জেনারেল রাইটিং - পরিকল্পনা এবং প্রস্তুতির গুরুত্ব।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে পরিকল্পনা এবং প্রস্তুতি।

যেকোনো কাজের জন্যই পরিকল্পনা করা উচিৎ। পরিকল্পনাহীন কোন কাজ কখনোই সফলভাবে সম্পন্ন হয় না। কাজটি শেষ করার পর দেখা যায়, অনেক কিছুই বাকি রয়ে গেছে। অথবা অনেক ভুল হয়েছে। আবার পরিকল্পনা করে কোন কাজ করলে দেখা যায়, খুব অল্প সময়ে, অল্প পরিশ্রমে, অল্প ব্যয়ে দারুন একটি কাজ করা গেছে।
অন্যদিকে প্রস্তুতি ছাড়া কোন কাজই সফল করা যায় না। বিনা প্রস্তুতিতে কেউ কোন কাজ করে কখনো সফল হয়নি। হওয়ার কথাও নয়। একটা বিখ্যাত উক্তি আছেঃ
নূহ (আঃ) যখন নৌকা তৈরি করছিল, তখন বৃষ্টি হয়ে হয়নি।
অর্থাৎ, এখানে বোঝানো হয়েছে প্রস্তুতির গুরুত্ব। আপনি একটা কাজ করবেন, কিন্তু এর জন্য কোন প্রস্তুতি গ্রহণ করলেন না, কোন পরিকল্পনা করলেন না; তাহলে এই কাজটি সফলভাবে শেষ করতে পারবেন না। আমরা যখন কোন কাজ করব তখন যে বিষয়টা আমাদের সবার আগে বুঝতে হবে তা হচ্ছে, আমরা কি করতে চাচ্ছি? তারপর হচ্ছে, আমরা কিভাবে করতে চাচ্ছি? এ দুটি প্রশ্ন মাথায় রেখে আমাদের পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। আব্রাহাম লিংকন বলেছেনঃ-
আমাকে যদি ছয় ঘন্টা সময় দেওয়া হয় কোন গাছ কাটার জন্য, তাহলে আমি এক ঘন্টা ব্যয় করব কুঠার ধারাণোর জন্য।
ধারালো কুঠার দিয়ে খুব দ্রুত গাছ কাটা যাবে। এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনার একটি অংশ। একবার ভেবে দেখুন, আপনি একটু বিল্ডিং নির্মাণ করবেন। কিন্তু এজন্য আপনি কোন পরিকল্পনা করেন নাই। অর্থাৎ, ভবনটি কয় তলা হবে, কত বর্গফুট হবে, এসব নিয়ে আপনি ভাবেননি। ভবনে কয়টি রুম থাকবে, কয়টি বাথরুম অথবা টয়লেট থাকবে, কয়টি রান্নাঘর থাকবে, কয়টি দরজা-জানালা থাকবে, এসব নিয়ে আপনি ভাবেননি। আপনি কোন প্রস্তুতিও গ্রহণ করেননি। ভবনের জন্য প্রয়োজনে ইট, বালি, সিমেন্ট, রড; এসব কিছুই আনেননি। তাহলে আপনি কি এই ভবন নির্মাণ করতে পারবেন? অথবা নির্মাণ শুরু করেও আপনি কি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন?
এজন্যই যেকোনো কাজ করার জন্য পূর্ব পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি খুবই জরুরী। বরং বলা ভালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই আমরা পরিকল্পনা এবং প্রস্তুতির দিকে মনোযোগ দিব যেকোনো কাজ করার ক্ষেত্রে।

Link 1: https://x.com/akib_66/status/1911689186836693042
Link 2: https://x.com/akib_66/status/1911689587812118731
Link 3: https://x.com/akib_66/status/1911829664961904945