চারিদিকে শুধু ষড়যন্ত্র।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
মানুষ নিজের প্রয়োজন শখ সৌখিনতা ইচ্ছা পূরণ করার জন্য এত বেশি অর্থলোভী হয়ে পড়েছে যে, অর্থ উপার্জনের জন্য স্থান কাল পাত্র এবং ধনী গরিব নির্বিশেষে সবার পরেই ষড়যন্ত্র করতে শুরু করেছে। যারা একদম অভাব অনটনে থাকে অর্থাৎ দিন আনা দিন খায়, তাদের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করতে দ্বিধাবোধ করে না। এইসব ষড়যন্ত্রকারীরা হয়তো বোঝেই না যে তাদের এইসব কর্মকান্ডের ফলে একজন গরীব মানুষের ওপর কতটা খারাপ প্রভাব পড়তে পারে। আর এইসব ষড়যন্ত্রের ফলে অনেক মানুষের বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে পড়ে। বর্তমানে যেমন দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে ষড়যন্ত্র। অনেক মানুষ আছে চাকরি করার জন্য ছোটবেলা থেকে দিনরাত পরিশ্রম করে মন দিয়ে পড়াশোনা করেছে বড় হয়ে একটি ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে। দেখা যায় অনেক পরিবারেই অর্থের অভাব থাকে এবং ব্যবসা করার মতো যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকে না যার ফলে তারা মন দিয়ে পড়াশোনা করে এবং ভাবে একমাত্র চাকরি তাদের এই কষ্টের সময়কে ভালো সময় পরিবর্তন করতে পারবে।
কিন্তু বাস্তব এতটাই কঠিন যে বর্তমান সময়ের কোন কিছুই মেধার উপর নির্ভর করে না। যথেষ্ট মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক মানুষই চাকরির অভাবে অনাহারে ভুগছে। আর কিছু মানুষ চাকরি টাকেই ব্যবসা বানিয়ে বিক্রি করে চলেছে। কিছু মানুষ তো এমন আছে যে বেশ বড় অংকের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করছে। কিছু কিছু মানুষের চাকরি হয়ে গেলেও বেশ কিছু মানুষের চাকরি দিতে তারা অক্ষম। অনেক অসহায় পরিবার আছে যারা একটি চাকরির আশায় তাদের জমি জমা বিক্রি করে এইসব ষড়যন্ত্রকারী মানুষকে তার এই কষ্টের টাকা দিয়ে দিচ্ছে একটি ভালো চাকরি পাওয়ার আশায়। পরবর্তীতে যখন এইসব অসহায় মানুষ চাকরি পাচ্ছে না তখন তাদের অবস্থা খুবই করুণ হয়ে দাঁড়ায়। কারণ কষ্টে তৈরি করা জমি জমা তারা হারিয়ে ফেলে পুরোই নিঃস্ব হয়ে পথে বসার মত অবস্থা হয়ে যায়। এদের না থাকে ব্যবসা বা অন্যান্য কোন কাজ করার মত সামর্থ, আর না থাকে চাকরি পাওয়ার কোন উপায়। এইসব অসহায় মানুষ অনেক সময় এত কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে থাকে। আমাদের সমাজ অনেকটাই পিছিয়ে রয়েছে এই সব মেধাবী মানুষদের বেকারত্বের জন্য।
কারণ এই সব শিক্ষিত মেধাবী মানুষই একমাত্র পারে আমাদের দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু কিছু কিছু কুরুচিকর মানুষ সব সময় খারাপ কর্ম করে এবং প্রতিনিয়ত বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশের ক্ষতি করে চলেছে। ষড়যন্ত্র বিভিন্নভাবে বিভিন্ন মানুষ করে থাকে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে মোটা অংকের অর্থ উপার্জন করার ষড়যন্ত্র করে থাকে। এই কাজ ছেলে মেয়ে উভয়কেই করতে দেখা যায়। আর এই ষড়যন্ত্রকারীরা খুব ভালোভাবে জানে যে কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। বিভিন্ন ব্যবসায়ীদের ও আমরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে দেখতে পাই। কিভাবে লোক ঠকানো যায় সেগুলো তারা খুব ভালো করে জানে। ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস তারা নিমেষেই চোখের সামনে দিয়ে চলে যাবে আর সেই অবুঝ মানুষ কিছুই বুঝতেও পারবে না। আসলে ষড়যন্ত্র বিভিন্ন রকমের হয় কোন ষড়যন্ত্র মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলে আবার কোন কোন ষড়যন্ত্র মানুষের সামান্য কিছু ক্ষতি করে। তবে প্রতিটি ষড়যন্ত্রই যেহেতু মানুষের জন্য ক্ষতিকর তাই আমাদের প্রতিনিয়ত এইসব ষড়যন্ত্রকারীদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে।
আমাদের প্রতিনিয়ত কোন মানুষকে বিশ্বাস করার আগে দশবার ভেবে নেয়া উচিত যে সেই মানুষটা আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে কিনা। কারণ এই ষড়যন্ত্রকারীর ফাঁদে কোনরকম ভাবে পড়ে গেলেই আমাদের জীবনের অনেক করুন অবস্থা হতে পারে। যারা এসব ষড়যন্ত্র করে চলেছে তারা কখনোই এটা ভাবে না যে তাদের এই ষড়যন্ত্রের প্রভাবে একটি মানুষ কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে। আসলে বর্তমান সমাজে মানুষ অর্থ উপার্জনের জন্য এবং নিজের প্রয়োজন, শখ , ইচ্ছা মেটানোর জন্য এতটা পরিমাণ নিচে নেমে গেছে যে তারা নিজের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও পিছুপা হয় না। এইসব ষড়যন্ত্রকারীরা বাইরের মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে এতটাই লোভী হয়ে পড়ে যে তারা এটা ভুলে যায় যে তাদের নিজের পরিবারের মানুষকে অন্তত নিরাপদে রাখা তার দায়িত্ব। এসব ষড়যন্ত্রকারীরা এতটাই অর্থ পিচাশ হয়ে পড়ে যে একজন ভালো মানুষ যে ভালোভাবে জীবন-যাপন করছে তার জীবনটাকেও নষ্ট করে দিতে ছাড়ে না। তাই আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের সাথে কথা বলা বা বন্ধুত্ব করার আগে তাদের মানসিকতা এবং সে আমাদের পক্ষে কোনরকম ক্ষতিকারক কিনা সেটা অবশ্যই বিবেচনা করে নেওয়া উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।