আমার প্রিয় বর্ষাকাল-10% Beneficiary To @shy-fox & 5% @ abb-school
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় বেশ ভালো আছি । বেশ কিছুদিন পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকায় কোন পোস্ট করতে পারিনি। তবে চেষ্টা করবো আজ হতে পোস্ট করার। আমি @mahfuzanila। আমি আপনাদের মাঝে একজন নতুন ইউজার। আজ আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি সবার কাছে ভালো লাগবে।
যখন আমি পোস্টটি লিখতে বসলাম তখন চারদিকে চলছে ঝুম ঝুম করে বৃষ্টির শব্দ। আর এই বৃষ্টির শব্দ যেন মনের মধ্যে অন্য রকমের এক ভালো লাগার সৃষ্টি করছে। মনে চাইছে একটু বৃষ্টিতে ভিজি। কিন্তু এত রাতে তো আর তা সম্ভব নয়। তাই বসে পড়লাম পোস্ট লিখতে । আর আজ আমি প্রিয় বর্ষাকাল নিয়ে কিছু লিখবো। চলুন তাহলে দেখে আশি আমার চোখে বর্ষাকাল।
চলছে বর্ষাকাল। চারদিকে যেন বর্ষার আনা গোনা। এই মেঘ তো এই বৃষ্টি। বর্ষার ভরা মৌসুমে যখন চারদিকে রিমঝিম করে বৃষ্টি পড়ে তখন মন হয়ে পড়ে উতালা। আর এই বর্ষাকালকে কেন্দ্র করেই যুগে যুগে কবি সাহিত্যকগণ রচনা করেছেন যে কত কবিতা আর গল্প তার কোন হিসাব নেই। বর্ষার আকাশে মেঘ জমলে মনের ভিতর বৃষ্টিতে ভেজার এক আকুতি তৈরি হয়। হ্যাঁ আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে রিমঝিম ঝিম বৃষ্টির মধ্যে হেটে চলে আসি বাসায় বৃষ্টিতে ভিজে ভিজে। এখন মনে পড়ে সেই ছেলেবেলার কথা।
ছেলেবেলায় বর্ষার মৌসুমে যখন রাত্রি বেলায় ঝুমঝুম করে বৃষ্টি হত তখন মাকে বলতাম বেশী করে চাল আর ডাল ভাজতে। অথবা চানাচুর মড়ি মাখাতে। আর এসব খেতে খেতে বাবার মুখে যে কতশত ভূতের গল্প শুনতাম। মাঝে মাঝ বর্ষার মৌসুমে যখন রাত্রি বেলায় বৃষ্টি হত তখন কিন্তু বিদুৎ ও চলে যেত। আর তখনই বাবা আসর জমিয়ে দিতেন দুনিয়ার ভূত আর পেত্নীর গল্প নিয়ে। মাঝে মাঝে অন্ধকারে ভয় হলেও কিন্তু গল্প শুনতে ভালোই লাগতো।
বর্ষার দিনের আরও একটি প্রিয় জিনিস হলো ভূনা খিচুড়ি। আর তার সাথে যদি ইলিশ ভাজা আর পদের পদের ভর্তা হয় তাহলে তো কোন কথায় নেই।মায়ের হাতের সেই ভূন খিচুড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। আজও মিস করি মায়ের হাতের সেই ভূনা খিচুড়ি। মা নেই কিন্তু বর্ষা আছে। তবে এবার বর্ষায় প্রিয় সেই ভূনা খিচুড়ি খাওয়া হলেও সেই স্বাদ আর নেই। কোথায় যেন চলে গেছে সেই স্বাদ।এখন আর খিচুড়ি আর ভর্তা কিছুই ভালো লাগে না।
বর্ষার মৌসুমে নদ নদীগুলো পানিতে কানায় কানায় ভর্তি হয়ে যায়। মানুষ ছুটে চলে নৌকা ভ্রমনে বা নৌ বিহারে। নদীতে নতুন পানির মাছ পাওয়া যায়। গাছেরা পায় নতুন জীবন প্রকৃতি সাজে নতুন সাজে। বর্ষার কদম ও শিউলী মনকে রাঙিয়ে তোলে অন্য রকম এক ভালো লাগায়। তাই সব মিলেয়ে বর্ষা কাল কিন্তু আমার খুব প্রিয় সময়।
কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি জানাবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শুরু থেকে আপনার পোস্ট ভালোই পড়ছিলাম আর বর্ষার অনুভূতি গুলো ফিল করছিলাম কিন্তু যখনই আপনি
এই কথাটা শেয়ার করলেন তখনই যেন পড়ার মুড চেঞ্জ হয়ে গেল। এখনতো সকালবেলা খিচুড়ি খেতে ইচ্ছে করছে আপু তাহলে রান্না করে পাঠিয়ে দেন হা হা হা।
বর্ষার দিনে মায়ের হাতের খিচুড়ি কিন্তু আমিও আজও মিস করি। বেশ সুন্দর করে আপনি আপনার মনের কথা গুলো ব্যক্ত করেছেন। কিন্তু প্রতিদিন এরকম লেখা চাই। শুভ কামনা রইল আপনার প্রতি।
আপনার মত বর্ষাকাল আমারও প্রিয়। তবে বর্ষার সময় রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। বর্ষার সময় চানাচুর মুড়ি দিয়ে কিছু মেখে খেতে অনেক মজাই লাগে। তবে আপনি ঠিক বলেছেন বর্ষা নিয়ে অনেক সাহিত্যিক কবিতা গল্প লেখতো। আসলে আমরা নিজেরাও ছোট থাকতে বর্ষার সময় কিছু পোড়া মাখা খেতে খেতে ভূতের গল্প শুনতাম। আপনি বর্ষা কে নিয়ে খুব সুন্দর করে আপনার অনুভূতির পোস্ট করেছেন। এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বর্ষা কাল অনেকের কাছে বেশি ভালো লাগে। তবে আমার কাছে বর্ষাকাল তেমন ভালো লাগেনা। কারণ চারদিকে পানি এবং চলাফেরা করতে অনেক কষ্ট। তবে ঠিক বলেছেন বর্ষা কালে বৃষ্টির শব্দ বা বৃষ্টির আওয়াজ শুনতে অনেক ভালো লাগে। ছোটকালে বর্ষা আসলে অনেক সময় বৃষ্টিতে ভিজতাম। তবে ঠিক বলেছেন বর্ষা নিয়ে অনেক কবি তাদের মনের মত করে কবিতা এবং গল্প লিখেছে। আর বর্ষার সময় বিভিন্ন ধরনের ঝাল ফোড়া এবং মুড়ি খেতে অনেক ভালোই লাগে। অনেক সুন্দর করে বৃষ্টিকে নিয়ে অনুভূতি পোস্ট করেছেন।
বর্ষা কালকে ঘিরে ছোটবেলার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই খুশি হলাম আমি। কারণ ছোটবেলায় আমারও এমন ভালো লাগা কাজ করত। বেশিরভাগ চাল ভাজা খেতাম বর্ষার দিনগুলিতে। আর মায়ের মুখে বসে বসে বিভিন্ন প্রকার গল্প শুনতে ইচ্ছে হতো আমাদের।