খাল,বিল,নদীগুলো এখন ধ্বংসের পথে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খাল,বিল,নদীগুলো এখন ধ্বংস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের এই দেশ হলো নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আমরা জন্মগ্রহণ করে সত্যিই নিজেদেরকে ধন্য মনে করি। আসলে এই নদীমাতৃক দেশে রয়েছে বিভিন্ন ধরনের খাল, বিল। আমরা ছোটবেলায় দেখতাম যে মাঠের পর মাঠ বিল রয়েছে। আর সেই বিলগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। এছাড়াও গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে যেত সেটির কিন্তু অনেক বড় ছিল। আর গ্রামের মানুষ গুলো সেই সব নদী এবং খাল থেকে বিভিন্ন ধরনের মাছ শিকার করত। এছাড়াও মৎস্যজীবী যারা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি আনন্দের দিন কাটাতো। কেননা তারা সারা বছর নদী নালা থেকে মাছ শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। এছাড়াও এইসব নদী নালা গুলোতে মাছের পরিমাণ ছিল তুলনামূলক হারে অনেক বেশি। এছাড়াও বিলগুলোতে বর্ষার সময় জলে পরিপূর্ণ হয়ে যেত।


আসলে এইসব নদী-নালা এবং বিলগুলোতে ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা দেখা যেত। আসলে এই বিলগুলোর মধ্য দিয়ে আমরা মাছ এবং শাপলা নিয়ে আসতাম। আসলে এখন দিন দিন এই বিল এবং নদী-নালা গুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কেননা আগের সময় আপনি যে বড় নদী এবং খাল দেখতে পেতেন সেই বড় নদী এবং খাল এখন আর আমরা কখনোই দেখতে পাই না। এছাড়াও বিলগুলো এখন বড় বড় পুকুরে পরিণত হয়েছে। কেননা মানুষ এই বিলগুলো ধ্বংস করে সেখানে নিজেদের ব্যক্তিগত মাছ চাষের জন্য ছোট বড় অনেক পুকুর তৈরি করে। আসলে এই বিল এবং নদীর ধ্বংসের ফলে মাছের পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে। কেননা এই নদী-নালা এবং বিলের পরিমান কমে যাওয়ার ফলে মাছের বসবাসের অনুকূল জায়গাগুলো কমে যাচ্ছে।


এছাড়াও মানুষ যেভাবে খাল বন্ধ করে দুই পাশে বসতবাড়ি গড়ে তুলছে তার ফলে কিন্তু খালের পরিমাণ ছোট হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে যেখানে এর আগে অনেক বড় নদী এবং খাল ছিল তা কিন্তু বর্তমানে আর দেখতে পাওয়া যায় না। সেই জায়গাটা পুরো শুকিয়ে গিয়েছে। আসলে এভাবে যদি নদী নালা এবং খাল বিলগুলো ধ্বংস হয়ে যায় তাহলে মাছের সংখ্যা যেমন একদিক থেকে কমে যাবে তেমনি চাষাবাদের জমিগুলো অনেক বেশি কমে যাবে। কেননা চাষবাসের জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণ জল। আরে চাষাবাদের জলের জন্য মানুষ এইসব নদী-নালা এবং খাল বিল থেকে জল সেচ দিয়ে জমিতে দিয়ে দেয়। কিন্তু সেই নদী-নালা, খাল বিলগুলো ধ্বংস হয়ে যাবার ফলে জলের পরিমাণ একদিক থেকে কমে যাচ্ছে। আর এর ফলে ফসলের উৎপাদনে অনেক বেশি কমে যাচ্ছে।


তাইতো আমাদের সবার উচিত যে এই নদী-নালা, খাল বিল গুলো আমাদের অবশ্যই সংরক্ষণ করা। কেননা আমরা যদি এখনো এইসব নদী-নালা খাল বিলের প্রয়োজনীয়তা না বুঝতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এর জন্য আমাদের অনেক বেশি বড় ক্ষতি হয়ে যাবে। এছাড়া এখন দেখছি সরকার এই নদী নালা এবং খাল বিল গুলোর পুনরায় সংশোধন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আসলে এই নদী নালা এবং খাল বিলগুলো হলো আমাদের দেশের প্রাণ। আর এজন্য আমরা যাতে এগুলো এই নদী নালা খাল বিলগুলো নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবা। এর ফলে আমরা একদিক থেকে মাছের জায়গার পরিমাণ বৃদ্ধি করতে পারবো তেমনি অন্য দিক থেকে আমাদের কৃষি ক্ষেত্রে আর উন্নতি করতে পারবো। তাইতো এই নদী-নালা এবং খাল বিল গুলো রক্ষার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 83360.21
ETH 1547.14
USDT 1.00
SBD 0.82