অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

ai-generated-7853098_1280.jpg

source
আমাদের সমাজে, পাড়াতে বা মহল্লায় অনেক অসহায় মানুষ রয়েছে। যারা তাদের মান-সম্মানের ভয়ে, কারো কাছে হাত পেতে চায় না। এবং তাদের নিজেদেরও সামর্থ্য থাকে না, তাই এই শীতে তারা বিভিন্ন রকম কষ্ট ভোগ করে। বিশেষ করে শীতে তাদের কম্বল থাকে না এবং শীতের পোশাকও থাকে না। হয়তো তারা আর্থিকভাবে অসহায় হয়েছে। কিন্তু মানুষের কাছে তারা হাত পাতে না, এইসব অসহায় মানুষরা নিরবে তারা কষ্ট পেতে থাকে। আর আমরা এইসব মানুষদের পাশে যদি দাঁড়ায় তাহলে তাদের অনেক বড় উপকার হবে। তাই একটুখানি সহযোগিতা, একটুখানি ভালোবাসা, যদি আমরা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে তাদের অনেক ভালো লাগবে। যার কারণে আমরা বন্ধুরা মিলে প্রতি বছরই সিদ্ধান্ত নিয়ে থাকি,তাদের পাশে দাঁড়াবো।তাই আমরা নিজেরা কিছু টাকা উঠিয়ে এবং আমাদের সমাজে ধনী লোকদের কাছ থেকে কিছু টাকা উঠিয়ে এইসব অসহায় মানুষদের আমরা গোপনে দান করে থাকি। আসলে যারা কারো কাছে হাত পেতে চায় না, তারাই যেন সবচাইতে বড় অসহায় হয়ে থাকে।অভাবে তারা অসহায় কিন্তু মানসম্মানের ভয়ে তারা কারো কাছে হাত পাতেনা। এদেরকে সাহায্য করলে মহান সৃষ্টি অনেক খুশি হয়। তাই আমরা প্রতি বছরের ন্যায় এবারও বন্ধুরা মিলে ঠিক করেছি, আমরা বন্ধুরা মিলে এই সকল মানুষদের একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেবো।


তাই গতকাল আমি গ্রামের আমার বন্ধুদের নিয়ে বিকেলবেলা স্কুল মাঠে বসে,এই অসহায় মানুষদের কিভাবে সাহায্য করবো,সেটাই আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম। আমরা স্কুল জীবনের যে বন্ধুগুলো ছিলাম সকলের সাথে কথা বললাম, ১৫-২০ জনের মত হল। প্রত্যেকেই ১০০০ করে টাকা দিতে চাইলো এবং আরো কারো কাছ থেকে সাহায্য নিতে পারলে সে নেওয়া যাবে।এভাবে আমরা সকল বন্ধুরা মিলে টাকা উঠানোর পরিকল্পনা করলাম। আসলে বন্ধুরা মিলে যদি কোন উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগটি সফলতা আসবেই। তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম। আমরা এক হাজার করে দেবো এবং আমাদের আশেপাশে যারা বড় ভাইরা রয়েছে তাদের কাছ থেকে আমরা সাহায্য নেব এবং আমাদের গ্রামের যে বাজার রয়েছে সেখান থেকেও আমরা কিছু অর্থ জোগাড় করে এই সকল অসহায় মানুষদের শীতের পোশাক এবং তাদের শীতের কম্বল দেওয়ার ব্যবস্থা করব।


এই সিদ্ধান্তটি নেওয়ার পরে সকলেই একমত হল, কারণ মানুষের পাশে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমাদের দেখাদেখি সমাজ থেকে আরও অনেকেই এই কাজগুলো করবে। তবে আমরা যাদেরকে কম্বল দিব এরা অসহায়, এরা কারো কাছে হাত পাতেনা মান সম্মান এর ভয়ে। তাদের ঘরে ঘরে গিয়ে আমরা দিয়ে আসবো, কারণ সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা হাত পেতে সাহায্য নিতে পারে। তাদের অভাব থাকে না, কারণ তারা হাত পেতে চাইলেই সমাজের মানুষ তাদেরকে সাহায্য করে, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা সাহায্য চাইতে মানসম্মানের ভয় করে। তারা নিরবে কষ্ট পেতে থাকে, এই সকল মানুষদেরই আমরা টার্গেট করে তাদেরকে সাহায্য করার পরিকল্পনা করলাম।


তো আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, আজকে থেকেই টাকা উঠাবো এবং শীত জানুয়ারি মাসে আরো বেশি পড়বে, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের টাকা উঠানো শেষ হলে, আমরা শহরে গিয়ে শীতের পোশাক এবং কম্বল কিনে তাদেরকে দেবো। তাই আজকে থেকেই আমরা টাকা উঠানোর পরিকল্পনা করেছি। অবশ্য আমার দুই তিন বন্ধু টাকা দিয়ে দিয়েছে, আমরা লিস্ট করেছি আমরা।আর আমাদের এই কাজে আমাদের গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানকে জানিয়েছিলাম তারা আমাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে, বলেছে আমরাও তোমাদের পাশে থাকবো। তাদের সাপোর্ট পেয়ে আরও যেন আমাদের ভালো লাগলো।


আসলে সমাজে যদি আমরা কোন ভালো কাজ করি, সেই কাজের সাহায্য করতে সকলেই এগিয়ে আসে। আসলে ভালো কাজ করার উদ্যোগটাই মেইন। আমরা যদি সেই উদ্যোগটা প্রকাশ করি, আমরা যদি সেই কাজ একসাথে করার পরিকল্পনা করি। তাহলে সেই কাজে সফলতা আসবেই। আমাদের এই কাজকে অনেকেই সাপোর্ট করেছে এবং অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই আমরা আরো যেন আনন্দের সাথে এই কাজটি করছি। তো বন্ধুরা আমাদের সমাজে আমরা সবাই যদি একটুখানি সাহায্যর হাত বাড়িয়ে দেই। তাহলে অসহায় মানুষদের অনেক বড় উপকার আসবে। তাই আপনাদের মাঝে আজকে আমার এই অনুভূতি শেয়ার করলাম। পরবর্তীতে আমরা যে সাহায্য করেছি সেই মুহূর্তের অনুভূতি আবারো আপনাদের মাঝে শেয়ার করব। আমরা প্রত্যেকেই যদি নিজেদের মধ্যে থেকে কিছু ভালো কাজের উদ্যোগ নিয়ে এগিয়ে যাই তাহলে সেই কাজে সবাই এগিয়ে আসবে। এই অসহায় মানুষদের যদি একটুখানি সহযোগিতা করা হয়, তাহলে এই সকল অসহায় মানুষরা অনেক সুবিধা পাবে এবং তাদের কষ্ট একটু হলেও কমবে। তাই আপনার সবাই নিজেদের অবস্থা থেকে যতোটুকু পারেন সাহায্যর হাত বাড়িয়ে দিন, তাহলে এই শীতে অসহায় মানুষের অনেক উপকার হবে। 🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 3 months ago 

যেকোনো ভালো কাজে আমাদের প্রথমে উদ্যোক্তা হতে হবে। কারণ উদ্যোক্তার অভাবেই ভালো কিছু কাজ হয় না। কেউ যদি মধ্য হয়ে ভালো কোন কাজের দায়িত্ব গ্রহণ করে অবশ্যই সেখানে অনেকে সহায়তা প্রদান করতে থাকে। আপনার লেখাটা আমার কাছে অনেক ভালো লাগলো। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন।

 3 months ago 

আপনারা একটা দারুণ উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটাকে বাহবা এবং প্রশংসাযোগ্য । এভাবে যদি প্রতিটা মানুষ বুঝতে এবং চিন্তা-ভাবনা করত তাহলে আমাদের দেশে হাজার হাজার অসহায় মানুষের একটা গতি হত। যাই হোক আপনার জন্য অনেক দোয়া রইল এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

 3 months ago 

অনেক সুন্দর একটা বিষয়কে কেন্দ্র করে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভূমিকা প্রয়োজন হয় আর সেই বিশেষ ভূমিকা নেয়ার মানুষ খুবই কম রয়েছে। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।

 3 months ago 

GridArt_20241226_021742307.jpg

 3 months ago 

বাংলাদেশে কিন্তু অনেক টাকা পয়সা ওয়ালা মানুষ রয়েছে। তারা ইচ্ছা করলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। কিন্তু তার জন্য মন মানসিকতা দরকার। সমস্যা হলো আমাদের মন মানসিকতার মধ্যে মরিচিকা ধরেছে। এই শীতের মধ্যে আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82238.60
ETH 1635.86
USDT 1.00
SBD 0.71