🥰 " হঠাৎ সুসংবাদে খুশীর আমেজ "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নানা বিষয়ের উপর পোস্ট শেয়ার করে থাকি।যদিও ব্যস্ত সময় পার করছি।তারপরেও আপনাদের মাঝে এসে নিজের অনুভুতি গুলো শেয়ার না করতে পারলে ভালো লাগে না।তাই আজ একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
হঠাৎ সুসংবাদে খুশীর আমেজঃ
বন্ধুরা,আজ জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে চলে এলাম।বিগত দুই মাস ধরে এতো বেশী কষ্টে আছি আব্বুকে নিয়ে তা আর কি বলবো।আব্বু আজ ভালো তো কাল ভালো নেই।আর তাছাড়া চারপাশের পরিবেশ পরিস্থিতি ও বলে দিচ্ছে সময়টা খারাপ।কোথাও কোন সুখবর ও শুনতে পাচ্ছি না।মনটা একদম বিষন্নতায় যেনো ছেয়ে গেছে।চারপাশের মানুষ গুলো কেউ যেনো ভালো নেই।সবার মাঝে অস্থিরতা বিরাজ করছে।এমতাবস্থায় কিভাবে নিজেকে ভালো রাখা যায় আমার ঠিক জানা নেই।সারাদিন ঘর,হাসপাতাল,রান্নাবান্না করে রাতে লিখতে বসে গেলাম আজকের অনুভূতিটুকু।
সত্যি কথা বলতে এতো এতো মন খারাপের মাঝে থেকে আজ সকালে যখন এনাউন্সমেন্টে ছোট দিদির দেয়া খবরটি পড়ি তখন মনটা হঠাৎ করেই যেনো ভালো লাগায় ভরে উঠলো।আমাদের শ্রদ্ধেয় @rme দাদা ও বড় দিদির দ্বিতীয়বারের মতো পুত্র সন্তান হয়েছে।এই খবরটি দেখে এতোটাই ভালো লেগেছিল যে এখন সেই অনুভূতিটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চলেও এলাম।আমি মনে করি আনন্দটুকু সবার মাঝে ভাগ করে নিলে এটা দিগুন হয়ে যায়।আশাকরি আমার মতো আপনারা ও একই রকম আনন্দিত হয়েছেন।মা ও সন্তান দুজনেই ভালো আছেন জেনে আরো বেশী ভালো লাগলো। দিনকাল যা পরেছে চারিদিকে শুধু খারাপ খবরে ভরা।হঠাৎ এমন একটি সুসংবাদ শুনে মনটা আনন্দে ভরে উঠল।দোয়া করি মায়ের কোল জুড়ে ও বাবার চোখের মনি হয়ে থাকবে দাদার দুই পুত্র সন্তান।
এতোদিনে টিনটিন বাবু একজন খেলার সাথী পেয়েছে।দুই ভাই যেনো মা-বাবার আদর্শে বেড়ে উঠে।সুস্থ,সুন্দর জীবন কাটাতে পারে এমনটাই কামনা করি।দুই ভাই দুই জনের মনের মতো হয়ে থাকবে এমনটাই আশাকরি।ধীরে ধীরে দাদার পরিবার বড় হয়ে উঠছে।পরিবার পরিজন নিয়ে দাদা যেনো আনন্দে দিন কাটাতে পারে এমনটাই চাই।আপনারা ও সবাই এই নবজাতক ও বড় দিদির জন্য দোয়া করবেন।দুজনেই যেনো নিরাপদে থাকে,ভালো থাকে।আমার তরফ থেকে রইলো অনেক দোয়া আর ভালোবাসা।
আজকে মনটা সারাদিন ই ভালো কাটলো আনন্দের খবরটি পেয়ে।সেই অনুভূতি টুকু আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আমিও আজ সারাদিন ব্যস্ত সময় পার করেছি।প্রায় ৬টায় আমি সংবাদ্টি শুনে বেশ আনন্দিত হলাম। আসলেই আপু চারদিকে কোন সুসংবাদ নেই। এতো খারাপের মধ্যেই এই সুসংবাদটি শুনে বেশ ভালো লাগলো। আরও বেশি ভালো লাগলো যে বৌদি ও বাচ্চা দু;জনেই সুস্থ আছে। নবজাতক ও বৌদির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
ধন্যবাদ আপু।
আমাদের স্নেহের টিনটিন বাবুর ভাই হয়েছে জেনে খুব খুশি হলাম। এটা সত্যি আমাদের জন্য খুব আনন্দের বিষয়। বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে ও।
যখন জানতে পেলাম টিন টিন বাবুর আরেকটি ভাই হয়েছে তখন অনেক ভালো লাগছিল ।পরিবারের নতুন কেউ আসার কথা শুনলে অনেক ভালো লাগে। দোয়া করি টিন টিন বাবুর ছোট ভাই যেন ভালো থাকে। আমাদের ছোট সোনামণির জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু।