অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সব সময় বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে। আর এই অন্যায় কাজ করার জন্য তাকে মানুষ সব সময় ভয় পায় এবং তার সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে চায় না। আসলে আমরা যদি এসব অন্যায়কারী লোকেদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলি তাহলে কিন্তু তারা পরবর্তীতে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। কেননা এইসব লোকেরা সব সময় চেষ্টা করে যাতে অন্যান্য লোকেদের ক্ষতি করা যায় এবং সুযোগ পেলে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া যায়। আসলে মানুষ যখন কোন অন্যায়কে প্রশ্রয় দেয় তাহলে সেই অন্যায় কিন্তু কমে যাওয়ার বদলে সব সময় বাড়তে থাকে। আসলে আপনি একটা জিনিস দেখছেন যে আপনার চোখের সামনে অন্য লোকটি অন্যায় করছে এবং আপনি মোটেও কোন প্রতিবাদ করছেন না। তাহলে লোকটির সাহস কিন্তু অনেক বেড়ে যাবে।
যে জিনিসটা আজ অন্যের সাথে হচ্ছে সেই জিনিসটা কিন্তু কয়েকদিন পর আপনার সাথেও হতে পারে। আসলে আমরা আজ অন্যের বেলায় সব সময় চুপ। কিন্তু নিজের বেলায় কি করবেন তা ভেবে দেখুন তো একবার। কেননা এই পৃথিবীতে মানুষকে আপনি যে সুযোগটা দেবেন সেই মানুষটা কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে। এই পৃথিবীতে এখন ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি এবং এই খারাপ মানুষগুলো সব সময় চেষ্টা করে কি করে এইসব সাধারণ মানুষের কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া যায়। এছাড়াও তাদের মন-মানসিকতা সব সময় নিচু প্রকৃতির হয়ে থাকে। কেননা তারা কখনো মানুষকে মানুষ বলে গণ্য করে না এবং মানুষদেরকে কি করে ছোট করবে সেই বিষয়ে সবসময় চিন্তাভাবনা করে। কিন্তু আমরা এসব লোকেদেরকে কখনো প্রাধান্য দেব না।
কেননা আমরা যদি খারাপ লোকেদেরকে একটু সমাদর করি তাহলে এইসব খারাপ লোকেরা মনে করবে যে সবাই তাদেরকে ভয় পায় এবং এর ফলে তাদের খারাপ কাজের পরিমাণ আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আসলে এখানে কিন্তু আমরা কোন একটা জিনিস কমার বদলে বরং বাড়িয়ে দিলাম। তাইতো আমরা সমাজে এমন একটা দল গঠন করব যারা কিনা কোন অন্যায় অত্যাচার দেখলে সাথে সাথে সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। কেননা যারা অন্যায় অত্যাচার করে তারা কিন্তু সংখ্যায় অল্প থাকে না এবং তাদের শক্তি অনেক বেশি থাকে। কিন্তু আমরা যদি সবাই মিলেমিশে একসাথে তাদের প্রতিবাদ করতে পারি তাহলে কিন্তু তারা দ্বিতীয়বার অন্যায় কাজ করার কোন ধরনের চিন্তাভাবনা আর মাথায় আনবে না। আর এর ফলে তারা পিছনের দিকে হাঁটতে বাধ্য থাকবে।
তাইতো আমাদেরকে অবশ্যই প্রতিবাদী হতে হবে। আসলে আমরা যদি প্রতিবাদী হতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে তারাও কিন্তু ভীতু হয়ে যাবে। আর ভীতু লোকেদের এই পৃথিবীতে বেঁচে থাকা বড় কঠিন। আর আমরা যদি নিজেরা কোন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে তারাও কিন্তু বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে। আর এভাবে তারা একসময় এই পৃথিবী থেকে এইসব অন্যায় অত্যাচার কারী লোকেদের সংখ্যা একদম কমিয়ে আনতে পারবে। আসলে আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে এবং এই অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এভাবে আমরা এইসব অন্যায় অত্যাচার সমাজ থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিতে পারব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
অন্যায়কে যত বেশি প্রশ্রয় দেয়া যাবে অন্যায়ের মাত্রাটা তত বেশি বৃদ্ধি পাবে। আর অন্যায়ের বিরুদ্ধে যত বেশি প্রতিবাদ করা যাবে আমাদের সমাজ বা দেশ থেকে অন্যায়ের মাত্রাটা তত কমে যাবে। তাই অবশ্যই আমাদেরকে অন্যায় করা থেকে বিরত থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সব সময় জোরালোভাবে সোচ্চার থাকতে হবে। যাহোক অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যালো বন্ধু, চমৎকার পোস্ট, খুব আকর্ষণীয় এবং আরো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত
একেবারে যথার্থ বলেছেন, অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ এতে করে অন্যায় অপকর্ম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত সবসময় অন্যায়ের প্রতিবাদ করা। একা একা প্রতিবাদ করতে না পারলে, সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাপকে এবং অন্যায়কে সমাদার করা মানেই হচ্ছে আপনি নিজেও সেই পাপের বা অন্যায়ের সমান ভাগিদার। আর এই সকল অন্যায়কারী লোকদের প্রশ্রয় দিলে তারা মাথায় উঠে বসে। যে অন্যায়টা আজ অন্যের সাথে হচ্ছে সেটা আপনার সাথেও হতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তবেই আমরা এই অন্যায়কে সমাজ থেকে বিলুপ্ত করতে পারবো।