আইন কানুন সবাই ভঙ্গ করছে।

in আমার বাংলা ব্লগ20 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আইন-কানুন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17385528759527049899979296695688.jpg



সোর্স


আসলে বর্তমান সময় আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের দেশে যেসব আইন কানুন প্রচলিত রয়েছে সেসব আইন কানুন যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক বেশি সামনের দিকে অগ্রসর হবে এবং দেশে কোন অরাজকতার সৃষ্টি হবে না। কিন্তু আমরা তো ঠিক এইরকম কখনো করছি না। প্রতিটা ক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে এই আইন-কানুন ভঙ্গ করে চলেছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই আইন কানুন ভঙ্গ করে থাকি তাহলে কিন্তু এই আইন কানুন ভঙ্গ করার ফলে যে সমস্যার সৃষ্টি হবে এই সমস্যাগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই সামলাতে হবে। কেননা মানুষ এখন কিভাবে খারাপ উপায় অর্থ উপার্জন করবে সে জন্য চেষ্টা করে সব সময়।


একটা জিনিস আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যে লুকিয়ে লুকিয়ে আইন অমান্য করি এতে করে কিন্তু আমরা এখন কোন সমস্যা বুঝতে পারবো না। এছাড়াও এখন মানুষ প্রচুর পরিমাণ খারাপ কর্মকান্ড করে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঘুষ নিয়ে কাজ করে। অর্থাৎ আইনের লোক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু আইন অমান্য করে প্রতিনিয়ত। আর এই জিনিসটাই আমার অবাক লাগে যে যারা আইনের লোক হয়ে এই আইন ভঙ্গ করে তারা তাহলে কি রকম দেশের ভালো চায় তা একবার আপনারা ভেবে দেখুন। আসলে প্রত্যেকটি মানুষকে অবশ্যই এইসব বিষয়ে সচেতন হতে হবে নতুবা দেশ অধঃপতনের দিকে এগিয়ে যাবে।


আসলে আমরা উন্নত দেশগুলোতে যখন পর্যবেক্ষণ করতে যাই তখন দেখতে পায় যে সেই দেশের মানুষ গুলো সেই দেশটাকে কত ভালবাসে এবং দেশের প্রচলিত সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করেন। তারা সব সময় চেষ্টা করেছে কোন ভাবে যেন তারা দেশের প্রচলিত আইন কানুন ভঙ্গ না করে এবং কেউ যদি এই আইন-কানুন ভাঙ্গার চেষ্টা করে তাহলে তারা কিন্তু তাদেরকে সর্বপ্রথম বোঝানো চেষ্টা করে। একটা মানুষের যখন আপনি তার ভুল কাজের জন্য সর্বপ্রথম শাস্তি দেবেন তখন কিন্তু সেই মানুষটি বেঁকে বসতে পারে। আর এটাই কিন্তু সঠিক। প্রত্যেক মানুষকে দুই একটা সুযোগ অবশ্যই দেয়া দরকার যাতে করে তারা নিজেদেরকে আবার পুনরায় শুধরে নিয়ে ভালো কাজ করতে পারে এই সমাজে।


আর এই জন্য আজ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনভাবে দেশের প্রচলিত আইন করুন ভঙ্গ করার চেষ্টা করব না এবং সব সময় দেশের প্রচলিত আইন মেনে চলার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা দেশের আইন কানুন মেনে চলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে ঠিক ভালো জিনিস গুলো শিখে তারা তাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে পারবে। আর যারা আইন ভঙ্গ করে তাদেরকে অবশ্যই আমাদের বোঝাতে হবে এই আইন ভঙ্গ করার ফল কতটা খারাপ হতে পারে। এভাবে আমরা যদি প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এই দেশটায় আর কোন বিশৃঙ্খলা তার সৃষ্টি হবে না এবং সবাই সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করতে পারবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 20 days ago 

যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে তারা কখনো আইন ভঙ্গ করতে পারে না। কিন্তু মানুষ দেশপ্রেমকে অতিক্রম করে নিজের স্বার্থবাদী তাকে বেশি গ্রহণযোগ্য করে নিয়েছে যার জন্য আইন ভঙ্গ করে সুদ ঘুষ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এর পরিণাম কতটা ভয়াবহ সেটা বুঝতে চায় না। এর ফলস্বরূপ নিজেদের একদিন ভুগতে হবে।

 20 days ago 

1000024588.png

1000024587.png

1000024586.png

1000024585.png

1000024584.png

 20 days ago 

আইন অমান্য করার ফলাফল আমাদের সবাইকে ভোগ করতে হয়। আমাদের সকলের উচিত দেশের আইন মেনে চলা, যাতে সমাজে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। আপনি যে সচেতনতা এবং শপথের কথা বলেছেন, তা একদম সঠিক পথ।

 19 days ago 

দেশকে যারা ভালোবাসে তারা দেশের জন্য কাজ করে যায় এবং দেশের আইন কানুন মেনে চলে। কিন্তু এমনও আছে যারা আইন-কানুনের দায়িত্বে থেকেও নিজের স্বার্থের জন্য আইন কানুন ভঙ্গ করে ঘুস খায় তারা আসলেই অন্যায়ের সাথে জড়িত। দেশের আইন কানুন ভঙ্গ করা ঠিক না। এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।বাস্তব সম্মত একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96484.42
ETH 2765.60
SBD 0.65