সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সাহায্যের হাত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


sunset-1807524_1280.jpg



লিংক

এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই। কোন কোন মানুষ রাজার মতো বসবাস করে আবার কোন কোন মানুষ রাস্তার দুই পাশে বসবাস করে। কিন্তু একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা রাজার মত বসবাস করে তারা কিন্তু জীবনের সঠিক সুখ ভোগ করতে পারে না। দূর থেকে মনে হয় যে ওই লোকটি খুব সুখে-শান্তিতে রয়েছে। কিন্তু আপনি যখন কাছ থেকে দেখতে পারবেন তখন দেখবেন যে সেই লোকটি কিন্তু কখনো সুখে শান্তিতে নেই। কেননা অর্থ মানুষকে কখনো সুখ-শান্তি দিতে পারে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত অর্থ থাকে তাহলে আমরা সেই অর্থ থেকে কিছু কিছু অর্থ এই গরিবদের মাঝে দান করতে পারি।


আসলে আমরা সবাই জানি যে দান একটি মহৎ গুণ। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই যারা কিনা তাদের অর্থ থেকে কিছু কিছু অর্থ প্রতিনিয়ত গরিবদের মাঝে দান করে এবং গরীবদের সাহায্য করার জন্য সবসময় তাদের হাত বাড়িয়ে দেয়। এসব লোকেদেরকে শুধুমাত্র গরিব শ্রেণীর লোক নয় বরং সারা পৃথিবীর লোক তাদেরকে ভালোবাসে এবং তাদের কোন ক্ষতি করার চেষ্টা করে না। একটা জিনিস আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যদি কোন গরীব মানুষকে সামান্য কোন কিছু দান করেন তাহলে আপনি মনের ভিতর থেকে শান্তিটা পাবেন সেই শান্তিটা কিন্তু আর অন্য কোথাও খুঁজে পাবেন না। আসলে দানের মধ্যে যে শান্তি সেই শান্তি যে একবার খুঁজে পায় সে কিন্তু প্রতিনিয়ত মানুষকে সাহায্য করে এবং বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করে।


একটা জিনিস আমাদের মাথায় রেখে চলতে হবে যে আমাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকলেই যে আমরা সাহায্য করবো এমন কোন কথা নেই। এই পৃথিবীতে কিছু কিছু লোক রয়েছে তাদের কাছে অর্থ না থাকলেও তারা দৈহিক পরিশ্রম করে মানুষের সাহায্য করার চেষ্টা করেন। আসলে এইসব ভালো মানুষেরা কখনো অন্যের ক্ষতি করতে চেষ্টা করে না বরং কি করে তাদের উপকার করা যায় সেদিকে সবসময় খেয়াল রাখে। আর এভাবেই কিন্তু আমরা মানুষের সাহায্য করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। কেননা এই পৃথিবীতে অনেক মানুষ হয়েছে যারা কিনা সামান্য একটু সাহায্য পেলে হয়তোবা তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আসলে সেই সাহায্যটুকু যখন আমরা করবো তখন তাদের কাছে আমরা একটা প্রিয় পাত্র হতে পারব।


একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন কিছুর বিনিময়ে কাউকে সাহায্য করব না। কেননা আমরা যদি কোন কিছুর বিনিময়ে কাউকে সাহায্য করি তাহলে সেখানে আমাদের স্বার্থপরতার মন-মানসিকতার পরিচয় বহন করবে। তাইতো আমরা নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করবো এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আর এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসাথে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে দেখব যে আমাদের পৃথিবীতে আর কোন ধরনের মানুষের কোন কষ্ট থাকবে না এবং সবাই মিলেমিশে একসাথে একটা সুন্দর দেশ গঠন করতে পারব যেখানে সবাই ভালোভাবে থাকবে এবং ভালোভাবে চলাচল করার চেষ্টা করবে। আর এভাবে কিন্তু আমরা এমন একটা জাতিতে পরিণত হবো যে জাতির কে দেখে অন্যান্য জাতি শিক্ষা নেবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

খুব সুন্দরভাবে মানবতার কথা বলেছেন! সত্যিই, নিঃস্বার্থভাবে সাহায্য করা মানুষকে ভেতর থেকে সুখ এনে দেয়। যদি সবাই এমন মনোভাব নিয়ে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে। ইনশাআল্লাহ্

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 84398.18
ETH 1996.04
USDT 1.00
SBD 0.76