জোর করে কোন কিছু পাওয়া যায় না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জোর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


do-not-share-a-toy-5189298_1280.jpg



লিংক


এই পৃথিবীতে মানুষ কোন কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। আসলে পরিশ্রম ছাড়া আমরা কোন কিছু কখনোই পাবো না। এই পরিশ্রমের যুদ্ধে আমরা বিভিন্ন মানুষকে আমাদের পাশে দেখতে পাই। আসলে এক এক জন মানুষের জীবনের চাওয়া-পাওয়া কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। আসলে একমাত্র পরিশ্রমের দ্বারাই সব চাওয়া পাওয়া তো আমরা পূরণ করতে পারলেও কখনো কোন কিছু আমরা জোর করে জীবনে পূরণ করতে পারবোনা। অর্থাৎ আমাদের জীবনের সব চাহিদাগুলো আমরা যদি সৎ উপায়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো কাজ করতে পারি তাহলে এই চাহিদাগুলো পূরণ হবে। কেননা আমরা যদি অসৎ উপায় অবলম্বন করে আমরা আমাদের জীবনের চাহিদা গুলো পূরণ করি তাহলে আমরা সেই চাহিদা নিয়ে কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না।


আসলে এই পৃথিবীতে কিছু কিছু খারাপ শ্রেণীর লোক রয়েছে যারা সবসময় চেষ্টা করে যে জোর করে মানুষের কাছ থেকে তাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য। কিন্তু একটা জিনিস তারা কখনো চিন্তা ভাবনা করে দেখে না যে কাউকে কষ্ট দিয়ে আমরা যদি আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে তাহলে সেই গুলো কখনো সঠিকভাবে আমাদের জীবনে আসবে না। অর্থাৎ সবকিছুই আমরা সৎ ভাবে পূরণ করার যদি চেষ্টা করি তাহলে আমরা আমাদের সব চাহিদার মধ্যে অল্প কিছু চাহিদা পূরণ করতে পারলেও তাতে কিন্তু আমরা প্রকৃত সুখ খুঁজে পাবো। আসলে একটা জিনিস আমাদের সব সময় চিন্তাভাবনা করতে হবে যে এই পৃথিবীতে এমন কিছু কখনো আমরা আমাদের চাওয়া পাওয়ায় রাখবো না যাতে করে সেই চাহিদাগুলোর জন্য অন্য কারো কোন ক্ষতি হয়।


আসলে যেসব মানুষেরা সৎ উপায় অবলম্বন করে জীবনে বেঁচে থাকার জন্য চেষ্টা করে তারা কিন্তু তাদের জীবনের অল্প কিছু চাহিদা পূরণ হলেই তারা তাতে অনেক বেশি খুশি হয়। খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা গরিব শ্রেণীর লোক তাদের জীবনের তেমন বেশি কোন চাহিদা থাকে না। আসলে এসব গরিব শ্রেণীর লোকেরা খুব কষ্টে তাদের দিন যাপন করে। আর এই কষ্টের মাঝে তাদের চাহিদাগুলো যেন দিন দিন হারিয়ে যেতে শুরু করে। কিন্তু আমরা যদি এই গরিব মানুষের পাশে এসে তাদের চাহিদার সামান্য টুকু পূরণ করতে পারি তাহলে তাদের মুখে যে আমরা আনন্দ দেখতে পাবো সেই আনন্দ আর অন্য কিছু তো কখনো দেখতে পাবো না। আসলে মানুষের উপকার করা এবং মানুষের চাহিদা গুলো পূরণ করার মধ্যে একটা আলাদা ধরনের মজার রয়েছে।


আর এসব দিক বিবেচনা করে আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের ছোট ছোট চাহিদা গুলো পূরণ করার জন্য এবং আমাদের পরিবারের চাহিদাগুলো সর্বপ্রথম পূরণ করার দরকার। কেননা আমরা যদি স্বার্থপরের মত আমাদের জীবনের চাওয়া পাওয়া গুলো পূরণ করি এবং পরিবারের মানুষের চাওয়া পাওয়া গুলো অপূরণ রাখে তাহলে আমরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না। কেননা এই পরিবারের লোকগুলো কিন্তু তাদের সব চাওয়া পাওয়া দূরে সরিয়ে রেখে আমাদের মানুষের মতো মানুষ করে তোলার জন্য তারা দিন রাত কঠোর পরিশ্রম করেছে। আর তাদের এই পরিশ্রমের জন্য কিন্তু আজ আমরা এই অবস্থানে এসে দাঁড়াতে পেরেছি। তাইতো আমাদের সবার উচিত জীবনের সব চাওয়া পাওয়া পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করা এবং সৎ পথে থাকা।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

সত্যিই, পরিশ্রম আর সততা ছাড়া জীবনের চাওয়া-পাওয়া পূরণ করা সম্ভব নয়। অন্যের ক্ষতি না করে, ন্যায্য পথে এগিয়ে গেলে তবেই সত্যিকারের সুখ পাওয়া যায়। দারুণ চিন্তা তুলে ধরেছেন!

 11 hours ago 

পরিশ্রম, সততা আর দায়িত্ববোধ ,এই তিনটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরি ।তাহলে জীবন যেমন সুন্দর হবে, তেমনি অন্তরেও থাকবে এক অদ্ভুত শান্তি। বিশেষ করে পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব, তা ভুলে গেলে জীবনের সব সাফল্যই অর্থহীন হয়ে যায়। অন্যের ক্ষতি করে কিছু পাওয়া মানে নিজের শান্তিকে ধ্বংস করা। গরিব-অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর যে আনন্দ, তা যেকোনো বড় অর্জনের চেয়েও বেশি তৃপ্তিদায়ক। দারুণ একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছো, যা সবাইকে অনুপ্রাণিত করবে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 84001.36
ETH 1984.65
USDT 1.00
SBD 0.77