের উন্নতি হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।


বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই ভারত প্রতিনিয়ত বাংলাদেশের সকল আপাত বিপদে এগিয়ে এসেছে, অর্থ দিয়ে ঋণ দিয়ে এবং বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম একটা শক্তিশালী বন্ধু দেশ পেয়ে আমরা সত্যি গর্বিত। আসলে ইতিহাসের পাতায় যদি ভারতের অবদান আমরা দেখতে পাই, তাহলেই বাংলাদেশের জন্মর প্রধান কারণ ভারত। তারা নিজেরা কাঁধে কাঁধ রেখে, নিজের হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। যার কারণে ভারতের অবদান আমরা কখনোই ভুলবো না। বর্তমানে বাংলাদেশের কিছু খারাপ এবং উগ্রবাদী মানুষের কারণে ভারতের পতাকাকে অসম্মান করা হচ্ছে। একটি দেশের পতাকা সেই দেশের পরিচয় বহন করে। আর পতাকাকে এভাবে অবমাননা করা এটা শিক্ষিত এবং ভালো মানুষের কাজ নয়। যে মানুষরা করেছে তারা হয়তো নামধারী শিক্ষিত, কিন্তু তারা ইতিহাস ভুলে গেছে। আর ইতিহাস তাদের জানতে হবে। ভারতের অবদান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ।


আমাদের সমাজে এমন কিছু খারাপ মানুষ রয়েছে। যারা উপকারের উপকার শিকার করে না। এই সকল মানুষেরা নিজের স্বার্থের জন্য সকল কিছু করে। তার বিপদে অন্যরা এগিয়ে এসেছিল কিন্তু সে অন্যের বিপদে এগিয়ে যাবে না বরং বিশ্বাসঘাতকতা করবে। এরকম কিছু খারাপ চিন্তাধারার উগ্রবাদী মানুষের জন্যই একটি দেশর,একটি সমাজের সুনাম নষ্ট হয়। ঠিক বাংলাদেশেও তাই হয়েছে। কিছু খারাপ মানুষের কারণে দেশের আজ এই অবস্থা। উপকারীর উপকার ভুলে গেছে এবং তারা পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারতের পতাকাকে তারা অপমান করেছে। পায়ের নিচে ফেলেছে, এই দৃশ্যটি দেখে আমার খুবই খারাপ লেগেছে। একজন মানুষ কিভাবে একটি দেশের পতাকাকে অপমান করতে পারে। একটি দেশের পতাকাকে তারা অসম্মান করতে পারে। যে দেশটাই তার দেশকেই জন্ম দেওয়াতে সহায়তা করেছে। আসলে মানুষের বিবেক বলতে কিছু নেই। এরকম নির্লজ্জহীন ব্যক্তিদের কর্মকান্ডে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।


তাই ভারতের পতাকাকে যারা অসম্মান করেছে, তাদের আমি ঘৃণা করি। আর এই সকল কর্মকান্ডের প্রতিবাদ জানাই। এই সকল কর্মকান্ড যেন দ্বিতীয়বার আর কোথাও না হয় সেজন্য এদের শাস্তির দাবি করছি। কারণ এরা উগ্রবাদী মানুষ। যারা অন্যের দেশের পতাকাকে পায়ের নিচে ফেলেতে পারে, তারা নিজের প্রয়োজনে নিজের দেশের পতাকা কেউ অসম্মান করবে। এরা দেশেও শত্রু। কারণ এরা স্বার্থবাদী লোক। এরা স্বার্থের জন্য সকল কিছু করতে পারে। এরা কখনোই দেশের জন্য মঙ্গল বইয়ে নিয়ে আসবে না। তাই এই সকল মানুষদের আমি ঘৃণা করি এবং এদের শাস্তির দাবি জানায়।


তাই ধর্ম বর্ণ নিবিশেষে কাঁধে কাঁধ রেখে মানুষ পরিচয় আমরা বাঁচতে চাই। মানুষের পরিচয়টাই যেন আসল পরিচয়। সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। তাই মানুষের মানুষের ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই সাথে কাঁধে কাঁধ রেখে ভাই ভাই মিলেমিশে চলবো। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারো যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটল থাকে এবং আমরা যেন সারা জীবন এই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, দেশের মঙ্গলের জন্য আমরা যেন কাজ করতে পারি। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভারতকে আমরা বুকে টেনে নেব ভাই হিসেবে, কারণ ভারত আমাদের পরম বন্ধু এবং ভাই। যাদের সাহায্যেই আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বের বুকে তালে তাল মিলিয়ে।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক আজ নতুন নয়। চিরকাল এই দুই দেশ সৌভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করে চলেছে। তাই আজ যখন কিছু খারাপ জিনিস চোখে পড়ে তখন খুব কষ্ট হয়। আপনার পোস্ট ভীষণ ধনাত্মক একটি স্রোত তৈরি করল। সুন্দর করে লিখলেন দুই দেশের সম্পর্কের বিষয়। সুন্দর একটি পোস্ট শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ আমাদের সকলের মন মানসিকতা এমন উদার হতে হবে। যেখানে দুইটা দেশের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখা যাবে ঠিক সেভাবে চলতে হবে। কারণ মানুষ ভুল করবে আর খুব শীঘ্রই সেই ভুলের সমাধান দেখবে এটাই স্বাভাবিক। দোয়া করি যেন আবারো আগের মতো সুন্দর সম্পর্কে ফিরে আসে।

 4 months ago 

GridArt_20241204_000104449.jpg

 4 months ago 

আপনি ঠিকই বলেছেন বাংলাদেশের জন্মের সাথে ভারত জড়িত রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের অবদান আমরা কখনোই ভুলবো না। আমাদের প্রত্যেকেরই ইতিহাস জানা উচিত। ইতিহাস জানলে এই ধরনের কাজ কেউ করতে পারতো না।

 4 months ago 

সংঘাত প্রতিহিংসা বিদ্বেষ এগুলো কখনো সুখকর পরিবেশ বয়ে আনে না । বন্ধুত্বপূর্ণ আচরণই পারে সকল সমস্যার সমাধান করতে সেজন্য আমাদের চিন্তা ভাবনাকে পজিটিভলি নিয়ে সামনের দিকে এগোতে হবে । ভালো থাকুক দু দেশের সম্পর্ক।

 4 months ago 

কোনো সম্পর্ক না ভেঙে আমাদেরও উচিত ভালোবাসার মাধ্যমে সম্পর্কটা আরো বেশি শক্ত করা। যেটা বর্তমানে উচিত। কিন্তু কিছু কিছু মানুষের কারণে পরিস্থিতি অনেক খারাপ একটা পর্যায়ে এসেছে। আশা করছি খুব শীঘ্রই এগুলোর সমাধান হবে। আমাদের দেশের স্বাধীন হওয়ার পেছনে অনেক বড় অবদান রয়েছে ভারতের। তখন থেকেই তাদের সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক। আর এই সম্পর্ক ভেঙে ফেলা উচিত নয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82228.92
ETH 1642.03
USDT 1.00
SBD 0.71