সুন্দর সেই প্রকৃতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রকৃতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


field-6574455_1280.jpg



লিংক


আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম সেই পৃথিবীটা এখন আর নেই। হঠাৎ যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যেন পৃথিবীর সৌন্দর্য হারিয়ে ফেলছে। আসলে এই সৌন্দর্য হারিয়ে যাওয়ার পেছনে মূলত কিন্তু আমরা নিজেরাই দায়ী। কেননা মানুষ প্রতিনিয়ত যেভাবে এই প্রকৃতিকে ধ্বংস করছে এর ফলে কিন্তু আর কয়েক বছর পর আমাদের পৃথিবীতে প্রকৃতি বলে আর কোন কিছুই থাকবে না। সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হব যখন প্রকৃতি প্রায় শেষ হয়ে আসবে তখন আমাদের বাঁচার মতো আর এই পৃথিবীতে কোন কিছুই আমরা খুঁজে পাবোনা। এত সুন্দর প্রকৃতিকে যদি আমরা দিন দিন হারিয়ে যেতে দিই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীতে এসে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মানুষ যেমন সবকিছু নষ্ট করে ঠিক তেমনি সে চাইলে সবকিছু আবার পুনরায় ঠিক করতে পারে।


কিছু কিছু মানুষদেরকে আমরা সবসময় একটু খারাপ চোখে দেখে থাকি। আসলে তাদের খারাপ দেখার প্রধান কারণ হলো তারা কারণে অকারণে বিভিন্ন ভাবে প্রকৃতিকে ধ্বংস করে। আর ধ্বংস করার পিছনে সব থেকে প্রধান কারণ হলো বসবাসযোগ্য জমি তৈরি করার জন্য। কেননা প্রতিদিন যে হারে এই পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু ভূমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ এই অতিরিক্ত জনসংখ্যার জন্য যেমন অতিরিক্ত জমির প্রয়োজন হচ্ছে তেমনি মানুষজন গাছপালা কেটে সেই স্থানে বসবাসযোগ্য জমি তৈরি করছে। আসলে আমরা সবাই জানি যে প্রকৃতিকে যদি আমরা ধ্বংস করি তাহলে আমাদের এই প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে।


কিন্তু তবুও মানুষ লোভের জন্য এসব বন জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে মানুষের বসবাসের জন্য বিভিন্ন ধরনের বহুতল বিশিষ্ট ভবন তৈরি করছে। আমরা মানুষ যদি এখনো সচেতন না হয়ে এসব মানুষদেরকে না আটকাতে পারি তাহলে কিন্তু তাদের এই ধরনের কর্মকাণ্ড দিন দিন যেমন বেড়ে চলবে ঠিক তেমনি অন্য দিক থেকে তাদেরকে আটকানোর মতো আর কেউ থাকবে না। কেননা খারাপ লোকেদেরকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে কিন্তু তাদের শক্তি দিন দিন বহু গুণ বৃদ্ধি পাবে। এজন্য আমাদের সব সময় নিজেদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে। আসলে সুন্দর প্রকৃতি যেমন একজন সুন্দর মন মানসিকতার মানুষ তৈরি করে তেমনি এই সুন্দর প্রকৃতি থেকে আমরা একদম জন্মের পর থেকে বিভিন্ন কিছু পেয়ে থাকি।


তাইতো এই প্রকৃতি মাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এখনই সচেতন হয়ে এই সব অসাধু লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর আমরা যদি প্রতিবাদ গড়ে তুলে এসব লোকেদেরকে সরিয়ে ফেলতে পারি তাহলে আমাদের প্রকৃতি আর ধ্বংস হবে না। আর এরপর থেকে প্রকৃতি আস্তে আস্তে পুনরায় তার নিজের রূপে ফিরে আসতে পারবে। তাইতো আমাদের সবাইকে এই প্রকৃতির রক্ষার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং এসব খারাপ লোকেদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আর আমরা যদি এভাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারি তাহলে তারা ভয়ে আর কোন ধরনের প্রকৃতি ধ্বংস করতে পারবে না। আর আমরা আবার পুনরায় আমাদের সেই পুরনো প্রকৃতিকে নতুনরূপে জন্ম দিতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93907.77
ETH 1770.00
USDT 1.00
SBD 0.86