বিপদের বন্ধু প্রকৃত বন্ধু

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিপদের বন্ধু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


landscape-4254269_1280.jpg



লিংক


এই পৃথিবীতে আমরা বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করি। আসলে মানুষের সাথে মেলামেশা করতে করতে তাদের সাথে এক ধরনের সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি। আসলে সে সম্পর্কটাকে আমরা বলি বন্ধুত্বের সম্পর্ক। এই পৃথিবীতে সব সম্পর্কের ঊর্ধ্বে এই বন্ধুত্বের সম্পর্ক। অর্থাৎ একটা বন্ধু যে আরেকটা বন্ধুর জন্য কি করতে পারে তা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আসলে যে বন্ধু আমাদের সব সময় আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে এবং আমরা যদি পরবর্তীতে কোন ধরনের সমস্যা না ভুগি এজন্য তারা আমাদের সামনের পথ থেকে অনেক সহজ করতে সাহায্য করে। আসলে বন্ধু নামটা দুই অক্ষরের হলেও এর বিশালতা আমার কাছে অনেক বেশি বড়। কেননা এই পৃথিবীতে একমাত্র বন্ধুত্ব বেঁচে রয়েছে বলে পৃথিবীটা এত সুন্দর মনে হয়।


আসলে এই পৃথিবীতে প্রকৃত বন্ধু পাওয়া বড়ই কঠিন। কেননা বর্তমানে সবাই এত স্বার্থপর তাতে করে আমাদের বন্ধু নির্বাচন করতে অনেক বেশি কষ্ট হয়। এছাড়া আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম এবং একটু বড় হতেই যখন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে প্রবেশ করেছি তখন কিন্তু কিছু কিছু বন্ধুদের দেখতাম যারা সবসময় অন্যান্য প্রভাবশালী বন্ধুদের সাথে বেশি মেলামেশা করত। অর্থাৎ যেসব বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে টাকা থাকতো তাদের সাথেই তারা বেশিরভাগ সময় সময় কাটাতো। আসলে এইসব বন্ধু কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। কেননা তারা শুধুমাত্র অর্থ দেখে সেই বন্ধুত্ব বিচার করে এবং তাদের সঙ্গে মেলামেশা করে। আসলে তার কাছে যতক্ষণ অর্থ রয়েছে তারা তাদের কাছে ততক্ষণ রয়েছে এবং যখন অর্থ শেষ হয়ে যাবে তখন তারা তাদের কাছ থেকে কেটে পড়বে।


কিন্তু আমরা আরো কিছু বন্ধুদের দেখতে পাই যারা সবসময় সাধারণ সব বন্ধুদের সাথে মেলামেশা করে এবং তাদের যদি কোন সমস্যা হয় তাহলে সবাই মিলে তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করে। আসলে বর্তমান সময়ে এই ধরনের বন্ধু পাওয়া বড়ই কঠিন। কেননা বর্তমান সময় আমরা শুধুমাত্র বন্ধু নামের প্রতারণা দেখতে পাই। আসলে কিছু কিছু বন্ধু রয়েছে যারা কিনা সব সময় তাদের বন্ধুদের কাছ থেকে স্বার্থসিদ্ধি করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। আসলে সেসব বন্ধুদের কাছ থেকে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে তারা পরম মুহূর্তে কেটে পড়ে। আর এইসব বন্ধুরা কখনো সুসময়ের বন্ধু হতে পারেনা। আর আপনারা যদি কোন ধরনের কোন বিপদে পড়েন তাহলে এসব বন্ধুরা আপনাকে বিপদে বাঁচানোর থেকে বরং আপনাকে আরো বেশি বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করবে।


কিন্তু মানুষ হিসেবে যদি আমরা আমাদের বন্ধু-বান্ধবের সাথে এমন ধরনের আচরণ করি তাহলে আমরা বন্ধুত্ব নামের অপমান করব। আসলে এই পৃথিবীতে বিভিন্ন নিদর্শন রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন পর্যন্ত বাজি রেখেছে। আসলে সেই সব বন্ধুদের বন্ধুত্বের কথা চিন্তা-ভাবনা করে আমরা আমাদের বাস্তব জীবনের বন্ধুদের সাথে সবসময় ভালোভাবে মেলামেশা করার চেষ্টা করব এবং তাদের বিপদে আপদে যতদূর সম্ভব সাহায্য করবো। আসলে সব সময় অর্থ দিয়ে যে সাহায্য করতে হবে এমন কোন কথা নেই। বন্ধুদের দুঃখ কষ্টের সময় যদি তাদের পাশে আমরা থাকতে পারি তাহলে সেসব বন্ধুদের দুঃখ কষ্ট অনেকটা হলেও কমে যেতে পারে। আর এজন্য আমরা সবসময় বন্ধুদেরকে ভালোবাসবো এবং তাদের উপকার করার চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 days ago 

আপনার সাথে সহমত প্রকাশ করলাম হ্যা বর্তমান সময়ে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া দুষ্কর সবাই শুধু নিজের স্বার্থ হাসিলের ধান্দায় থাকেন। আমার মতে যারা স্বার্থপর নিজের স্বার্থ হাসিলের ধান্দায় থাকে তাদের থেকে দূরে থাকা উত্তম।

 3 days ago 

আপনার আজকের লেখাটা খুবই সুন্দর এবং গভীর। আপনি বন্ধুত্বের প্রকৃত মূল্য তুলে ধরেছেন, যেখানে বাস্তব বন্ধু শুধু স্বার্থ নয়, বিপদে একে অপরকে সাহায্য করে। বন্ধুত্ব অর্থ বা স্বার্থের ঊর্ধ্বে।এটা আন্তরিকতা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে। তাই বন্ধুদের সাথে সদয় ও সহানুভূতিশীল হওয়া জরুরি।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 84398.18
ETH 1996.04
USDT 1.00
SBD 0.76