মিথ্যা সব সময় দূরত্ব বাড়ায়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মিথ্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


kowtow-1749358_1280.jpg



লিংক

এই পৃথিবীতে মানুষ মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে। কেননা আমরা যদি অন্য মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় না রেখে বসবাস করি তাহলে আমরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না। আসলে একটা মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা যতটা কঠিন ততটা সহজ কিন্তু তাদের সাথে সম্পর্ক ভেঙে ফেলা। অর্থাৎ আপনি সারা জীবন ধরে একটা মানুষের সাথে ভালো সম্পর্ক করে যাচ্ছেন এবং তাদের উপকার করে যাচ্ছেন। কিন্তু আপনি কোন একটা সময় যদি আপনার এই সম্পর্কে মিথ্যা প্রতিশ্রুতি চলে আসে তখন কিন্তু আপনাদের দূরত্ব অটোমেটিক বেড়ে যাবে। আসলে মিথ্যা কথা যেখানে রয়েছে সেখানে কোন সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। এই জিনিসটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে।


বর্তমানে এখন আমরা দেখি যে সব মানুষ তাদের সম্পর্কের ভিতর মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু একটা সম্পর্কের ভিতরে যখন মিথ্যা চলে আসে তখন সেই মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা অটোমেটিক চলে আসবে। কিন্তু আমরা অনেকে জানি যে ভালোবাসার ক্ষেত্রে কখনো মিথ্যার আশ্রয় নিতে নেই। একটা মানুষ একটা মানুষকে যতই গভীরভাবে ভালোবাসুক না কেন সেই ভালোবাসায় যদি কখনো তারা মিথ্যার ছোঁয়া পেয়েছে তাহলে সেখানে ভালোবাসা আস্তে আস্তে কমে যেতে শুরু করে। আসলে একটা জিনিস আমরা সবাই জানি যে বিশ্বাস এমন একটা জিনিস সেই জিনিসটা একবার ভেঙে গেলে সেই বিশ্বাস আর কখনো জোড়া লাগানো যায় না। ঠিক তেমনি যখন কোন সম্পর্কের ভিতরে একবার মিথ্যা চলে আসে তখন সে সম্পর্ক আর বেশি দিন ভালো থাকে না।


আসলে এখন বর্তমান সময়ে মানুষ এতই মিথ্যা কথা বলে যে এতে করে আস্তে আস্তে কিন্তু মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। মানুষ এখন মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। কেননা মানুষ যেভাবে মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণিত করে দেখায় এতে করে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই। আসলে এখনকার মানুষ অনেক বেশি চালাক আগেকার মানুষ অপেক্ষা। কেননা তারা এমনভাবে আপনার কাছে মিথ্যা কথাকে সাজিয়ে গুছিয়ে বলবে আপনি সেই কথাটাকেই বিশ্বাস করে নেবেন। তাইতো এখন দিন দিন মানুষের প্রতি মানুষের ভালোবাসা উঠে যাচ্ছে এবং মানুষকে বিশ্বাস করার মত মন মানসিকতা মানুষ দিন দিন হারিয়ে ফেলছে। আসলে এটি কিন্তু আমাদের কখনো দোষ নয়। আমরা যদি সর্বদা সত্য কথা বলে তাহলে সেখানে সম্পর্ক সবসময় ভালো থাকবে।


কেননা মিথ্যা কখনো সুন্দর পরিণতি আনতে পারে না। অর্থাৎ আপনি যতই আপনার প্রিয় মানুষগুলোর কাছে মিথ্যা কথা লুকিয়ে রাখেন কিন্তু একদিন না একদিন সেই মিথ্যা কথা অটোমেটিক বেরিয়ে আসবে এবং আপনার সারা জীবনের সেই সুসম্পর্ক নিমিষেই নষ্ট হয়ে যাবে। আর এজন্য আমরা যতই অন্যায় অপরাধ করি না কেন আমরা কখনো সেই অন্যায়কে ঢাকার জন্য কোন ধরনের মিথ্যা কথা বলবো না। আসলে সত্য কথা যদি বলে আমরা ক্ষণিক সময়ের জন্য শাস্তি পাই তাহলে সেই শাস্তি কিন্তু অনেক বেশি ভালো। আর আমরা যদি মিথ্যা কথা বলে আমাদের সেই শাস্তিটাকে আমরা এড়িয়ে যেতে চেষ্টা করি তাহলে সেই সময় আমরা শাস্তি না পেলেও আস্তে আস্তে পরবর্তীতে আমরা এমন শাস্তি পাব যা সেই সময়ের শাস্তি থেকে কয়েক গুণ বেশি। তাইতো আমরা কখনো মিথ্যা কথা বলবো না এবং সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 days ago 

হ্যাঁ মিথ্যা মানুষকে অবিশ্বাস আর সন্দেহের কারণ হিসাবে চিহ্নিত করে ফেলে। এজন্য একে অপরের থেকে দ্রুত সৃষ্টি করতে পারে খুব সহজে। তাই মিথ্যা থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 83811.00
ETH 1979.74
USDT 1.00
SBD 0.77