দান একটি মহৎ গুণ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


donation-7647717_1280.webp



লিংক


এই পৃথিবীতে একদিকে যেমন ধনী মানুষ রয়েছে তেমনি অন্যদিকে গরিব মানুষ রয়েছে। আসলে এই দুই শ্রেণীর মানুষেরাই কিন্তু একই সঙ্গে একই সমাজে বসবাস করে। আসলে এই একই সমাজে বসবাস করলেও তারা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা একই ধরনের পায় না। অর্থাৎ যারা ধনীর শ্রেণীর লোক তারা সমাজের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য এবং তারা সব ধরনের সুযোগ সুবিধা পায়। কিন্তু যারা গরিব শ্রেণীর লোকেরা রয়েছে তারা কিন্তু কখনো তেমন একটা ভালো সুযোগ-সুবিধা পায় না সমাজ থেকে। আসলে এর ফলে কিন্তু সমাজে বিভিন্ন ধরনের বৈষম্যের সৃষ্টি হয় এবং এক শ্রেণীর লোকেরা সব সময় খারাপ ভাবে তাদের দিন যাপন করে। কিন্তু এই পৃথিবীতে আমরা একটা জিনিস সব সময় জানি যে দান একটি মহৎ গুণ। আর যাদের ভিতর এই মহৎ গুণ আছে তারা এই পৃথিবীতে মহান লোক।


কিন্তু বর্তমান সময়ে মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছি যে এখন আর তারা কাউকে দান করে না এবং তারা নিজেদের স্বার্থ নিয়ে বেঁচে থাকার জন্য যদি অন্যের ক্ষতি করতে হয় তা করতে তারা দুইবার চিন্তা ভাবনা করে না। আসলে এভাবে যদি সমাজের গরিব শ্রেণীর লোকেরা নির্যাতিত হয় এবং তারা তাদের সুবিধাগুলো যদি সমাজ থেকে না পায় তাহলে তারা এই সমাজে বসবাস করতে গেলে কতটা বেশি কষ্ট করতে হয় তা আপনারা হয়তোবা একটু বুঝতে পারছেন। আসলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই সমাজে যারা ধনী লোক তারা ক্রমশ ধনী হতে থাকে এবং যারা গরিব শ্রেণীর তারা সব সময় গরিব হতে থাকে। আসলে এখানে যদি এই সব ধনী লোকেরা সামান্য তাদের একটু নজর এইসব নিচু শ্রেণীর অর্থাৎ গরিব লোকেদের প্রতি দেখাতে পারে তাহলে তাদের এই অভাব অনটন দূর হয়ে যায়।


কিন্তু তারা হয়তোবা কখনো এসব গরিব লোক লোকেদেরকে পছন্দ করে না এবং তাদেরকে আর সাহায্য করে না। আসলে তারা যদি সবাই মিলেমিশে একটু একটু করে সাহায্য করে আমাদের দেশ থেকে গরিব নামক নামটি মুছে ফেলতে পারে তাহলে কিন্তু তাদের সাথে সাথে আমাদের দেশ আমরাও কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার কাছে মনে হয় যে যে সংসারে অভাব ছাড়ায় না সে সংসারে কখনো উন্নত ধরনের চিন্তাভাবনা করতে পারে না। আসলে যারা উন্নত ধরনের চিন্তাভাবনা থেকে পিছিয়ে থাকে তারা কখনো জীবনে এগিয়ে যেতে পারে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে দান করতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি তাহলে সেই লোকগুলো আমাদেরকে সারাজীবন মনে রাখবে এবং তারা আমাদেরকে মন থেকে ভালবাসবে।


আর এই মন থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমরা সবসময় মানুষের উপকার করবো এবং যতটুকু সম্ভব তাদের সাহায্য করবো। কেননা সাহায্য করার মত এমন মহৎ গুণ কিন্তু সবার ভিতর থাকে না। এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধনী শ্রেণীর লোকেদেরকে দেখতে পায় যারা কিনা তাদের অর্থ থেকে কিছু অংশ এই গরিব মানুষদেরকে দান করে এবং এর মাধ্যমে তারা একটা মনের শান্তি পেয়ে থাকে। আসলে এইসব শান্তি কিন্তু কখনো টাকা দিয়ে ক্রয় করা যাবে না। এইতো আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে আমরা জীবনে বড় হতে পারি এবং মানুষের মতো মানুষ হয়ে মানুষের সাহায্যে গিয়ে আসতে পারি। আসলে শুধুমাত্র যে অর্থ দিয়ে মানুষকে সাহায্য করতে হবে এমন কোন কথা নেই। মানুষ যে কোনভাবে মানুষকে সাহায্য করতে পারে এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 16 days ago 

পৃথিবীর সব ধনী মানুষ যদি গরিব মানুষের পাশে থাকতো তাহলে ধনী-গরীর বলে এত বিভেদ থাকত না। যাদের একটু সামর্থ্য আছে তাদের উচিত গরিবদের সবসময় পাশে থাকা সবসময় সাহায্য করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Дякую тобі за слова підтримки! Іноді простого слова достатньо для того, щоб стало тепліше на душі, а цей світ став трохи кращим. 💙💛

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.029
BTC 81517.90
ETH 1548.98
USDT 1.00
SBD 0.73