দৈনন্দিন জীবনের ঘটনা। পর্ব: ১৬
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দৈনন্দিন জীবনের ঘটনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমাদের জীবনে আমরা প্রতিদিন এমন কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেটি এর আগে অনেকবার হয়েছিলাম। আসলে এই সমস্যা গুলো প্রায় দিন দিন বেড়েই চলেছে। কেননা আমাদের সমাজে এখন ভালো লোকের খুবই অভাব। আসলে বর্তমান সময়ে আমরা বিভিন্ন কিছু কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আসলে এই জিনিসগুলো আমাদের সবার সাথে সবসময় হয়ে থাকে। বর্তমান সময়ে আমরা একটা জিনিসের দাম বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম দেখতে পাই। আসলে সৎ দোকানদার গুলো সব সময় সকল জিনিসের দাম সঠিক নেওয়ার চেষ্টা করে। যেহেতু কিছুদিন আগে আমি আমার বাড়ির ব্যবহারের জন্য দুটো স্টিলের জলের বোতল কিনেছিলাম। আসলে বর্তমান সময়ে প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি বেড়ে চলেছে। আর প্লাস্টিক বোতলে জল খাওয়া কিন্তু মোটেও ভালো নয়।
যেহেতু দুই সপ্তাহ আগে আমি দুটো জলের বোতল কিনেছিলাম তাই জলের বোতলের দাম আমার জানা ছিল। আসলে যে দোকান থেকে আমি জলের বোতলটি কিনেছিলাম সেখানে পরবর্তীতে সেই একই ধরনের জলের বোতল আর মোটেও ছিল না। তাই আমি অন্যান্য দোকানে সেই একই ধরনের জলের বোতল খুঁজতে বের হলাম। আসলে সেই দোকানের পাশে অন্য আরেকটি দোকান ছিল। তাই দোকানদার বলল যে তুমি ওই দোকানে গেলে ঠিক একই রকম জলের বোতল পেতে পারো। তাই আমি সেই পুরনো জলের বোতলটি নিয়ে ওই দোকানদারকে গিয়ে দেখলাম এবং ওই দোকানদার আমাকে ঠিক একই রকম একটি জলের বোতল দেখালেন। যাই হোক যেহেতু আমার ওই জলের বোতলের দামটি জানা তাই আমি ওনাকে মানিব্যাগ থেকে ঠিক একই পরিমাণ টাকা বের করে দিলাম।
আসলে দোকানদারকে যখন আমি টাকা দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম। কেননা উনি আমার কাছে ওই জলের বোতলের দাম আরো ৫০ টাকা বেশি চাইলে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি এক সপ্তাহ আগে এই জলের বোতলটি কিনেছি। তখন ওই জলের বোতলের দাম এত বেশি ছিল না। আসলে উনি বললেন যে এই সপ্তাহের ভিতর এই জলের বোতলের দাম আরো বেশি বেড়ে গেছে। যেহেতু পূর্বের জলের বোতলটি আমার কাছে ছিল এবং সেটি যে প্যাকেটে ছিল সেটিও আমার কাছে ছিল। তাই আমি পরবর্তীতে ওই জলের বোতলটির প্যাকেটের দাম এবং নতুন জলের বোতলের প্যাকেটের দাম মিলিয়ে দেখলাম। আসলে প্যাকেটের গায়ে দামের কোন পার্থক্য আমি দেখতে পেলাম না। যেহেতু প্রতিটা ব্র্যান্ডেড জিনিসের প্যাকেটের গায়ে যে দাম থাকে সেই দামের থেকে বেশি মূল্য কখনোই নেওয়া যায় না।
আসলে প্রত্যেকটি জিনিসের গায়ে সব সময় ম্যাক্সিমাম দাম লেখা থাকে। আপনাকে ওই দামের ভিতরে সব কিছু বিক্রি করতে হবে। তখন আমি দোকানদারকে আমার সেই পুরনো জলের বোতলের প্যাকেটে দামটি দেখালাম এবং নতুন বোতলের প্যাকেটটি দেখে বললাম যে এখানে দামের কোন পার্থক্য নেই। আসলে দোকানদার আমার কাছ থেকে প্যাকেটের দামের থেকে বেশি দামে নেওয়ার চেষ্টা করলেন। তখন আমি দোকানদারকে বললাম যে আপনি এই প্যাকেটের গায়ে যে দাম লেখা রয়েছে সেই দামের বেশি দামে আপনি এটি বিক্রি করতে পারেন না এবং এটি আইনত অপরাধ। আমি বললাম যে আপনি আমাকে আপনার দামে জলের বোতলটি দিতে পারেন কিন্তু আমাকে সাথে করে মেমো দিতে হবে। অর্থাৎ যেখানে লেখা থাকবে আপনি জলের বোতলটি এত দাম বিক্রি করেছেন। আসলে দোকানদার একটু ভয় পেয়ে গেল এবং সে মেমো দিতে মোটেও রাজি হল না। তাই সে সেই ন্যায্য দামে বোতলটি আমাকে দিতে বাধ্য থাকলো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
পোস্ট টা অনেক সুন্দর হয়েছে লেখা গুলো সাজিয়ে লিখেছেন পড়তে বুঝতে পারছি অনেক ভালো লাগছে আগিয়ে যাও।