মানুষে মানুষে লড়াই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষে মানুষে লড়াই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


battle-6515349_1280.jpg



লিংক


এই পৃথিবীতে মানুষ মানুষের জন্য। কেননা মানুষ হিসেবে যদি আমরা মানুষের সাহায্যে এগিয়ে না আসতে পারি তাহলে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে কখনো অন্যের কাছে পরিচিত করতে পারবোনা। আসলে এই মানুষ পূর্বের সময়ে একসাথে ছিল বলেই আজ পর্যন্ত এই মানুষের অস্তিত্ব রয়েছে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষে মানুষে সব সময় লড়াই করতে থাকি তাহলে আমাদের অস্তিত্বটা বিলুপ্ত হওয়ার পথে হয়ে যাবে। কিন্তু এখন এইসব জিনিস মানুষ আর কখনো চিন্তা-ভাবনা করে না। এখন মানুষের একটাই চিন্তাভাবনা থাকে যে কি করে অন্যান্য মানুষের সঙ্গে লড়াই করে তারা জিতে যাবে। কিন্তু যারা জীবন যুদ্ধে মানুষের সাথে লড়াই করে জয়ী হওয়ার চেষ্টা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না।


একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে অন্যান্য মানুষরা এসে যদি তাকে বিপদ থেকে উদ্ধার না করে তাহলে সেই মানুষটির বিপদ দিন দিন বেড়েই চলবে। এজন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা কখনো মানুষের সাথে লড়াই করব না এবং মানুষের সাথে কখনো শত্রুর সম্পর্ক তৈরি করব না। কেননা এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের মানুষের সাহায্যের অবশ্যই প্রয়োজন হয়। আর এই প্রয়োজনের জন্য আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব। কিন্তু এখন সব সময় মানুষ মানুষে এত লড়াই করে যে এতে করে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে দুইবার চিন্তা করে না। আসলে মানুষ অনেকটা পশুর মত আচরণ করে। যে আচরণগুলো তাদের মাঝে শোভা পায় না।


এই পৃথিবীতে মানুষ হলো সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ জীব। আর এই শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ পরিচিত হওয়ার প্রধান কারণ হলো তাদের বুদ্ধিমত্তা। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের বুদ্ধি তত লোভ পাচ্ছে এবং মানুষ বিভিন্ন খারাপ দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। এখন আমরা মানুষের মাঝে এতটাই হিংসাত্মক আচরণ দেখি যে মানুষের সাথে এখন বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়তে অনেকটা ভয় হয়। আসলে মানুষের স্বার্থ যদি একবার আঘাত পড়ে তাহলে কিন্তু সে মানুষটাই একদম হিংস্র পশুর মত আচরণ করে। আসলে এই ধরনের আচরণ আমরা যদি মানুষের সাথে করে থাকি তাহলে এই পৃথিবীতে কোন মানুষের সাথে কোন মানুষের আর ভালো সম্পর্ক গড়ে উঠবে না। আর এভাবে যতদিন যাবে ততই মানুষের অস্তিত্ব বিলীন হতে শুরু করবে।


এজন্য আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালো না বাসতে পারি তাহলে আমাদের নিজেদের অস্তিত্বটা আর এই পৃথিবীতে কখনোই থাকবে না। এজন্য আমাদের সর্বপ্রথম মানুষে মানুষে লড়াই প্রথমে বন্ধ করতে হবে। আর এইভাবে যদি আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও এখন বিভিন্ন দেশের মধ্যে যেসব যুদ্ধ হচ্ছে সেই সব যুদ্ধ খুব দ্রুত বন্ধ করে সেসব মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা অবশ্যই উচিত। কেননা এই লড়াই কখনো মানুষের ভালো ডেকে আনতে পারবে না। যতদিন যাবে এতে করে ততই মানুষ দূরে সরে যাবে। একমাত্র ভালবাসার দ্বারাই এই পৃথিবীতে সুখ শান্তি সবকিছু উপভোগ করা সম্ভব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 yesterday 

পৃথিবীতে কেউ একা একা পরিপূর্ণ নয় আমরা মানুষ সবাই একে অপরের উপর নির্ভরশীল তবে হ্যাঁ তবুও এক শ্রেণীর মানুষ মানুষের সাথে লড়াই করতে চায়। বেঁচে থাকার জন্য যেহেতু সবার প্রয়োজন আছে সেহেতু সবার সাথে সহানুভূতিশীল সুন্দর আচরণ করা বুদ্ধিমানের কাজ।

 yesterday 

বর্তমান যুগে মানুষ হয়ে মানুষের সহযোগিতা করাটা অনেকটাই হারিয়ে গেছে। সবাই চিন্তা করে কিভাবে নিজেকে আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়া যায়। অন্যকে আঘাত করে বা নিচে ফেলে। সঠিক বলেছেন আপনি আমরা যদি মানুষ হয়ে মানুষের উপকার করতে না পারি তাহলে মানুষ হিসেবে আমরা নিজেকে পরিচয় না দেওয়টাই ভালো। খুবই ভালো লাগলো আপনার আজকের লেখাগুলি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90329.45
ETH 2286.75
SBD 0.63