আমার নতুন কাপড়ের ব্যবসা

হ্যালো স্টিম ও আমার বাংলা ব্লক প্রিয় বন্ধুরা।
আমার আইডির নাম @ramjanmia
আসসালামু আলাইকুম কেমন আছেন। আশা করি সবাই আলাহর রহমতে ভালো আছেন। আমিও আলাহর রহমতে ভালো আছি এবং সবাই সবার পরিবার নিয়ে খুব খুশিতে দিন কাটাছেন। আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো ভাবে সুখে শান্তিতে দিন কাটাছি। আমার পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইলো।
আমি আজকে আপনার মাঝে জেনারেল রাইটিং শেয়ার করব। জেনারেল রাইটিং পোস্ট হলো আমার নতুন কাপড়ের ব্যবসা শুরু করলাম। আমি জানি না আমার নতুন কাপড়ের ব্যবসা কেমন হবে কিন্তু তার পরেও আলাহর নাম নিয়ে নতুন কাপড়ের ব্যবসা শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করিবেন জেন নতুন কাপড়ের ব্যবসা নিয়ে আগাতে পারি। আমার দোকান যে কাপড় বিক্রি করা হবে সে কাপড় গুলো নাম হলো পেন্ট, টি-শার্ট, পানজাবি,জেগেট, শার্ট,আরো মেয়ে দের শাড়ী কাপড় এবং থিংপিছ,ইত্যাদি আরো অনেক ধরনের কাপড় বিক্রি করা হয়।
1000011656.jpg
এই কাপড়ে দোকান নিতে অনেক টাকা খরচ হয়েছে আমার প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে কারণ দোকান টা অনেক বড় আরো দোকান ভাড়া আছে সব মিলিয়ে প্রায় আমার অনেক টা দিতে হয়েছে। টাকা খরচ হয়েছে তো কী হয়েছে ব্যবসা যখন শুরু করছি তখন আর হাল ছাড়বো না আমি ব্যবসাটা চালিয়ে নিব। সবাই আমার জন্য দোয়া করিবেন জেন নতুন কাপড়ের ব্যবসা সুন্দর করে ভাবে করতে পারি। আমার নতুন কাপড়ের দোকানের কিছু কাপড়ের ছবি দিলাম নিচে দেখে নাও সবাই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না।
1000011651.jpg
আমার ছোট করে পরিচয়।
আমার নাম রমজান মিয়া। আমি বাংলাদেশ বাস করি। আমি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব বোধ করি কারণ আমি বাংলা ভাষায় মন খুলে কথা বলতে পারি। বাংলা ভাষা মধ্যে অন্য রকম এক অনুভুতি পাই। আমি বর্তমানে ডিগ্রি নিয়ে পড়াশোনা করছি আর পড়াশোনা পাশাপাশি আমি বর্তমানে পলিথিন কোম্পানি ক্যাটাগরিতে কাজ করি। আমি আরো একটা নতুন কাপড়ের ব্যবসা শুরু করছি। আমার শখ আমি বই পড়তে ভালো লাগে বই লেখতে ভালো লাগে এবং বাংলা ব্লক লিখতে ভালো লাগে।আমি মিথ্যা কথা অপছন্দ করি। আমি নাটক এবং গান ও ছবি দেখতে অনেক ভালো লাগে।
1000011653.jpg
পোস্ট বিবরণ

পোস্ট তৈরী @ramjanmia

ডিভাইস অপু এ১৮

লোকেশন ময়মনসিংহ

শেণী জেনারেল রাইটিং

আমার ব্লক ওয়েবসাইটে সবাই প্রতি দিনের খবর পড়তে ক্লিক দেখে নাও (https://daliynews25.blogspot.com)

আমার টেলিগ্রাম চ্যানেল লিংক সবাই জয়েন্ট হবেন নতুন খবর পড়তে (https://t.me/Ramjan2246)

আমার পোস্ট যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুল না আর যদি কোনো ভুল থাকে তাহলেটি আমাকে জানাবেন।

Sort:  
 4 months ago 

আপনার দোকানটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।শুভকামনা রইলো আপনার জন্য। দোকানের সুন্দর সুন্দর সব শার্টের পিস দেখে মনটা ভরিয়ে গেলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

ধন্যবাদ আপু পাশে থাকার জন্য আপু আমি নতুন আইডি খুলছি সাপোর্ট করিবেন।

 4 months ago 

দোয়া করি নতুন ব্যবসায় এগিয়ে যান বহুদূর।আপনার নতুন ব্যবসার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। যাই হোক মনোযোগ সহকারে আগামীর পথে চলবেন এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.030
BTC 85840.36
ETH 2009.02
USDT 1.00
SBD 0.81