অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
মানুষ বড়ই স্বার্থপর। কেননা এই পৃথিবীতে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কখনো অন্যের কোন স্বার্থ দেখেনা। আসলে নিজের প্রয়োজনগুলো যখন মিটে যায় তখন আমরা সব সময় নিজেদের মতো একাকী থাকতে চেষ্টা করি। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে আমরা যখন দেখি যে একজন সাধারণ মানুষের উপর অন্য একজন মানুষ সবসময় অত্যাচার করছে তাহলে আমরা সেখানে কখনো কোনো প্রতিবাদ করি না। কেননা সেই মানুষগুলো আমাদের সাথে তো খারাপ ব্যবহার করছে না। আসলে এটা আমাদের সবার একটা ভুল ধারণা। কেননা আমরা যদি দেখি যে আমরা অন্য কোন ব্যক্তির উপর কোন মানুষ অন্যায় অত্যাচার করছে তাহলে একদিন না একদিন সেই ব্যক্তি কিন্তু আমাদের উপরও বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করতে পারে। যে জিনিসটাকে আজকে আমরা প্রশ্রয় দেবো সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে আমাদের জীবনে হতে পারে।
আসলে এসব জিনিস চিন্তা ভাবনা করে কখনো যদি আমরা কোথাও কোন অন্যায় দেখতে পাই তাহলে সেখানে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ জানাতে হবে। আসলে কোন একজন ব্যক্তি যখন অন্যায় করতে শুরু করে তখন কিন্তু সে এক প্রথম অবস্থাতে বড় কোন অন্যায় করে না। আসলে ছোট ছোট অন্যায় করতে করতে সেই অন্যায়ের আকারটা অনেক বেশি বড় আকার ধারণ করে এবং পরবর্তীতে তারা সবার উপর অন্যায় অত্যাচার করে। আসলে আমরা যদি প্রথম দিক থেকে এসব খারাপ মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে পরবর্তীতে এসব মানুষের আর কখনো কারো সাথে অন্যায় অত্যাচার করবে না। আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন দেশে দেখতে পাই যে সেখানে এখনো মানুষ বিভিন্ন অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে।
কিন্তু মানুষের যখন নিজেদের জীবনে কোন কিছু ঘটে তখন মানুষ সচেতন হয়। আসলে যতক্ষণ নিজেদের জীবনে কোন রকমের সমস্যা না আসে ততক্ষণ মানুষ চুপ থাকে। কিন্তু যদি আমরা এভাবে চুপ থেকে যাই তাহলে আমাদের দেশটা সব সময় অধঃপতনের দিকে ধাবিত হবে। এজন্য আমাদের সবার উচিত কোন খারাপ ব্যক্তি যদি সাধারন মানুষের উপরে অন্যায় অত্যাচার করে তাহলে তাদেরকে রক্ষা করতে হবে এবং সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আসলে সরকারের একার পক্ষে এত বিশাল জনসংখ্যার দেশে সবাইকে কন্ট্রোল করা মোটেও সম্ভব নয়। আসলে এজন্য আমরা একটা দেশে বসবাস করেও ছোট ছোট সমাজে বিভক্ত হয়ে সেখানে বসবাস করতে চেষ্টা করি এবং একে অন্যের সাহায্যে এগিয়ে আসি। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে মিশে থাকতে পারি তাহলে কোন কিছু আমাদের ক্ষতি করতে পারবে না।
আর এজন্য আমরা কখনো কোন অন্যায়ের বিরুদ্ধে কখনো চুপচাপ বসে থাকবো না। এভাবে যদি সবাই মিলে আমরা দলবদ্ধভাবে বসবাস করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি তাহলে দেখবেন যে আমাদের সমাজ থেকে এই অন্যায় যারা করে সেসব ব্যক্তিরা নিশ্চুপ হয়ে যাবে এবং তারা পরবর্তীতে কারো উপর কোন রকমের অন্যায় অত্যাচার করতে দুইবার চিন্তা করবে। এজন্য আমাদের সব সময় সর্বপ্রথম এক জায়গায় থেকে একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। আসলে এই পৃথিবীতে আমরা যে জিনিসটাকে প্রশ্রয় দেবো সেই জিনিসটা কিন্তু কখনো কমবে না বরং দিন দিন বাড়তে থাকবে। এজন্য সবাই মিলে আগে এই স্বার্থপর মন-মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আর এভাবে আমরা এমন একটা সমাজ গঠন করতে পারব যে সমাজের কোন মানুষ কোন রকম অন্যায় অত্যাচারের শিকার হবে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
একদম বাস্তব একটা কথা তুলে ধরেছেন। আসলেই আমাদের সাথে যতদিন না কোন কিছু না ঘটে ততদিন আমরা প্রতিবাদ করিনা।আর আমাদের প্রতিবাদের চক্ষুও খুলে না। অন্যের উপরে যদি অন্যায় হয় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু নিজের উপরে যদি কোন অন্যায় হয় তখন দেখা যায় নিজেরা ঝাঁপিয়ে পড়ি। মূলত প্রতিটা ক্ষেত্রেই ঝাঁপিয়ে পড়া উচিত। ধন্যবাদ দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।
সমাজে এরকম অহরহর আমরা দেখতে পাই যে অন্যের সাথে অন্যায় করলে তখন সবাই চেয়ে চেয়ে দেখে। তবে নিজের সাথে অন্যায় করতে গেলে বিন্দু পরিমাণ ছাড় দেয় না এবং তখন তার প্রতিবাদ জাগ্রত হয়। যাইহোক ভালো ছিল।
একদম ঠিক বলেছেন আপনি, অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে দিনদিন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম বেড়ে যাবে। একটা সময় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, অন্যায় অপরাধ কমে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।