মাথা ব্যাথা
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং রিলেটেড ব্লগ শেয়ার করব। এই ব্লগে মাথা ব্যাথা টপিকস সিলেক্ট করেছি। আসলে মাথা ব্যথার এই সমস্যাটা কম বেশি আমাদের সবার লাইফেই দেখতে পাওয়া যায়। খুব সম্ভবত একটা প্রবাদে পড়েছিলাম, মাথা থাকলে মাথা ব্যথা হবেই । যাই হোক, সেটা নিজে অনেক বার আমি দেখেছি। আমার মাথা ব্যথার সমস্যা টা অনেক বেশি সেটা বলবো না। তবে অকেশনালি এবং মাঝে মাঝে মাথা ব্যথার সমস্যাটা আমিও ফেস করেছি। এই শীতকালে মনে হল একটু বেশি ফেস করতে হয়েছে বিষয়টা। ইদানিং বাইরে বেশ বের হওয়া হয়। আসলে বাইরে বিভিন্ন কাজে এই শীতকাল জুড়ে কম বেশি বের হওয়া হচ্ছে। আর যখন একটু বেশি ঠান্ডা লাগানো হয়ে যাচ্ছে তখন মাথা ব্যথার প্রবলেমটা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠছে।
আজ সন্ধ্যার পর আমি বেরিয়েছিলাম, অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছিলাম। আসলে কয়েকদিন ইম্পরট্যান্ট কাজের জন্য একটু ঘুরাঘুরি করতে হয়েছিল। আমি স্কুটি করেই বিভিন্ন জায়গায় ঘুরেছি। তবে সন্ধ্যার কিছুটা পর থেকে হঠাৎ করে মাথা যন্ত্রণা অনেকটা ফেস করতে হয় আমাকে। সন্ধ্যার পরে বেরিয়ে কিছুটা রাত করে বাড়ি ফিরে তখনও দেখি এই মাথা ব্যথা চলতেই আছে । আজ অনেকটাই ফেস করতে হয়েছে এই মাথা ব্যাথা আমাকে। বাড়ি আসার পর অনেক সময় রেস্ট করেও মাথা ব্যাথা কম হচ্ছিল না। যাই হোক, এই মাথা ব্যাথার প্রবলেমটা তোমরাও কমবেশি সবাই ফেস করেছ। এটা আসলে একটা বড় প্রবলেম সবার জন্যই। আজকের মাথা ব্যথা থেকে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই মাথা ব্যাথার সমস্যার জন্য ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে নাও ভাই। হয়তো তোমার মাইগ্রেনের সমস্যা পরে দেখা দিলেও দিতে পারে। সেক্ষেত্রে আগে থেকেই ট্রিটমেন্ট করা সব থেকে ভালো। তবে মাথা ব্যথায় যে অনেক কষ্ট পেয়েছো তা পোস্ট করেই বুঝতে পারলাম। আশা করি এখন ভালো আছো এবং মাথা ব্যাথা একেবারেই কমে গেছে। ভালো করে ঘুমের দরকার। যদি অনেক পরিশ্রম হয়ে গিয়ে থাকে তবে ভালো করে কয়েকদিন ঘুমিয়ে নাও।
মাথা ব্যথার সমস্যা আমারও ইদানিং বেড়ে গিয়েছে। আমার উপর যখন কাজের চাপ বেশি পড়ে তখন প্রচন্ড মাথা ব্যথা করে যা অনেক সময় ঔষধ খেলেও সারে না। এই সমস্যা কম বেশি সবার রয়েছে। তবে আমি বলবো সময় থাকতে আপনি ভালো ডাক্তার দেখান, তাহলেই ঠিক হয়ে যাবে। আমিও ভাবছি সময় বের করে ডাক্তারের কাছে যাবো। কোনো সমস্যাই ছোট না,অল্প হলেও এর যন্ত্রনা অনেক বেশি। ধন্যবাদ ভাইয়া মাথা ব্যথা নিয়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
আমিও ইদানিং মাথাব্যথা নিয়ে প্রচুর প্রবলেমে আছি ভাই। এমনকি বর্তমান যে কমেন্টটা করতেছি এটাও মাথা ব্যথা নিয়েই করতেছি। প্রার্থনা করছি স্রষ্টা আপনার মাথা ব্যথা খুব তাড়াতাড়ি নিরাময় করে দিক। সুস্থ এবং স্বাভাবিক জীবন উপভোগ করুন। তবে ঠান্ডা লাগানো থেকে বিরতো থাকবেন ভাই। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
আসলে দাদা যখন অতিরিক্ত শীত অনুভব হয় এবং বাইরে ঘোরাঘুরি করি, আবার যখন অতিরিক্ত গরম অনুভব হয় তখন আমার কিছু টা মাথা ব্যাথা অনুভব হয়। তবে কিছুক্ষণ রেস্ট নিলে এবং শীতের সময় কুসুম গরম পানি পান করলে এবং গরমের সময় ঠান্ডা বিশুদ্ধ পানি পান করলে আমার মাথা ব্যাথা খুব দ্রুত দূর হয়ে যায়। যাহোক মনে হচ্ছে আপনি বেশ দীর্ঘক্ষণ মাথা ব্যথায় ভুগছিলেন।
ঠান্ডার দিনে বেশি ঠান্ডা লাগলে গরমের দিনে প্রচন্ড গরম লাগলে এবং বাইরে বেশি ঘোরাঘুরি করলে এবং অতিরিক্ত শব্দ দূষণের কারণে মাথা ব্যথা করে। আমিতো বাইরে একটু ঘোরাঘুরি করলে শব্দ দূষণের কারণে আমার প্রচন্ড মাথা ব্যথা করে।তবে আমি বলবো সময় থাকতে আপনি ভালো ডাক্তার দেখান, তাহলেই ঠিক হয়ে যাবে।
মাথা ব্যথার সমস্যা কমবেশি সবারই রয়েছে। আমারও মাঝেমধ্যে মাথা ব্যথা করে। তবে ঠিকঠাক ঘুম হলে আমার মাথা ব্যথা করে না। যাইহোক মাথা ব্যথা করলে কফি পান করবেন। তাহলে কিছুটা হলেও ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।