😊 " সততা হচ্ছে একটি মানবিক গুণ।যা কিনা টাকা-পয়সা দিয়ে অর্জন করা যায় না "

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নানা বিষয়ের উপর পোস্ট শেয়ার করে থাকি।যদিও সময়টা কষ্টে কাটছে।তবু ও আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

সততা হচ্ছে একটি মানবিক গুণ।যা কিনা টাকা-পয়সা দিয়ে অর্জন করা যায় নাঃ



ছেলেবেলায় শীতকালের কিছু স্মৃতি_20241122_174938_0000.jpg

কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকে একটি জেনারেল রাইটিং ব্লগ শেয়ার করতে চলে এলাম।আপনারা সবাই হয়তো জানেন আমার বাবা কিছুদিন আগে ই মারা গিয়েছেন।বাবার কথা প্রতি মূহুর্তে আমার মনে পরে মনটা ভার ভার হয়ে যাচ্ছে।চিরন্তন সত্যি আর ঘটবে জেনেও মনটাকে বোঝাতে পারিনা।বাবা-মা পরম আদরের সব সন্তানের কাছেই।সেই বাবা-মায়ের কাছ থেকেই প্রতিটি সন্তান শিক্ষা পেয়ে পেয়ে বড় হয়ে উঠে।যেকোনো শিক্ষা যদি ছেলেবেলা থেকে সন্তানদেরকে দেওয়া হয়।সেই সন্তানরা একেক জন আর্দশবান হয়েই গড়ে উঠে।

আমার ব্লগিং লেখার আজকের বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনে নিয়েছেন।আসলে একজন মানুষ মানবিক গুণে গুণান্বিত কিন্তু একদিনে হয় না।মানবিক গুণ যেকোনো মানুষের মধ্যে ছেলেবেলা থেকে ছোট
চারা গাছোর মতো করে ভেতরে ভেতরে বড় হতে থাকে।ছোট থেকে মানুষ যখন বড় হয় তখন তার ভেতরের গুণ গুলো ও প্রসারিত হতে থাকে।তাই বলা যায় কারো কাছে অনেক বেশী টাকা-পয়সা হলেই সেই মানুষটি কিন্তু মানবিক গুণের অধিকারী হতে পারে না।এরজন্য দরকার তার পরিবারের শিক্ষা।একটি সন্তান বেড়ে উঠে তার পরিবারে।সেই পরিবারের সবার উচিত শিশুটিকে ছেলেবেলা থেকেই মানবিক গুণ সম্পন্ন করে গড়ে তোলা।

যেমন একটি উদাহরণ আমি সব সময় ই আমার সন্তানকে বলি।কোথাও গেলে যদি দেখো স্বর্ণ পরে আছে পথে।তবুও সেটা হাত দিয়ে ধরবে না।যার ই হোক তোমার তো নয়।তাই ওটা ধরা থেকে নিজেকে বিরত রাখতে হবে।অন্য কেউ ধরে ধরুক কিন্তু তুমি নয়।এটা একটি মানবিক গুণ। অন্যের কোন জিনিস না ধরা।এখানে লোভকেও সংবরন করতে বলা হলো।সবচেয়ে বড় কথা লোভী হওয়া যাবে না।এই লোভ মানুষ কে ধ্বংস করে।লোভ মানুষের সততাকে নষ্ট করে।

এর মতো আরো অনেক ছোট-বড় উদাহরন আমি দিয়ে থাকি।আর তা হলো কখনো মিথ্যা কথা বলবে না।সত্যি কথা বলে মরে গেলেও শান্তি।আর তাই কখনও এমন কাজ করবে না যাতে তোমায় মিথ্যা বলতে হয়।মিথ্যা কথা মানুষ কে ধ্বংস করে।এমন আরো অনেক বিষয় আছে যা মানুষের সততাকে নষ্ট করে দেয়।আর এই সততা না থাকলে টাকা-পয়সা দিয়ে ও কেনা সম্ভব নয়।

আর এজন্য প্রতিটি মানুষের উচিত নিজের মধ্যে মানবিক গুণাবলী গুলো অর্জন করা।নয়ত একজন মানুষ কে আপনি মানবিক মানুষ বলতে পারবেন না।সেই মানুষটির যতই টাকা-পয়সা থাকুক না কেন তাকে মানবিক করে তোলা একেবারেই সম্ভব নয়।আমাদের সমাজে কিংবা আশে-পাশে এমন অনেক মানুষ আছেন যাদের টাকা-পয়সার কোন কমতি নেই।কমতি আছে শুধু সততার।সততার পুরষ্কার সবাই পাবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছ থেকে।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে সত্যবাদীতার জন্য আলামিন নামে আখ্যায়িত করা হয়েছিল।আমরা কেন সেই নবীর উম্মত হয়ে নিজেদেরকে সত্যবাদী করে গড়ে তুলবো না।সততা হচ্ছে মানবিক একটি গুণ।আমরা সবাই নিজেদেরকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবো।

একজন মানুষ আছে যার কিনা সততা আছে। অন্য দিকে একজন মানুষ আছেন তার প্রচুর টাকা-পয়সা আছে।আপনি বলুন কোন মানুষটিকে আপনি মানবিক মানুষ হিসেবে বেছে নেবেন?? অবশ্যই যে মানুষটি সততার উদাহরন হয়ে আছে তাকেই।কিন্তু এমন একদল মানুষ আছেন যারা টাকা-পয়সা আছে এমন মানুষটিকেই বেছে নেবেন মানবিক মানুষ ভেবে।কিন্তু দিনশেষে সততার জয় সর্বত্রই হয় এটা দেখতে পারবেন সকলেই।তাই টাকা-পয়সা দেখে তাকে বেছে না নিয়ে সততায় সমৃদ্ধ মানুষটিকে আমাদের বেছে নিতে হবে।টাকা-পয়সা নয় বরং সততা দিয়ে ই একজন মানুষ মানবিক হয়ে গড়ে উঠেন।

আজ মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

Untitled_design.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...kDi15WZZPbANXygF3SVKwZdVkuwRf1htbPVitjLviFeQQ5eKMhH7ZDZC5Zc1bZgHsniavKZa7QvEZdSVX1rP9UhKEvgek6idjzh2X6gci8Zajbp5FqmxK9TKBC.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 
 3 months ago 

একজন মানুষের জীবনে সততা অনেক গুরুত্বপূর্ণ। অনেক টাকা পয়সা দিয়েও কখনো সততা কেনা যায় না। এটা মানুষের গুরুত্বপূর্ণ একটি গুন। দারুন লিখেছেন আপু। অনেক ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে।

 3 months ago 

মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

IMG_20241122_190929.jpg

 3 months ago 

আসলে আপু লোভ মানুষকে ধ্বংস করে
আমাদের সবার আগে লোভ লালসা ত্যাগ করা উচিত। আর টাকা পয়সা যতই থাক না কেন মিথ্যাকে কেউ পছন্দ করে না।আর সন্তানরা বাবা মার আদর্শে গড়ে ওঠে। বেশ ভালো লিখেছেন।

 3 months ago 

লোভ সত্যিই মানুষের ধ্বংস ডেকে আনে।মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপনার কথাগুলোর সাথে সহমত পোষণ করছি।
সততা এমন একটি গুন যা টাকা দিয়ে কোনদিন কেনা সম্ভব নয়।
অসৎ লোক হয়তো সাময়িক এগিয়ে যেতে পারে কিন্তু একটা সময় চরম বিপর্যয়ের মুখে পরে। আমাদের সন্তানদের সততা শিক্ষা দিতে হবে।

 3 months ago 

একদম তাই।সৎ থাকা ভীষণ জরুরী।টাকা কম থাকলেও ভালো। তবে অসৎ হয়ে বেঁচে থাকা মানে নিজের বিবেক কে মেরে ফেলে বেঁচে থাকা।যা কোন মানুষের কাম্য নয়।

 3 months ago 

শুধুমাত্র সসতাই নয় আমাদের মানবিক সকল গুনাবলীই পরিবার এবং পারিবারিক শিক্ষা হতেই অর্জিত হয়। খুব সুন্দর লিখেছেন আজকে। ধন্যবাদ

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া,সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 months ago 

একদম সঠিকভাবে বিষয়টির অবতারণা করলে না আপু। আসলে মানবতা নিজেকেই অর্জন করতে হয়। ক্ষুদ্র স্বার্থের পেছনে ছোটা মানুষগুলো কোনদিন মহান হতে পারে না। আর এটি অর্জন করবার জন্য টাকা পয়সার প্রয়োজনও হয় না। তাই সবসময় উচিত মানবতার পাঠ নেওয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69