জেনারেল রাইটিং :দেরিতে হলেও ইচ্ছে পূরণ
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
দেরিতে হলেও ইচ্ছে পূরণ
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে মানুষের জীবন অনেক ইচ্ছে থাকে হয়তো কখনো পূর্ণ হয় আবার কখনো হয় না। আর সব ইচ্ছে পূরণ হবে এটা আশা করা ও বোকামি।কারণ আমাদের ইচ্ছের শেষ নেই একটা ইচ্ছে পূর্ণ হলে আরেকটি ইচ্ছে দুয়ারে এসে হাজির হয়। আসলে শুধু ইচ্ছে করলেই হবে না। ইচ্ছের পাশাপাশি পরিশ্রম করতে হবে তাহলেই হয়তো ইচ্ছে পূরণ হওয়া সম্ভব। যাইহোক আমাদের অনেক দিনের শখ ছিল ভালো দেখে একটা গরু পালার। আসলে আমার হাসবেন্ড একটা গরু পালতে চেয়েছিল বেশ কয়েক বছর ধরে। ইতিমধ্যে সে কয়েকটি গরু কিনে এনেছে।তার ভালো লাগে নি বা মনের মতো হয়নি তাই আবার বিক্রি করে দিয়েছে। এভাবে গরু কিনে লজ খেয়েছে কয়েকবার । গত বৃহস্পতিবারে আমাদের একটা ফ্রিজিয়ান গরু কিনে নিয়ে এসেছে।
আসলে আমার হাসবেন্ড কখনো ছোট গরু পালন করতে চায়নি। গতবার আমাদের একটা গরুর ঘর দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি গরু দেখেছে কিনার জন্য। কিন্তু আমার হাসবেন্ড কিনবে ফ্রিজিয়ান গরু।তারপর আবার ছোট বাছুর কিনবে না। যাইহোক এই কয়েক মাস আগে এক ফার্মে থেকে গরুটা পছন্দ করে আসে। তারপর দাম করে আসে এক লক্ষ টাকা। কিছু দিন পরে আনতে গিয়েছিল কিন্তু ফার্মের মালিক ছিল দেশের বাইরে। তাই আর আনা হয়নি।
এর মাঝে আমাদের আরো গরু দেখেছে কিনার জন্য। তেমন পছন্দ হয়নি আবার হলেও দামে হয়নি। আসলে সব কিছুই ভাগ্য। ভাগ্যে যেটা আছে সেটা আসবেই।এভাবে চলে গেল ছয় মাস। ছয় মাস পরে আবার সেই ফার্মে খোঁজ নিল।তখন ফার্মের মালিক দেশে এসেছে। সে আমার হাসবেন্ডকে যেতে বলল।তারপর তারা গিয়ে আগের সেই গরুটা পছন্দ করল।গরুটা দুই মাসের গাভী। তারজন্য আরো ১৫ হাজার টাকা বেশি দিতে হলো।অবশেষে নিজের পছন্দ মতো গাভী কিনতে পেরেছে।এক সপ্তাহ ধরে গাভী আমাদের বাড়িতে এনেছে। আসলে যখন গাড়িতে করে এনেছিল। তখন বাচ্চারা অনেক খুশি হয়েছিল।
তারপর গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসল গরুর ঘরে।আসলে গরুটা দেখে সবাই পছন্দ করেছে। আমার হাসবেন্ড বলে দেরি হোক ভালো গরু তো কিনতে পেরেছি। আসলে গরুর জন্য অনেক খাবার রেখে দিয়েছিল। আমাদের বাড়িতে খড়, ধানের কুঁড়া, মুসুরির ভুসি এগুলো সব আমাদের বাড়িতে ছিল। তাই কিছু কিছু বিক্রি না করে গরুর জন্য রেখেছিল।গরুটা ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন গরুটাকে মনের মতো করে পালন করতে পারে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আব৭দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
আসলে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু করার স্বপ্ন থাকে, আর সব স্বপ্ন যে পূরণ হতে হবে এটা কোন কথা নেই। আপনার হাসবেন্ড সবশেষে মনের মত করে গরু পেয়েছে এটা জেনে ভালো লাগলো। আশা করছি যত্ন করে গরুটাকে আরও বড় করে তুলতে পারবেন আপনারা। ফটোগ্রাফির মধ্যে কিছু অংশ দেখেই বুঝতে পারছি গরুর ঘরটা অনেক সুন্দর ভাবে দিয়েছেন আপনারা।
দোয়া করবেন আপু যেন ভালো মত লালন পালন করতে পারি, ধন্যবাদ আপু।
আসলে আরো কয়েক বছর আগে আমারও অনেক বেশি ইচ্ছে ছিল গরু পালন করার। তার এক দুই বছর পর আমি সেই স্বপ্নটা পূরণ করার জন্য গরু কিনেছিলাম। আর এক দেড় বছরের মত আমি গরুটা পালন করেছিলাম তারপরে বিক্রি করে দিয়েছিলাম। আসলে এরকম স্বপ্ন গুলো যখন পূরণ করতে পারি তখন নিজের কাছেও খুব ভালো লাগে। আপনাদের গরুটা অনেক সুন্দর।
জি ভাইয়া গরুটা সবাই পছন্দ করেছে, দোয়া করবেন আমাদের গরুর জন্য।
গরু আমাদের গৃহপালিত পশু বর্তমানে এখন মানুষ গরু পালন করে অনেক লাভবান হচ্ছে। আমারও ইচ্ছে ছিল নিজের টাকাই কর কিনে পালার কিন্তু দুর্ভাগ্যবশত টাকাগুলো হারিয়ে গিয়েছে। তাই কিনতে পারিনি তারপরও আমাদের বাড়িতে দুইটি গরু আছে তাদের দেখাশোনা করি আমি। একটি গাভী একটি এড়ে গরু। অবশেষে আমাদের দুলাভাই অনেক সুন্দর একটি গরু পেয়েছে মনের মত শুনে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার টাকা গুলো হারিয়ে গিয়েছে জেনে অনেক খারাপ লাগল, দোয়া করি আবার টাকা গুছিয়ে কিনতে পারবেন।ধন্যবাদ আপনাকে।
যাক আপু কথাটা শুনে বেশ ভালো লাগলো দেরিতে হলেও আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে। আসলে ভালো জাতের গরু যদি না হয় তাহলে সেটা পুষে লাভ হয় না। এই ফ্রিজিয়ান গরু গুলো প্রায় ১৫ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আর যখন এদের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর এদের এই বাচ্চা গুলো অনেক দাম হয়ে থাকে। আর বাড়িতে নতুন কোন কিছু ক্রয় করলে বাচ্চারা অনেক খুশি হয়ে থাকে। সব মিলে বোঝাই যাচ্ছে মনের মত একটি গরু পেয়েছেন এবং আপনার পরিবারের সবাই অনেক খুশি হয়েছে।
জি ভাইয়া দোয়া করবেন যেন মনে মতো করে পালন করতে পারি, ধন্যবাদ আপনাকে।
অবশেষে তাহলে ইচ্ছে পূরণ হলো ভালো লাগলো গরু টা দেখে। আসলেই মনের মত না হলেই হয় না কোন কিছু। এত ছোট বাছুর কিনে বা লাভ কি। ভাইয়ার কিন্তু চিন্তাভাবনা খুবই ভালো। অনেক সুন্দর একটি ফ্রিজিয়ান গরু কিনে আনলেন। অবশেষে আপনাদের আশা পূরণ হল। অনেক ধন্যবাদ আপু বিষয়টি শেয়ার করার জন্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যি বলতে দেরি করে হলেও যখন ভালো কোন জিনিস পাওয়া যায় তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আপনার হাসবেন্ডের কথা সঙ্গে আমিও একমত পোষণ করছি। ছোট ফ্রিজিয়ান গরু কিনে সেটা যদি বড় করা যায় তাহলে অনেক ভালো কিছুই হয় শুনেছি কারণ ফ্রিজিয়ান গরুর দুধ অনেক বেশি হয়। আশা করি ভবিষ্যতে আপনারা এই গরু দিয়ে লাভবান হবেন। শুভকামনা রইল আপনাদের জন্য।
জি ভাইয়া দোয়া করবেন যেন ভালো ভাবে পালন করতে পারি, ধন্যবাদ আপনাকে।
আসলে প্রত্যেক মানুষের পছন্দের কিছু না কিছু জিনিস থাকে। পছন্দের গরু পালন করা অনেক ভালো। এই গরুটি আপনাদের সবাই পছন্দ হয়েছে। যদিও পছন্দের গরুটি আরো ১৫ হাজার টাকা বেশি দিয়ে কিনেছেন। যদিও এর আগে কিছু গুরু কিনে আবার বিক্রি করে ফেলেছেন। তবে আপনাদের গরুটি আমারও পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে গরু কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
কিছু কিছু মানুষের চাওয়া পাওয়ার জিনিস একটু দেরিতে পাওয়া যায়। এবং দেরিতে পেলেও তখন ওই জিনিসের উপর কদর থাকে বেশি। আপনার হাজব্যান্ড শখ করে খুব পছন্দের একটি গরু কিনেছেন। যদিও এর আগে গরু কিনলো সেগুলো ভালো লাগে নাই বিধায় বিক্রি করে দিয়েছে এবং লস খেয়েছে। এবং এই গরুটি ১৫ হাজার টাকা বেশি দিয়ে পছন্দের গরু কিনেছেন খামার থেকে। এরকম পছন্দের গরু লালন পালন করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে আপনার হাজব্যান্ড খুব পছন্দের গরু কিনেছে । এবং গরু কিনার সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি ভাইয়া অনেক ভালো হয়েছে, দোয়া করবেন যেন সুন্দর ভাবে লালন পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে।