অবহেলা।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অবহেলা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আমার কাছে মনে হয় এই পৃথিবীতে গরিব মানুষের কোন মর্যাদা নেই। আসলে গরীব মানুষের জন্ম হয় অবহেলার মধ্য দিয়ে। আমাদের পৃথিবীতে প্রায় ১০০ ভাগ লোকের ভিতর শতকরা প্রায় অর্ধেক লোক গরিব। আর এই গরিব মানুষেরা সমাজে তাদের মাথা উঁচু করে কখনোই দাঁড়াতে পারে না। সমাজের প্রতিটি লোকের কাছে তারা সব সময় নির্যাতিত হয়।


সমাজের কোন উন্নয়নমূলক কাজে এই গরিব মানুষেরা কখনোই অংশগ্রহণ করতে পারেনা। কিন্তু সমাজের কারিগর এই গরিবরাই। এই গরিবের যদি কাজ না করে তাহলে আমরা ধনী শ্রেণীর লোক আর এত আরামে জীবনযাপন করতে পারব না। আসলে সমাজের প্রতিটা ক্ষেত্রে এই গরিব মানুষদের অবদান অপরিসীম। তারা কখনোই নিজেদের জন্য কোন কিছু করার সামর্থ্য হয়ে ওঠে না। তারা শুধুমাত্রই দেশ এবং দশের জন্য কাজ করে যায়। কিন্তু এত কাজ করার সত্ত্বেও তারা সমাজের কাছ থেকে শুধু ঘৃণাই পায়।


বর্তমান সময়ে অনেক ধনী লোক রয়েছে যারা এই গরিবদের দিয়ে প্রচুর পরিশ্রম করায়। কিন্তু এত পরিশ্রম করার সত্ত্বেও তারা তাদের সঠিক পারিশ্রমিক কখনোই পায় না। কারণ এই ধনী শ্রেণীর লোকেরা তাদের সব সময় তাদের ন্যায্য মূল্য থেকে সবসময় বঞ্চিত করে। যদিও এটি তাদের পরিশ্রমের টাকা। কিন্তু এই ধনী শ্রেণীর লোকেরা তাদের বিভিন্নভাবে ঠকিয়ে এ টাকার মালিক তারা নিজেরাই হয়ে যায়। আর এর ফলে তাদের দিন যাপন অনেক কষ্টের ভিতর অতিবাহিত হয়। একটি লোক যদি ঠিকঠাক পরিশ্রম না করে তাহলে ধনী শ্রেণীর লোকেরা কখনোই আরো বেশি ধনীতে পরিণত হতে পারবে না।

ধরুন আপনি যে বাড়িটিতে বসবাস করছেন সেই বাড়িটি কিন্তু আপনার নিজের তৈরি নয়। এটা ঠিক যে আপনি এই বাড়ি তৈরির জন্য প্রচুর অর্থের যোগান দিয়েছেন। কিন্তু এই বাড়ি তৈরীর জন্য পরিশ্রম করেছে এই গরিব শ্রেণীর লোকেরা।

অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন এই পৃথিবী থেকে গরিব নামক নামটি একদম চিরতরে মুছে যাবে। কারণ পৃথিবীতে এত বড় সংখ্যক জনসংখ্যার ভিতরে এত বেশি সংখ্যক গরিব থাকায় সেই পৃথিবী আর কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাইতো এই গরিব নামটি যদি সমাজ থেকে না উঠাতে পারি আমাদের সমাজেও পিছিয়ে যাবে।


আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে গরিবের সংখ্যা একদম খুবই কম। এত কম সংখ্যক গরিব হওয়ার জন্য তারা আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং পৃথিবীকে শাসন করছে। তাইতো আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই গরিব লোকেদের মাঝে শিক্ষা প্রদান করতে হবে। এছাড়াও সমাজের সর্বস্তরের লোকেদের কাছে আমাদের এই অনুরোধ যে তারা যেন তাদের সামান্য অর্থ দিয়ে এই গরিব লোকেদের একটুকু সাহায্য করে। এর ফলে হয়তোবা সারা পৃথিবীর থেকে গরিব নামটি মুছে যাবে না। একটু হলেও গরিব মানুষদের সাহায্য হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

আজকে পরিশ্রমিক লোকরাই আমাদের সমাজে গরিব হয়ে বেঁচে থাকে। কারণ ওই গরিব মানুষরাই যদি খেটে ঘটে না কাজ করত তাহলে বড়লোক নাই না খেয়ে পেরে মারা যেত। কিন্তু তারাই অথচ সেই গরিব মানুষগুলোকেই সম্মান জানাতে পারে না। কি আর করার এটাই আমাদের সমাজের নীতি। বেশ খারাপ লাগে যখন নিজের চোখের সামনে এরকম কোন ঘটনা ভেসে ওঠে। আপনি চেষ্টা করেছেন সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। আমার কাছে বেশ ভালই লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আজকে পরিশ্রমিক লোকরাই আমাদের সমাজে গরিব হয়ে বেঁচে থাকে। কারণ ওই গরিব মানুষরাই যদি খেটে ঘটে না কাজ করত তাহলে বড়লোক নাই না খেয়ে পেরে মারা যেত। কিন্তু তারাই অথচ সেই গরিব মানুষগুলোকেই সম্মান জানাতে পারে না। কি আর করার এটাই আমাদের সমাজের নীতি। বেশ খারাপ লাগে যখন নিজের চোখের সামনে এরকম কোন ঘটনা ভেসে ওঠে। আপনি চেষ্টা করেছেন সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। আমার কাছে বেশ ভালই লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব সুন্দর কিছু কথা বলেছেন দাদা।আসলেই আমাদের সমাজে গরিব শ্রেণির লোকেরা সবসময় খেটে যায় কিন্তু পারিশ্রমিক পায়না ন্যায় ভাবে। গরিবেরা সবসময় শোষিত হয় ধনী ব্যক্তি দের দ্বারা। কারণ ধনীরা সবসময় গরিবদের খাটায় কিন্তু তাদের জন্য কিছুই করে না বরং তাদের প্রাপ্য মূল্যটাও ঠিকমতো দেয় না। ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে।

 last year 

ঠিক বলেছেন দাদা গরিব লোকদের কোন মূল্যই নেই এই সমাজে।অথচ তাদের জন্যই আমরা দুবেলা ঘরে বসে খাবার খেতে পারি। আমাদের উচিত তাদের মাথায় করে রাখা অথচ আমরা তাদেরকে কোন মূল্য দেই না।গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 last year 

এটাই তো সত্যি কথা একই মানুষ একই জায়গায় যদি দুই ভাবে যায় একবার গরিব একবার ধনী অবশ্যই গরিবের বেলা তাকে তাচ্ছিল্য করা হবে, একই ব্যক্তি ধনির বেশে যখন কোথাও যাবে তাকে সম্মান করা হবে এটাই সমাজ।

 last year 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে দেশে যদি গরিবের সংখ্যা কম হয় তাহলে সে দেশ আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হয়। তাই আমি আপনার সাথে একমত যে দেশে গরিবের সংখ্যা কমাতে হলে তাদেরকে অবশ্যই শিক্ষা প্রদান অর্থাৎ কর্মমুখী শিক্ষা প্রদান করতে হবে এবং আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া বর্তমান বেশিরভাগ মানুষই অনেক গরিব। আমাদের সমাজকে আরও উন্নত করতে হলে গরিবদের কেউ সম্মান দিতে হবে তাদের কেউ আমাদের সমানে আনতে হবে। পৃথিবীতে গরিবদের নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন আজকে ভাই। আপনার প্রতিটি কথায় আমি একমত। আজকে এত সুন্দর একটি বিষয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে দাদা গরিবরা প্রতিনিয়তই এভাবে মানুষের কাছে নির্যাতিত হচ্ছে। সমাজে যেন এদের কোনো দামই নেই। অবহেলিত হয়ে বেড়ে উঠছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে। আর বেশিরভাগ গরীবরাই নির্যাতনের শিকার হয়।আমি মনে করি এটি নিতান্তই অমানবিকতা। যাইহোক দাদা খুব চমৎকার বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

বর্তমানে চারদিকে মানুষ দেখা যায় কিন্তু মানবিক মানুষ খুবই কম দেখা যায়। যার কারণে এরকম অমানবিক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয় গরিবদের। গরিবরা যেন অবহেলিত সমাজ ও মানুষ জনের কাছে। বাস্তবিক ও চরম সত্য কিছু কথা তুলে ধরেছেন দাদা। খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67