আমাদের জীবনের সমস্যা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমাদের প্রত্যেক মানুষের জীবনে চলার পথে প্রচুর বাধা আসতে থাকে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি জীবনে ভালো থাকার, ভালো কোন কাজ করার এবং অনেক বেশি উন্নতি করার। আর কোন কাজই বিনা বাধায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন না হয়ে উত্তীর্ণ হওয়া যায় না। আমরা জন্মের পর থেকে আমাদের জীবন যেভাবে পরিকল্পনা করে চলতে থাকি আসলে জীবন কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী চলে না। আমাদের জীবনে চলার পথেও বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হতে থাকি। আর আমাদের জীবনের এইসব প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই আছে। কারণ সমস্যা এবং সমাধান দুটোই পরস্পর একে অপরের সাথে সম্পর্কে যুক্ত। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান থাকবেই এবং যেখানে সমাধান আছে সেখানে সমস্যা থাকবেই। আমরা জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হই আর তার মধ্যে কিছু কিছু সমস্যার কোন সমাধান খুঁজে পাই না। তাই আমরা মনে করি এসব সমস্যার কোন সমাধান নেই। কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান অবশ্যই আছে আমরাই বুঝতে পারি না বা সমাধান খুঁজে পাই না।
এছাড়াও অনেক সময় দেখা যায় চাকরি জীবনেও অনেক বাধা-বিপত্তি এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যা আমরা জীবনের অনেক বড় সমস্যা হিসেবে গণ্য করে থাকি। এসব সমস্যার সমাধান আছে, তবে জীবনে কোন সমস্যাই বড় নয়। আমাদের জীবন তুলনায় প্রত্যেকটি সমস্যা অতীব ক্ষুদ্র। আসলে আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা সমাধান করার জন্য প্রয়োজন একটু শান্ত মাথায় সেই সমস্যা সম্পর্কে চিন্তাভাবনা করা। শান্ত মাথায় চিন্তাভাবনা করলেই আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাব। আমরা যখন বাইরে বিভিন্ন মানুষের সাথে কথা বলবো এবং তাদের জীবন সম্পর্কে জানতে পারব তখন অবশ্যই বুঝতে পারব যে প্রত্যেকের জীবনেই অনেক বেশি সমস্যা রয়েছে। এবং অনেকেই সেইসব সমস্যা খুবই সুন্দরভাবে বুদ্ধি করে সমাধান করে থাকে। এছাড়াও আমরা কখনো যদি কোন হাসপাতালে যাই তাহলে সেখানে দেখতে পাবো কত মানুষ এবং তাদের প্রত্যেকেরই কত সমস্যা রয়েছে কত মানুষ রয়েছে যাদের জীবনে সমস্যার কোন শেষই নেই। সেসব মানুষদের সাথে কথা বললে এবং তাদের জীবনের সমস্যা জানলে মনে হবে সেই তুলনায় আমাদের জীবনের সমস্যা কত কম দিয়েছে ভগবান।
আর আমরা আমাদের এই ছোটখাটো সমস্যাগুলোকে কত বেশি বড় বলে মনে করি। আসলে আমাদের থেকেও সমস্যায় জর্জরিত অনেক মানুষ আছে, কিন্তু তারা কখনো সে সমস্যাগুলোকে সমস্যা বলে মনে করে না অথচ আমরা আমাদের জীবনের অল্প কিছু সমস্যা হলেই বা কোন বিপদ ঘটলেই আমরা সেগুলোকে অনেক বড় বলে মনে করি। আর সেসব ব্যাপার নিয়ে এত চিন্তায় পড়ে যাই যেন এইসবের কোন সমাধানই হয় না। তবে যারা কঠোর সংগ্রাম করে তাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করে বেঁচে আছে তাদের দেখলে আমরা অবশ্যই আমাদের জীবনের সমস্যা কিভাবে ক্ষুদ্র রূপে দেখা যায় সেগুলো শিখতে পারবো এবং বুদ্ধি করে সেই সমস্যার সমাধান করাও শিখে যাব। আসলে আমাদের জীবনে প্রয়োজন অনেক বেশি ধৈর্য, সহ্য এবং অনেক বেশি জ্ঞান অর্জন করা। আমরা যদি প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান আমরা নিমেষে করে ফেলতে পারব। কিছু কিছু সমস্যার সমাধান একদিনে হয় না তাই আমাদের সেই সব সমস্যার সমাধানের জন্য প্রতিনিয়ত ধৈর্য এবং সহ্যের প্রয়োজন পড়ে।
বহু যুগ আগে থেকে আমরা দেখে আসছি মানুষের সমস্যার সব থেকে প্রধান কারণ হলো অর্থ। অর্থের মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করতে পারি আবার অর্থ না থাকাটাও অনেক বড় একটা সমস্যা। আসলে আমাদের জীবন পরিচালনার জন্য এই অর্থ এত বেশি প্রয়োজন তাই অর্থ না থাকলেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু যাদের অর্থ প্রয়োজনের অতিরিক্ত বেশি আছে তারাও কিন্তু অনেক সময় এই বেশি অর্থ থাকার জন্য সমস্যায় পড়ে। আমাদের উচিত প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে আমাদের এই আর্থিক সমস্যা দূর করা যেন আমাদের জীবনের অর্থের কারনে তৈরি হওয়া সমস্যাগুলো আমরা দূর করতে পারি। আমরা যদি সঠিকভাবে ঠিক ভুল বিবেচনা করে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে পারি এবং প্রত্যেকটি কাজ করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্যা আসার সম্ভাবনা অনেক বেশি কমতে পারে। আমাদের জীবনে আমরা কোন কিছুকে সমস্যা মনে করলে সমস্যা হবে এবং সমস্যা না মনে করলে কোন কিছুই আমাদের জীবনে সমস্যা নয়। জীবনে প্রত্যেকটা সমস্যাকে তুচ্ছ হিসেবে দেখলে আমাদের জীবনের শান্তি অনেকটা বেড়ে যাবে এবং আমরা ভালোভাবে বাঁচতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।