সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

IMG-20250331-WA0146(1).jpg

প্রথমে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই পরিবারের সাথে ঈদের এই দিনটা আনন্দের সাথে উপভোগ করেছেন। আসলে দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছিলাম। এই রোজার মাসটি ছিল আমাদের মাঝে রহমতের মাস। এই মাসে আমরা আল্লাহতালা ইবাদত বন্দেগী করেছি। আর আজকের ঈদের দিনকে কেন্দ্র করে যেন এত আয়োজন। এই দিনের জন্য আমরা পুরো একটি বছর অপেক্ষা করে থাকি। মুসলমানদের সবচাইতে বড় উৎসব এই ঈদুল ফিতর ঈদের দিন। আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করি। তাইতো আজকে ঈদের দিনে কাটানো কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। পরিবারের সাথে ঈদ করার মজাটাই অন্যরকম খুবই ভালো লেগেছে আমার।

IMG-20250331-WA0152.jpg

IMG-20250331-WA0148.jpg


পবিত্র এই ঈদের দিন আমরা আনন্দের সাথে পালন করি। তাইতো শহর থেকে গ্রামে আসি। গ্রামের সকল মানুষের সাথে নামাজ আদায় করার জন্য। পরিবারের সকলেই একসাথে আমরা ঈদগাহ মাঠে যাই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাবা এবং চাচাকে জাগিয়ে দিলাম এবং একসাথে আমরা গোসল করে নতুন জামা পড়লাম। আসলে বাবার সাথে এবার ঈদটা অনেক আনন্দের সাথে আমিও উপভোগ করব। তাই তো সকলের সাথে ঈদগা যাওয়ার আগে আমি ফটোগ্রাফি করে নিলাম। আসলে এই ফটোগ্রাফি গুলোই যেন স্মৃতির পাতায় রয়ে যাবে।


IMG-20250331-WA0161.jpg

IMG-20250331-WA0144.jpg

ঈদের এই নামাজ পড়বো বলে বাবার সাথে আমি ম্যাচিং করে পাঞ্জাবি কিনেছি। আমি বাবা একই পাঞ্জাবি কিনেছি, ও একটা কথা @mahfuzur888 কিন্তু আমার বাবা হয়। বাবা ছেলে আমরা একই পরিবারের কাজ করছি এটা কিন্তু অনেক আনন্দের। অনেকেই জানে আবার অনেকেই জানে না। যাই হোক বাবার সাথে এবার ঈদটা খুবই ভালোভাবে উপভোগ করলাম।আর এই ছোট হিরো ওর নাম আরাফ ও আমার ছোট ভাই। আসলে আমরা দুই ভাই এক বোন, যার কারণে আজকে বাপ বেটারা মিলে আমরা আনন্দের সাথে কিছু ফটোগ্রাফি করে নিলাম।


IMG-20250331-WA0159.jpg

IMG-20250331-WA0155.jpg


আরাফ আসলে আমার পরিবারের ছোট, যার কারণে সকলের খুবই প্রিয়। আর ওকে এবার প্রথম আমি মাঠে নিয়ে যাব। যার কারণে অনেক বেশি আনন্দের। আর আরাফের এবারই প্রথম ঈদ। যার কারণে পরিবারের সবাই মিলে যেন আজকের এই দিনটা খুবই আনন্দের সাথে উপভোগ করব।যাইহোক আশা করছি আপনারা সবাই আজকে এই ঈদের দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। পরিবারের সবার সাথে দিনটি খুবই মজার সাথে আপনারা পালন করেছেন। তো সবাইকে আবারো জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।💖✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

আপনি এবং আপনার ফ্যামিলি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। পরিবারের সাথে ঈদ করার আনন্দই অন্যরকম। দোয়া করি সুস্থ সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান।

 9 days ago 

ঈদের দিনটি পরিবারের সঙ্গে কাটানোর আনন্দ সত্যিই অমূল্য। বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুবই মধুর এবং স্মরণীয় হয়ে থাকে। আপনার ছবিগুলো সত্যিই সুন্দর এবং ঈদের আনন্দের অনুভূতি আরও বেড়ে গেছে। ঈদ মোবারক, আপনার পরিবারের সকলকে শুভেচ্ছা!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79675.04
ETH 1522.47
USDT 1.00
SBD 0.82