অন্যায় অত্যাচার সহ্য করা যাবেনা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় অত্যাচার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


rope-2322774_1280.jpg



লিংক


এই পৃথিবীটা এমন একটা জায়গায় যেখানে আপনি অন্যের অন্যায় অত্যাচার সহ্য করবেন তাহলে কিন্তু আপনার এই অন্যায় অত্যাচার কমার বদলে সব সময় বাড়তে থাকবে। অর্থাৎ মানুষ অনেকটা হিংস্র প্রকৃতির হয়ে গেছে। কেননা কেউ যদি দুঃখ কষ্টে থাকে তাহলে অন্যান্য মানুষগুলো তাদের দুঃখ কষ্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আপনাকে যখন মানুষ দুর্বল মনে করবে তখন কিন্তু আপনার উপর আরো তারা আক্রমণাত্মক হয়ে যাবে। আসলে আপনাকে এই বর্তমান যুগে ভালো থাকতে হলে অর্থাৎ অন্যায় অত্যাচারের সাথে সংগ্রাম করতে হলে আপনাকে সর্বপ্রথম কঠিন হতে হবে। আর মানুষ যদি দেখে যে আপনি একজন দুর্বল এবং সরল প্রকৃতির লোক তাহলে লোকজন কিন্তু আরও বেশি আপনার উপর অন্যায় অত্যাচার করবে।


আসলে এই পৃথিবীতে বর্তমানে এই জিনিসগুলো আমরা সর্বক্ষেত্রে দেখতে পাই। মানুষ এখন অনেকটা পাল্টে গেছে। আসলে আগেরকার মানুষের মন মানসিকতা অনেক বেশি সরল ছিল এছাড়াও তারা সবসময় চেষ্টা করত যে তাদের আশেপাশের লোকগুলোকে নিয়ে একসাথে বসবাস করার জন্য। এছাড়াও কেউ যদি তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করে তাহলে সবাই মিলে সেই অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াত। কিন্তু বর্তমান সময় আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে সমাজের এক শ্রেণীর লোক সব সময় অন্যান্য শ্রেণীর লোকেদের উপরে অন্যায় অত্যাচার করে। আর এই অন্যায় অত্যাচার গুলো দেখে অন্য লোকেরা তাদেরকে কখনো সাহায্যের জন্য এগিয়ে আসে। কেননা এখন সবাই শুধুমাত্র নিজেদের স্বার্থটা দেখে বড় হয় এবং অন্যকে তুচ্ছ বলে মনে করে।


কিন্তু এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রাচীনকাল থেকে মানুষ যখন এক জায়গায় দলবদ্ধ ভাবে বসবাস করতে শুরু করলো তখন কিন্তু অন্যান্য হিংস্র প্রাণীরা তাদের আক্রমণ করা বন্ধ করে দিল। কেননা একজন মানুষ যে কাজটি করতে পারবে সেই কাজটি যদি ১০ জন মানুষকে দেওয়া হয় তাহলে তারা অনেক বেশি দ্রুত সম্পন্ন করতে পারবে। আসলে এজন্যই বলে যে দশের লাঠি একের বোঝা। অর্থাৎ আমরা যদি সবাই মিলে কোন খারাপ লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি তাহলে এই অন্যায় অত্যাচার দিন দিন কমে যেতে শুরু করবে। কিন্তু আমরা যদি এসব অন্যায় অত্যাচার করে লোকেদের প্রশ্রয় দিয়ে থাকি তাহলে তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাবে এবং তাদের এই বৃদ্ধি পাওয়ার ফলে একদিন কিন্তু আপনাকেও সেই অন্যায় অত্যাচার সহ্য করতে হবে।


আসলে এখনো সময় আছে আমরা যদি সবাই মিলে হাতে হাত রেখে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে যারা অন্যায় করে ঘুরে বেড়ায় এই সমাজে তারা কিন্তু সবসময় ভয় পেয়ে যাবে এবং পরবর্তীতে অন্যায় করার মত এমন খারাপ কাজ আর কখনো করতে পারবে না। আর এই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে যাতে করে এই অন্যায় অত্যাচার বন্ধ করে একটা সুন্দর সমাজ গঠন করতে হবে। যে সমাজে সবাই মাথা উঁচু করে চলতে পারবে এবং সেই সমাজে কোন ধনী-গরীব বলে পার্থক্য থাকবে না। আর আমরা যদি এমন একটা সমাজ গঠন করতে পারি তাহলে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখব যে আমাদের সমস্যা সবসময় সামনের দিকে এগিয়ে যাবে এবং সমাজের প্রত্যেকটা লোক অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81566.06
ETH 1594.37
USDT 1.00
SBD 0.81