মানুষের উপকার করা মানে নিজের ক্ষতি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
বর্তমান সময়ে আমাদের মানুষের ভালো করার তেমন কোন উপায় নেই। কারণ আমরা যতই মানুষের জন্য ভালো কিছু করতে চাইবো আমরা নিজেই বিপদে পড়ে যাব। এর প্রধান কারণ হলো মানুষের মধ্যে বর্তমানে মনুষ্যত্বের অভাব। ধরুন আপনি একজন মানুষকে তার খারাপ অবস্থা দেখে সাহায্য করলেন, প্রথম দিন সাহায্য করবেন সেই ব্যক্তি আপনার সাহায্য টাকে খুশিমনে নেবে, দ্বিতীয় দিন যখন সাহায্য করবেন সে আপনার সাহায্য টাকে প্রয়োজন মনে করে নেবে এবং তার মনে সাহায্য পাওয়ার আশার জন্ম নেবে। তৃতীয় দিন যখন আপনি আবার সেই ব্যক্তিকে সাহায্য করবেন আপনার সাহায্যের উপর সেই ব্যক্তি অধিকার মনে করবেন। পরবর্তী সময় যদি আপনি সেই ব্যক্তিকে সাহায্য করতে না পারেন তাহলে আপনি হয়ে যাবেন চরমতম খারাপ একটি মানুষ। আপনি তার মুখ থেকে অনেক কটু কথা এবং খারাপ খারাপ মন্তব্য শুনতে পারবেন আপনার সম্পর্কে। অথচ সেই ব্যক্তিটা এটা মনে করবে না যে আপনি যে কয়দিন যতটা তাকে সাহায্য করেছেন সেটা সৌভাগ্যবশত সে পেয়েছে। ভালো কিছু চিন্তা না করে সেই ব্যক্তি সবসময়ই নেগেটিভ কথাই চিন্তা করবে আপনার সম্পর্কে। আর এইসব কাজকর্মের জন্য আপনার সাথে তার সম্পর্কের খুবই খারাপ একটা ইতি সৃষ্টি হবে। এর থেকে যদি এই উপকার নাই করা হতো তাহলে হয়তো সম্পর্কটা ভালো থাকতো।
অনেক সময় দেখা যায় কিছু মানুষের উপকার করলে তারা আবার সন্দেহএর দৃষ্টি দিয়ে দেখা শুরু করে যে, আপনি তার খারাপ সময়ে তার উপকার করছেন মানে নিশ্চয়ই আপনার কোন কুমতলব রয়েছে। আসলে বর্তমান সময়টাই এত খারাপ চলছে যে মানুষ নিঃস্বার্থভাবে যেহেতু কারোর বিপদে পাশে এসে দাঁড়ায় না, তাই কোন ব্যক্তি যদি প্রয়োজনের অতিরিক্ত সহানুভূতিশীল আচরণ করে তাহলে স্বাভাবিকভাবেই যেকোনো মানুষের একটু সন্দেহ হতে শুরু করে। কারণ আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায় আমরা বিভিন্নভাবে শিক্ষা পেতে থাকি যে মানুষের উপকার করলে প্রায় সময় নিজেরই ক্ষতি হয়ে থাকে। আগেকার সময় রাস্তায় কোন মানুষ অসহায় হয়ে পড়ে থাকলে বা কোন রকম দুর্ঘটনা ঘটলে তাকে সাহায্য করার জন্য চারিদিক থেকে মানুষ ছুটে আসতো এবং তাকে সুস্থ করে বাড়িতে পৌঁছে দেওয়া হতো অথবা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অনেক চোর ডাকাতরা রাস্তার মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকার নাটক করে এবং যখনই কোন ব্যক্তি সাহায্য করার জন্য এগিয়ে আসে সেই ব্যক্তির উপর উল্টো হামলা চালিয়ে দেয়। যে কারণে বর্তমান সময়ে যে কোন ব্যক্তি অপর ব্যক্তিকে সাহায্য করতে গেলে অনেক বেশি দ্বিধাবোধ করে।
এছাড়াও পুলিশের বিভিন্ন ঝামেলা হয়ে থাকে।আবার অনেক সময় তো কারো সাহায্য করতে গেলে তারাই উল্টে বলে বসে যে, আপনাকে সাহায্য করতে কে বলেছে? আসলে বর্তমানে কাউকে সাহায্য করার পরিস্থিতি নেই। বর্তমানে সাহায্য করা মানে নিজের অপমান, সময় নষ্ট, এবং বিপদের আশঙ্কা। কারোর পক্ষ নিয়ে কোন কথা বলতে গেলে বা কারোর কোনরকম সাহায্য করতে গেলে এক সময় দেখা যায় যে সব দিকের সমস্যা সব ঠিক হয়ে গেছে মাঝখান থেকে যে ব্যক্তি সাহায্য করতে যায় সেই খারাপ হয়ে যায় এবং বিপদে পড়ে যায়। আপনার ঘরে যদি কোন ভালো খাবার রান্না হয় আর সেই খাবার যদি আপনি আপনার প্রতিবেশীকে ভালোবেসে দিয়ে আসেন আর কোন কারনে যদি সেই দিন তার শরীর খারাপ বা পেট খারাপ হয় তাহলে সে অবশ্যই অপবাদ দেবে যে আপনার খাবার খেয়েই তাদের পেট খারাপ এবং শরীর খারাপ হয়েছে। তাই বলা যায় ছোট ছোট বিষয় হোক বা বড় কোন বিষয় মানুষের উপকার করা বা মানুষকে ভালোবাসা বর্তমান সময়ে অপরাধ। বর্তমানে সময় তো এতটাই খারাপ হয়েছে যে আপনি যদি কারোর খারাপ পরিস্থিতির সময় টাকা ধার দেন তাহলে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবেই।
কারণ পরবর্তীতে সেই ব্যক্তির যখন আর্থিক পরিস্থিতি ভালো হবে তখন আপনি আপনার পাওনা টাকা চাইতে গেলে তার সাথে আপনার একটা মনোমালিন্য সৃষ্টি হবে এবং অনেকেই আছে টাকা ফেরত দিতে চায়না এবং কাল দেবো পরশু দেবো বলে ঘোরাতে থাকে। বর্তমান সময় মানুষ মানুষের উপকারের কথা কখনোই মনে রাখে না। আর একবার মানুষ খারাপ সময় অতিক্রম করে ভালো সময়ে পা রাখলেই কিছু মানুষ তার দুঃসময় পাশে থাকা মানুষের অবদান ভুলে যায়। সত্যি কথা বলতে পৃথিবীতে অনেক মানুষ আছে সবাই সমান নয় কিছু কিছু মানুষ আছে যারা কখনো তার খারাপ সময়ের সঙ্গীকে ভোলেনা। তবে এমন ভালো মানুষ পাওয়া অনেক বেশি কষ্টকর। তাই আমাদের প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাফেরার সময় সচেতন থাকতে হবে যেন কেউ আমাদের বিপদে ফেলতে না পারে। আর সব সময় ফাঁকা শান্ত রাস্তা গুলোতে কোন ব্যাক্তি দেখলে এমন কি কোন অসুস্থ ব্যক্তি পড়ে থাকতে দেখলেও আমাদের এড়িয়ে যাওয়া উচিত। কারণ আমরা নিজেও জানিনা সেই ব্যক্তি আসলে অসুস্থ কিনা এবং আমাদের জন্য বিপদের ফাঁদ পেতে রেখেছে কিনা। আমাদের উচিত সর্বদা ভেবেচিন্তে মানুষের উপকার করার চেষ্টা করা।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
এই যুগে মানুষের উপকার করতে নেই। যত উপকার করবেন তত আঘাত করবে। এই হলো আমাদের সমাজের বাস্তব ধরণ। আপনার শেয়ার করা লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো।
যর্থাত বলেছেন। এমন অনেক বিষয় আমার সাথে ঘটেছে, আপনার পোস্ট পরে আমার অনেক ভালো লাগলো।